শরীয়ত রহমান
লেখক তিনি ছুপা রুস্তম গান বাজনা, রান্না-বান্না, BUET থেকে সোজা এই ছেলে ল্যান্ড করেছে আমাদের এইখানে! নাহ মজা করলাম অনেক চড়াই উতরাই পাড় করে সাত ঘাটের জল খেয়ে (মানে কষ্ট করিয়া,কেস্ট মিলিয়াছে…) আজকে এই ছেলে ক্যারিয়ারে এগিয়ে চলেছে তবে ব্যাচেলর থেকেই পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। দোষে-গুনে মিলিয়ে এই অসাধারন ছেলেটি কুড়িয়েছে অনেক ভালোবাসা এবং নিন্দুকের বয়ান। আমাদের কাছে তারই দাম যার কথা নয় কাজে দেখা যায় নানান প্রমাণ। হাসি-খুশি এই মানুষটিকে আমরা চিনি তার আড্ডা জমানোর ট্যালেন্ট এবং ক্যারিয়ার অরিয়েন্টেড নানান লেখার মাধ্যমে-যা এক কথায় অসাধারন। এমন কলম দিয়ে যদি লেখা যায় এক টুকরো বাংলাদেশের কথা তাতে ক্ষতি কি? আছি আমরা এক সাথে আড্ডায়, আলাপনে, সুখ এবং দুখে…
***এই BSAAG contributor সিলেকশন প্রসেসটিতে নিম্নোক্ত বিষয়গুলো নজরে রেখে নামগুলো প্রস্তাব করা হয়েছে
১. BSAAG র নানান অংশে কমপক্ষে ছয় মাস এর কনট্রিবিউশন
২. গ্রুপ, জার্মান প্রবাসে ম্যাগাজিন এবং ওয়েবসাইট এর অবদানের প্রেক্ষিতে
৩. কাজের স্বচ্ছতা এবং অনুরোধের ভিত্তিতে টিম সাপোর্ট
৪. নীতি এবং কাজের মন মানসিকতাতে সহমত পোষন করা
৫. নিজের পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার ঠিক রেখে আমাদের সাথে একই লক্ষ্যে কাজ করার ইচ্ছা
৬. সময়ে-অসময়ে নীতি এবং লক্ষ্য এক হওয়াতে একসাথে পথ চলা
আমরা বিশ্বাস করি, যারা নিজের উন্নতি করতে পারে না, তারা অন্যের ও সাহায্য করতে পারে না। আমাদের সাথে যারা কাজ করেন, আমরা একে অপরের ভালোমন্দের দিকে খেয়াল রেখেই এক সাথে পথ চলার চেষ্টা করি।
সাথে থাকুন এক সাথে পৃথিবীর বুকে গড়ে তুলি আদর্শ এক টুকরো বাংলাদেশ আমাদের নিজেদের জন্যে।