পুরাই মাস্টার পিস আমাদের তমা যার প্রশ্ন আর উত্তর দিতে দিতে আমরা শেষ। LOM কি লেখবো, কোর্স কর্দিনেটর কে কি বলবো, ভিসা অফিসার এত জালায় কেন…এইসব অস্থির সব প্রশ্ন। মেয়েটাও অস্থির প্রকৃতির, যতই বললাম স্টুডেন্ট ভিসার লাইনে থাকো, নাহ কে শোনে কার কথা! দুম করেই দাড়িয়ে পরলো spouce ভিসার জন্যে…আরো কত কাহিনী। তবে মজার কাহিনী হলো, এই সুযোগে আমাদের জমা পরলো spouce ভিসা বিষয়ক একটি লেখা তমার কাছ থেকে। যার কারণে অনেক বিশেষ চোরেরা লেখা চুরি করে পরলো ধরা। সে এক বিশাল ইতিহাস হবে বলা অন্যদিন। তমার হাজারটা প্রশ্নই আমাদের কাছে এনে দিয়েছে তাকে। সময়-অসময় প্রশ্ন করা হলে তার কাছে উত্তর পাওয়া যায়, মজাও হয়। এমন মানুষ দিয়েই গড়া আমাদের BSAAG আর মিলনমেলা যেখানে চোখে পরে আমাদের এক টুকরো বাংলাদেশের কিছু মানুষের একসাথে পথ চলার কাহিনী।
***এই BSAAG contributor সিলেকশন প্রসেসটিতে নিম্নোক্ত বিষয়গুলো নজরে রেখে নামগুলো প্রস্তাব করা হয়েছে
১. BSAAG র নানান অংশে কমপক্ষে ছয় মাস এর কনট্রিবিউশন
২. গ্রুপ, জার্মান প্রবাসে ম্যাগাজিন এবং ওয়েবসাইট এর অবদানের প্রেক্ষিতে
৩. কাজের স্বচ্ছতা এবং অনুরোধের ভিত্তিতে টিম সাপোর্ট
৪. নীতি এবং কাজের মন মানসিকতাতে সহমত পোষন করা
৫. নিজের পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার ঠিক রেখে আমাদের সাথে একই লক্ষ্যে কাজ করার ইচ্ছা
৬. সময়ে-অসময়ে নীতি এবং লক্ষ্য এক হওয়াতে একসাথে পথ চলা
আমরা বিশ্বাস করি, যারা নিজের উন্নতি করতে পারে না, তারা অন্যের ও সাহায্য করতে পারে না। আমাদের সাথে যারা কাজ করেন, আমরা একে অপরের ভালোমন্দের দিকে খেয়াল রেখেই এক সাথে পথ চলার চেষ্টা করি।
সাথে থাকুন এক সাথে পৃথিবীর বুকে গড়ে তুলি আদর্শ এক টুকরো বাংলাদেশ আমাদের নিজেদের জন্যে।