sonali bank blocked account, সোনালি ব্যাংক

Naimur Hridoy

যেকারনে সোনালী ব্যাংকঃ

১. অন্যান্য যেকোনো প্রাইভেট ব্যাংক থেকে ইউরো প্রতি ১.৫ থেকে ২ টাকা রেট কম পাবেন, এতে করে আপনার শুধু ব্লক এমাউন্টেই ১২ থেকে ১৬ হাজার টাকা কম লাগবে। সোনালী ব্যাংকের যেকোনো দিনের এক্সচেঞ্জ রেট দেখার জন্য নিচের লিংকে যান এবং SPOT SELLING সেকশনের TT/OD কলাম থেকে রেট দেখে নিন।লিংকঃ https://www.sonalibank.com.bd/upload/fxrate.pdf
২. আমি হিসেব করে দেখেছি যে EBL এবং Ceylon Bank থেকে সোনালী ব্যাংকের প্রসেস ফি প্রায় ৫ হাজারের মত কম।
৩. Student File খোলা এবং টাকা সেন্ড করার দায়িত্বরত কর্মকর্তা (বর্তমানে মোঃ মনিরুজ্জামান) খুবই অমায়িক এবং হেল্পফুল। অন্যান্য শাখার মত এখানে খারাপ ব্যাবহারের সম্মুখীন আপনি হবেন না, যদিনা আপনি তাদের সাথে খারাপ ব্যাবহার করেন।
সোনালী ব্যাংকের মাধ্যমে ব্লক একাউন্টে টাকা পাঠাতে চাইলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন-

ধাপ ১ঃ Student File খুলতে হলে অবশ্যই সোনালী ব্যাংকের যেকোনো শাখায় আপনার অথবা আপনার ফাইনান্সারের সঞ্চয়ী একাউন্ট থাকা লাগবে। ভালো হয় যদি আপনার নিজেরই একাউন্ট থাকে, নাহলে আবার ফাইনান্সারকে সাথে করে নিয়ে আসা লাগবে। সঞ্চয়ী একাউন্ট করার জন্য লাগবেঃ১. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি২. ভোটার আইডি কার্ড / পাসপোর্ট / জন্মনিবন্ধন + ১ কপি ফটোকপি৩. নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পিছনে আপনার সিগনেচার)৪. নমিনির ভোটার আইডি কার্ড / পাসপোর্ট / জন্মনিবন্ধন + ১ কপি ফটোকপি৫. ইতোমধ্যে ঐ শাখায় একাউন্ট আছে এমন একজনের একাউন্ট তথ্য এবং তার সিগনেচার৬. বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কাগজ + ১ কপি ফটোকপি (যদি বর্তমান ঠিকানা আপনার পরিচয় পত্র থেকে আলাদা হয়ে থাকে)৭. ১০০০ টাকার একটা কচকচা নোট!

ধাপ ২ঃ এবার পালা আপনার Student File খোলার। এটার জন্য সোনালী ব্যাংকের ওয়েজ আর্নার্স ব্রাঞ্চে (দিলকুশা, মতিঝিল) গিয়ে সোজা তিনতলায় চলে যাবেন (লিফটের ২)। গিয়ে যে কাউকে বলবেন “Student File খোলার জন্য কার কাছে যাব?” তাহলেই ওনারা দেখিয়ে দিবে এবং সেখানে গিয়ে আপনার প্রয়োজনের কথা বললেই ৬ পৃষ্ঠার একটা ফর্ম দিবে যেটা আপনাকে পুরন করা লাগবে (কোথাও না বুঝলে তাকে জিজ্ঞেস করলেই বলে দিবে)। ফর্মের সাথে যেসব কাগজপত্র লাগবে তার লিস্টঃ১. অফার লেটার (মূলকপি + ২ কপি ফটোকপি)২. সকল একাডেমিক পরীক্ষার সার্টিফিকেট (মূলকপি + ১ কপি ফটোকপি)৩. সকল একাডেমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট (মূলকপি + ১ কপি ফটোকপি)৪. পাসপোর্ট (মূলকপি + ১ কপি ফটোকপি)৫. IELTS/GMAT/GRE পরীক্ষার সার্টিফিকেট (মূলকপি + ১ কপি ফটোকপি)৬. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি৭. Fintiba তে আপনার একাউন্ট কনফার্ম হবার পরে তারা আপনাকে ২ টা PDF ফাইল সেন্ড করবে। ১টা হচ্ছে ২ পৃষ্ঠার, অপরটা ১৩ পৃষ্ঠার। এই ২ টা PDF-ই আপনাকে সম্পূর্ণ প্রিন্ট করে নিয়ে আসা লাগবে, সাথে ১ কপি ফটোকপি (টোটাল ২ কপি)৮. জার্মান এমব্যাসির স্টুডেন্ট ভিসা চেকলিস্ট (২ কপি)৯. Letter of Undertaking (নিচের উদাহরন দেখে আপনার মত প্রিন্ট করে অথবা লিখে নিয়ে যান)

sonali bank blocked account
sonali bank blocked account

To,
Deputy General Manager,
Wage Earners Branch,
62, Dilkusha, Dhaka.

Subject: Letter of Undertaking.

