প্রতিদিনের ডয়েচ শেখার আজকের এ পর্বে আমরা সপ্তাহের ৭ দিনের নাম শিখব । বলে রাখা ভাল জার্মানিতে সপ্তাহের শুরু হয় সোমবার আর শুক্রবার সপ্তাহের শেষ দিন । শনি আর রবিবার জার্মানিতে ছুটির দিন(Wochenende) ।

শুক্রবার – Der Freitag. – Example: Am Freitag besuche ich Freunde.

শনিবার- Der Samstag/Sonnabend -Example: Am Wochenende(Samstag/Sonntag) fahre ich nach Berlin.

রবিবার- Der Sonntag -Example: Am Wochenende(Samstag/Sonntag) fahre ich nach Berlin.

সোমবার- Der Montag -Example: Am Montag arbeite ich.

মঙ্গলবার- Der Dienstag -Example: Am Dienstag lerne ich Deutsch.

বুধবার- Der Mittwoch -Example: Am Mittwoch tanze ich Tango.

বৃহস্পতিবার- Der Donnerstag. Example: Am Donnerstag Spiele ich Gitarre.

সোমবার থেকে রবিবার পর্যন্ত – von Montag bis Donnerstag

এবার চলুন উচারণগুলো শুনেণেই নিচের ভিডিও থেকে –

আগের পর্বগুলো

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১০ (দিনের বিভিন্ন সময় ও অভিবাদন ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৯ (সংখ্যা -১২৩ গননা)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৮(জার্মান ভাষায় আত্মপরিচয় দিবেন যেভাবে )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৭ ( এখন সময় কত ?ডয়েচে সময় কি করে বলতে হয় )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৬ (জার্মান ভাষায় প্রশ্ন করবেন কিভাবে ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৫ (জার্মান আর্টিকেল der,die,das কখন বসবে?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৪ (জার্মান ভার্ব )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৩ (জার্মান বর্ণমালা ও তাদের উচ্চারণ)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা -২ (জার্মান ভাষায় আমি, আমরা, তুমি, তোমরা , তুই , আপনি , আপনারা )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ১ (জার্মান ভাষায় গ্রিটিংস বা অভিবাদন)

mm

By Anis

Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.

Leave a Reply