আগের পর্বগুলো
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week
জার্মানির বুকে এক টুকরো বাংলাদেশ
সবাইকে স্বাগতম আমাদের প্রতিদিনের জার্মান শেখা আজকের পাঠে । গতকাল আমরা শিখেছি জার্মান ভাষায় কি করে কাউকে অভিবাদন জানাতে হয়।
*************************************************************
***************************************************************
যে কোন ভাষাতেই কথা বলতে গেলে সে ভাষায় ব্যাক্তি বা পারসনকে কিভাবে বলতে হয় তা জানতে হবে। যেমন বাংলায় আমি, আমরা, তুমি, তোমরা , তুই , আপনি , আপনারা আমরা ব্যাবহার করে থাকি। ঠিক একই ভাবে জার্মান ভাষায় কি করে বলতে হয় তা আমাদেরকে জানতে হবে। তার মানে জার্মান ভাষায় পারসনগুলোকে কি করে বলতে হয় তা জানতে হবে ।
আজ আমরা জার্মান personal pronouns গুলুর nominative ফর্ম সম্পর্কে কিছু জানব
ich (আমি/I ) : নিজের সম্পর্কে কিছু বলতে ich ব্যবহার করা হয় ।
du (তুই বা তুমি/you) : সাধারনত একজন পূর্ব পরিচিত বা নিকট আত্মীয় বা বন্ধুর ক্ষেত্রে ব্যবহার করা হয় (informal)
er (সে/পুরুষ বাচক /He) : একজন পুরুষ বা পুরুষ আর্টিকেল ধারী বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়
sie (সে/নারী বাচক /She) :একজন নারী বা নারী আর্টিকেল ধারী বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়
es (ইহা / বস্তু বাচক /It)) : একটি বস্তু বা বস্তু বাচক আর্টিকেল ধারী বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়
wir ( আমরা ?We) : নিজেকে সহ আর কয়েকজন সম্পর্কে কিছু বলতে ব্যবহার করা হয়
ihr (তারা /You) : নিজেকে ছাড়া অন্যের সম্পর্কে কিছু বলতে ব্যবহার করা হয়
Sie (তোমরা /প্লুরাল /They) অন্যকয়েকজন সম্পর্কে কিছু বলতে ব্যবহার করা হয়
Sie (আপনি / You (forma) : সাধারনত একজন অপরিচিত বা সম্মানিত বা গুরুজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় (formal)
ছবিটি দেখুন
উচ্চারনের জন্য এই ভিডিওটি দেখুন –
*****************************************************************
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week
ব্যাসিক গ্রামার সিরিজ –https://www.germanprobashe.com/archives/category/german-grammar
****************************************************************
Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.
You must be logged in to post a comment.
[…] প্রতিদিনের জার্মান শেখা -২ (জার্মান ভা… […]
[…] প্রতিদিনের জার্মান শেখা -২ (জার্মান ভা… […]
Thank you very much bor.It’s really helpful .