Dear Sir,

With due respect, I am Md. Naimur Islam from Munshiganj Sadar, Munshiganj got admission in Master of Science in Computer Science at University of Kaiserslautern, Germany. I have an account in Sonali Bank Ltd, Munshiganj Corporate Branch, Munshiganj, Account Number: XXXXX. For sending annual expenditure abroad, I want to open a student file. I need to send 8829 Euro to my personal blocked account in Fintiba Sutor Bank, Germany. I am undertaking that if I get refused for visa by the embassy or if I decide not to go there, I will be refunded by the Fintiba the same amount in my local bank account in Sonali Bank Ltd, Munshiganj Corporate Branch, Munshiganj. After that, they can take any action according to the bank rule for handling over the money to me.I therefore, request you to send my annual expenditure in the following account –

Account Holder: Md Naimur Islam
IBAN: XXXXXXXXXXXXXXX
BIC/SWIFT/BANKCODE: XXXXXXXXXXXXX
AMMOUNT TO TRANSFER: 8829.00 £
CURRENCY: EURO (£)
Sincerely,Name: Md. Naimur Islam
Signature:Date: 12/06/2019

ফর্ম পুরন করে কর্মকর্তার কাছে জমা দেওয়ার পর উনি আপনাকে একটা টাকা জমা দেওয়ার রশিদ দিবে এবং বলে দিবে কোন কাউন্টারে টাকা জমা দেওয়া লাগবে। কাউন্টারে ৩৪৫০ টাকা জমা দিয়ে আবার তাঁর কাছে যান। উনি প্রয়োজনীয় বাকি কাজ করে আপনাকে কয়েকটা কাগজ ফিরিয়ে দিবে (এইগুলা লাগবে টাকা পাঠানোর সময়)। হয়ে গেলো আপনার Student File খোলা

ধাপ ৩ঃ প্রথমেই জানিয়ে দিচ্ছি যে, আপনি যেদিন Student File খুলবেন সেদিন ব্লকের টাকা পাঠাতে পারবেন না। Student File খোলার পরের দিন থেকে ১ বছরের মাঝে যেকোনো দিন আপনি ব্লকের টাকা পাঠাতে পারবেন। আগে একই দিনে ২ টা কাজ করা যেত, এখন বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মের কারনে করা যায় না। এই ব্যাপারে আসলে সোনালী ব্যাংকের কারো হাত নাই এবং তাদের কিছু করারও নাই। তাই তাঁদের শুধু শুধু একই দিনে টাকা পাঠানোর অনুরোধ করে আসলে লাভ হবে না।এবার আসুন কত টাকা লাগবে সেটা জেনে নিই-Fintiba Amount = 8829 EuroSonali Bank Charge = 60 EuroSwift Charge = 1000 TakaComm A/C = 200 TakaVAT = 30 Taka

এই পরিমান টাকা / চেক এবং Student File এর সময় ফেরত দেওয়া কাগজ গুলো নিয়ে আবার তাঁর কাছে চলে যান। গিয়ে টাকা পাঠানোর কথা বললেই উনি ২ টা ফর্ম দিবে। ফর্ম ২ টা পুরন করে জমা দেওয়ার পরে উনি টাকা জমা দেওয়ার রশিদ করে দিবে। তারপর টাকাটা জমা করে জমার রশিদ নিয়ে সেটা তাঁর কাছে দিলেই তিনি তথ্য গুলো টাকা ট্রান্সফারের লিস্টে যোগ করে একটা প্রিন্ট কপি আপনার কাছে দিবে ফাইনাল চেক করার জন্য। তথ্যগুলো ভালোভাবে আপনি চেক করে তাঁকে ফাইনালি সব ঠিক আছে কিনা জানাবেন (বিশেষ করে Fintiba Account Name, IBAN, BIC/SWIFT/BANKCODE, Amount ভালোভাবে কয়েকবার চেক করবেন)। এরপরে কয়েক মিনিটের মাঝে তারা আপনাকে SWIFT কনফার্মেশন প্রিন্ট করে সেটা সিল সহ সিগনেচার করে দিবে।

ব্যাস, এইবার Student File এর সময় ফেরত দেওয়া কাগজ গুলো, টাকা জমা দেওয়ার রশিদ এবং SWIFT কনফার্মেশন নিয়ে বাসায় গিয়ে আরাম করেন। তাঁরা ঐদিনই টাকা পাঠিয়ে দিবে। Fintiba-র চেক করা হয়ে গেলেই আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। আমি পরের দিন সকাল ৬ টায় Fintiba কনফার্মেশন পেয়েছি। আপনার ক্ষেত্রে হয়ত একটু আধটু দেরী অথবা জলদি হতে পারে, তবে হবে এটা সিউর থাকেন

পদটীকাঃ

১. সোনালী ব্যাংকের সাধারণ অ্যাকাউন্টটা (সঞ্চয়ী) আপনার বাসার পাশের যেকোন ব্রাঞ্চ থেকে আগেভাগেই খুলে রাখুন।
২. সোনালী ব্যাংক কেবল ব্লক মানিই ট্রান্সফার করে। আপনার যদি পরবর্তীতে অ্যানরোলমেন্ট বা ডর্ম ফি জাতীয় কিছু পাঠাতে হয় তাহলে আপনি অন্য ব্যাংকে যান। কারণ সোনালী ব্যাংক পরবর্তী কোন লেনদেনে আপনাকে কোনো সহযোগিতা করবে না।


Acknowledgment:

১. Khadizatul Kobra Sonya ২. Kawsar Ul Hoq ৩. Mahin Zaman

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply