কলমের ধার দেখতে চাইলে লেখা পড়তে হয় জামাল উদ্দিন আদনানের, যাকে এই ছবি থেকে বোঝা সম্ভব না। এক কোপে টাইট ফিট ম্যান সাইজ হইয়া যাইতে পারে যদি সেটা হয় আদনানের কোপ! যখন বান্দা খেপে তখন দুনিয়া উল্টায়ে ফেলতে জানে এবং করেও।cgpa ডিন্গায়ে ক্যারিয়ারকে কিভাবে সাইজ করতে হয় এই ব্যাপারে জলজ্যান্ত নমুনা এই জনাব। জামাল উদ্দিন আদনান আমাদের BSAAG পরিবারের ডেঞ্জার জোন যার লেখা যেমন তথ্য বহুল আর কমেন্ট ও তেমন ঠোটকাটা।সস্তা জনপ্রিয়তা খোজে না আর সেলেব্রিটি হওয়াও তার কোনো হিসাবের মধ্যে নাই। তবে তার ঠোট কাটা পোস্ট অনেক সময় অনেকের হজম না হওয়াতে নানান গ্রুপে তার নৈতিক প্রশ্ন ঘাচ করে ডিলিট করার অনেক নমুনা আছে। বিশেষ করে যারা কথায় কথায় ‘নব্য রাজাকার’ কথাটি বলে মানুষ জনকে গালি-গালাজ করেন তারা অন্তত আদনানের কোনো প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতা রাখেন না। আমাদের সাথে একসাথে বহুদিন আদনান আছে এবং থাকবে। বহু বিপদে আপদে আদনানের কোপ ছিলো আমাদের জন্যে শান্তনা পুরস্কার যে নাহ, আমরা যা করছি ভালোর জন্যেই করছি। আমাদের পরিচয়, আমরাই এক টুকরো বাংলাদেশ। আমাদের দেখুন, বাংলাদেশকে জানুন।
***এই BSAAG contributor সিলেকশন প্রসেসটিতে নিম্নোক্ত বিষয়গুলো নজরে রেখে নামগুলো প্রস্তাব করা হয়েছে
১. BSAAG র নানান অংশে কমপক্ষে ছয় মাস এর কনট্রিবিউশন
২. গ্রুপ, জার্মান প্রবাসে ম্যাগাজিন এবং ওয়েবসাইট এর অবদানের প্রেক্ষিতে
৩. কাজের স্বচ্ছতা এবং অনুরোধের ভিত্তিতে টিম সাপোর্ট
৪. নীতি এবং কাজের মন মানসিকতাতে সহমত পোষন করা
৫. নিজের পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার ঠিক রেখে আমাদের সাথে একই লক্ষ্যে কাজ করার ইচ্ছা
৬. সময়ে-অসময়ে নীতি এবং লক্ষ্য এক হওয়াতে একসাথে পথ চলা
আমরা বিশ্বাস করি, যারা নিজের উন্নতি করতে পারে না, তারা অন্যের ও সাহায্য করতে পারে না। আমাদের সাথে যারা কাজ করেন, আমরা একে অপরের ভালোমন্দের দিকে খেয়াল রেখেই এক সাথে পথ চলার চেষ্টা করি।
সাথে থাকুন এক সাথে পৃথিবীর বুকে গড়ে তুলি আদর্শ এক টুকরো বাংলাদেশ আমাদের নিজেদের জন্যে।