প্রতিদিনের ডয়েচ শেখায় আজ আমরা ডয়েচে সময় কি করে বলতে হয় তা জানব। সময় অত্যন্তগুরুত্বপূর্ন বিষয়। প্রতিদিনের লাইফে সময় নিয়ে কথা বলতেই হয়। তাই আজকের লেসনে আমরা শিখব কাউকে সময়ের কথা কিভাবে বলতে হয়। প্রশ্ন কিভাবে করব বা কারো কিভাবে সময়ের কথা বলব, বা তাদের প্রশ্নের উওর দিব।

শুরুতে চলুন সময় এর সাথে সম্পর্কিত কিছু ভোকেবুলারি জেনে নেই ।

Sekunde সেকুন্ডে (die) | +n (সেকেন্ড )

Minute মিনিঊটে (die) | +n minute (মিনিট)

Stunde স্টুন্ডে (die) | +n hour ঘন্টা
15 Minuten ফুনফসেন মিনিউটেন = Ein Viertel আইন ফিয়ারটেল (১৫ মিনিট)

30 Minuten ড্রইসিগ মিনিউটেন= Eine halbe Stunde আইনে হালবে স্টুন্ডে (আধা ঘন্টা(

60 Minuten  জেক্সসিগ মিনিউটেন = Eine Stunde আইনে  স্টুন্ডে (১ ঘন্টা)

Wie Späte ist es?  (কয়টা বাজে ?)
7:00 = Es ist 7 Uhr  (এস ইস সিবেন ওয়া)

7:05 = Es ist 5 nach Sieben (এস ইস ফুনফ নাগ সিবেন)
or = Es ist 7 Uhr 5 (এস ইস সিবেন ওয়া ফুনফ)

7:15 = Es ist Viertel nach  Sieben (এস ইস ফিয়ার্টেল নাগ সিবেন)
or = Es ist 7 Uhr 15  (এস ইস সিবেন ওয়া ফুনফসেন)
or = Es ist 15 nach Sieben (এস ইস ফুনফসেন নাগ সিবেন)

7:30 = Es ist halb acht (এস ইস হালফ আকট)
or = Es ist 7 Uhr 30 (এস ইস সিবেন ওয়া ড্রাইসিক)

7:45= Es ist Viertel Vor acht (এস ইস ফিয়ারটেল ফর আকট)
or = Es ist 7 Uhr 45 (এস ইস সিবেন ওয়া ফুনফউন্ডফিয়ারসিক)

7:55 = Es ist 5 vor acht (এস ইস ফুনফ ফর আকট)
or = Es ist 7 Uhr 55 (এস ইস সিবেন ওয়া ফুনফউন্ডফুনফসিক)

8:00 = Es ist 8 Uhr (এস ইস আকট ওয়া)

আগের পর্বগুলো

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week 

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১০ (দিনের বিভিন্ন সময় ও অভিবাদন ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৯ (সংখ্যা -১২৩ গননা)

প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ৮(জার্মান ভাষায় আত্মপরিচয় দিবেন যেভাবে )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৭ ( এখন সময় কত ?ডয়েচে সময় কি করে বলতে হয় )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৬ (জার্মান ভাষায় প্রশ্ন করবেন কিভাবে ?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৫ (জার্মান আর্টিকেল der,die,das কখন বসবে?)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৪ (জার্মান ভার্ব )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ৩ (জার্মান বর্ণমালা ও তাদের উচ্চারণ)

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা -২ (জার্মান ভাষায় আমি, আমরা, তুমি, তোমরা , তুই , আপনি , আপনারা )

প্রতিদিনের ডয়েচ (জার্মান) শেখা – ১ (জার্মান ভাষায় গ্রিটিংস বা অভিবাদন)

mm

By Anis

Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.

Leave a Reply