সবাইকে স্বাগতম আমাদের প্রতিদিনের জার্মান শেখা পাঠে । আগেই বলেছি আমাদের এই পোস্টটির আকার হবে ছোট যেটি কিনা ১৫ মিনিট সময়ের মধ্যেই কাভার করা যাবে। আর একদম ব্যাসিক জার্মান যেমন এ১ লেভেল বা এবিসিডি লেভেলের জার্মান থেকে শুরু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তাই ধৈর্য্য ধরে সাথে থাকতে হবে।
আজকে কথা হবে জার্মান ভাষায় গ্রিটিংস বা অভিবাদন নিয়ে। কিছুদিন আগেই জার্মানদের ভদ্রতা বা ব্যাবহার নিয়ে গ্রপে একটা পোস্ট দিয়েছিলেন নাজিম ভাই। আসলেই জার্মানদের ভদ্রতা নিয়ে বলার কিছু নেই। আপনি যেখানেই যান না কেন, পরিচিত অপরিচিত যেমনই হোন না কেন তারা আপনাকে অভিবাদন জানাবেই , হোক সেটা হ্যালো, শুভ সকাল/দুপুর/সন্ধ্যা । যেমন আপনি দোকানে গেলেন কিছু কিনতে সেলস ম্যান কিন্তু আপনাকে অভিবাদন জানাবেই । ইতিমধ্যেই আপনারা গ্রুপের অনেক পোস্ট থেকেই জেনেছেন জার্মান ভাষায় অভিবাদন নিয়ে। তার পরেও আপনাদের জন্য আবার দেওয়া হল।
Hallo (Hello)
Grüß dich! (casual, not formal)
Grüß Gott (Hello in Southern Germany)
Guten Morgen (Good morning)
Guten Tag (Hello, Good day/Afternoon)
Guten Abend (Good evening)
Gute Nacht (Good Night)
Auf Wiedersehen
Good bye
উচ্চারনগুলো জানতে ইউটিউব ভিডিও দেখতে পারেনঃ
*************************************************
জার্মান ভাষা নিয়ে চলছে আমাদের ২টি সিরিজ –
ব্যাসিক জার্মান পাঠ-http://goo.gl/H5OIIP
ব্যাসিক গ্রামার সিরিজ –https://www.germanprobashe.com/archives/category/german-grammar
*************************************************এছাড়াও জার্মান ভাষা শেখার আমাদের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/groups/BSA.learngerman/
[…] […]
[…] […]
Thanks