প্রায় ৩ বছর আগে বিমান বন্দরে ঘটে যাওয়া ভাংচুরের অপ্রীতিকর ঘটনার ভিডিও ফুটেজকে ফেইসবুকে গতকালকের বলে চালিয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এটা সিম্পলি সাইবার ক্রাইম এবং আইনত দন্ডনীয় অপরাধ।

উল্লেখ্য আজ থেকে প্রায় তিনবছর আগে.. ৮ জানুয়ারি ২০১৩ তারিখে বিমান শ্রমিক সংঘটনের ডাকা ধর্মঘটের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং বন্ধ থাকায় যাত্রিদের ব্যাগেজ পেতে দেরি হচ্ছিল। ক্ষুব্ধ যাত্রিগন কর্তৃক ভাংচুরের মত কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।

মূল সংবাদ লিংক এখানে। (দয়া করে, প্রকাশের তারিখ দেখে নেবেন!)

মুল ভিডিও আপলোডের ডেইট দেখবেন প্লিজ..

এছাড়া পড়তে পারেনঃ

By Magistrates, All Airports of Bangladesh

We dare to chase, whoever the big shot, care very less. Let us know how you gonna be exploited. Extend your hands and kick the criminals out. Facebook Page: https://www.facebook.com/magistrates.all.airports.bangladesh

4 thoughts on “বিমানবন্দর নিয়ে বিভ্রান্তি এবং অপপ্রচার থেকে সাবধান!”

Leave a Reply