জার্মানির অন্যতম জব পোর্টাল stepstone.de প্রতি বছরই জার্মানির জব মার্কেট এবং সেলারি নিয়ে সার্ভে করে থাকে এবং তাদের সার্ভে রিপোর্টে ওঠে আসে জার্মানির বর্তমান জব মার্কেটের অবস্থা এবং তারা প্রতি ২/৩ বছর পর পরই ফ্রেশ গ্যাজুয়েটদের জব এবং সেলারি কেমন তা বিভিন্ন ফ্যাক্টর যেমন জব সেক্টর , স্টেট, ডিগ্রি ও অন্যান্য বিষয়ের আলোকে তুলে ধরেন । এখানে দুটো সার্ভে (ফ্রেস গ্যাজুয়েট এবং জব রিপোর্ট ) এর কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হল ।

সোজা উত্তরঃ ৪৫৩৯৫ ইউরো/বছর হল অ্যাভারেজ(সার্ভেঃ২০২০/২০২১) স্যালারি, যারা মাত্র চাকরি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। ট্যাক্স-টুক্স কাটা ছাড়া। লিংকঃ এখানে

(৪২০০০ ইউরো/বছর হল অ্যাভারেজ(সার্ভেঃ২০১৭) স্যালারি, যারা মাত্র চাকরি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। ট্যাক্স-টুক্স কাটা ছাড়া।
এই বছরেরটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন। আর StepStone এর পাব্লিকেশন্সগুলো এখানে পাওয়া যায়।)


চাকরি এবং জার্মানি – পর্ব – ১ – এপ্লিকেশন প্রিপারেশন (১০টি টিপস

চাকরি এবং জার্মানি – পর্ব – ২ – এপ্লিকেশন এবং রিপ্লাই

এখানে ক্লিক করে ট্যাক্স ক্যালকুলেটর দেখুন।


আরো অনেক মজার তথ্য উঠে এসেছে স্টেপস্টোন দ্বারা করা এই সমীক্ষায়। যেমনঃ

  • চাকরি খোঁজার জন্য সবচেয়ে ভাল জার্মান ষ্টেট খুঁজি আমরা অনেকেই, কারণ ট্যাকা-টুকা তারাই সবচেয়ে বেশি দেয়। কিন্তু মনে রাখতে হবে খরচও বেশি ওইসব স্থানে! অনেকসময় মুখস্থ একটা কথা বলি যে বায়ার্নেই সবচেয়ে বেশি স্যালারি পাওয়া যায়! মজার ব্যাপার হল ২০২৩ এর স্ট্যাটিস্টিক্সে বায়ার্নের অবস্থান এখানে ৩ নম্বরে!( সকল ইন্ডাস্ট্রি/সেক্টর) ।লিংকঃ এখানে
    বিস্তারিত লিঙ্ক –

    1. Baden-Württemberg(১ম – ৪৭,৯৬২ ইউরো/বছর)
    2. Hessen(২য় – ৪৭,৭৬২ ইউরো/বছর) এবং
    3. Saarland(৩য় – ৪৬,৭৫৭ ইউরো/বছর)
  • বেতন সবচেয়ে বেশি পায় বাঙ্কিং সেক্টরে! ৫৭,০০০+ ইউরো/বছর। আর প্রকৌশল/ইঞ্জিনিয়ারিং এর পোলাপাইনের এভারেজ স্টার্টিং স্যালারি ৫২,০০০+ ইউরো/বছর।
  • ইউনিভার্সিটি থেকে পাশ করলে ৪% বেশি ইনকাম করা যায়।
  • ব্যবসা প্রশাসন ডিপার্টমেন্ট এর ছেলেপেলেরা সবচেয়ে বেশি বেতন পান, এমনকি মেডিসিন/ন্যাচারাল সাইয়েন্স এর ছেলেপেলেদের চেয়েও। (যদিও ব্যবসা প্রশাসনের চাকরির জন্য জার্মান জানা ৯০% ক্ষেত্রে ম্যান্ডেটরি।)
  • এছাড়া নিচে চাকরি প্রাপ্তি অনুযায়ী বেস্ট ইউনিভার্সিটির লিস্টও দেয়া হয়েছে!

এইতো! বাকিটা ছবি দেখে নিজের খেয়ালখুশি মত মিলিয়ে নিন! জার্মান না বুঝলে:

  1. http://www.dict.cc/
  2. http://dict.leo.org/ende/index_de.html
  3. http://www.linguee.com/english-german

নিচে বিস্তারিত ছবি দেয়া হল। (কার্টেসিঃ StepStone)


নতুনদের জন্য গড় বেতন – ফ্যাকাল্টি অনুসারে

নতুনদের জন্য গড় বেতন – পেশা অনুসারে

নতুনদের জন্য গড় বেতন – বিভিন্ন স্টেইট অনুসারে

সবার জন্যঃ-

সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা – নতুনদের জন্য গড় বেতন অনুসারে

সূত্রঃ

পরের পর্ব

ট্যাক্স(Income Tax) হিসাব করা – চাকরি এবং জার্মানি – পর্ব – ৪

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

26 thoughts on “ফ্রেশ গ্র্যাজুয়েটদের বেতন এবং চাকরির খবর – চাকরি এবং জার্মানি – পর্ব – ৪”
  1. ভাই গ্র্যাজুয়েটদের বেতনের কথা বলেছেন যাদের কোন ও গ্র্যাজুয়েট নয় তাদের কথা তো বলেন নাই. যারা রেস্টুন্ডের কাজ করে বা অন্ন অন্ন

    1. আপনার প্রশ্নটি সঠিকভাবে করুন। আমরা উত্তর করতে চেষ্টা করব। আপনি কী জানতে চেয়েছেন তা বোঝা যাচ্ছে না। ধন্যবাদ।

  2. ভাইয়া আমি রাষ্ট্র বিজ্ঞানে অনার্স করতেছি। আমি মাস্টার্সে যদি আইন নিয়ে পড়ি তাহলে আমি কি আইন পেশায় যেতে পারব? আর যদি রাষ্ট্র বিজ্ঞান কিংবা সংশ্লিষ্ট সাবজেক্ট নিয়ে পড়ি তাহলে পিআর পাওয়ার জন্য যেই ইনকাম দেখাতে হয় সেটা তো সম্ভব না। আপনার পোস্ট ই তার প্রমান।
    তার মানে কি এই সাবজেক্ট নিয়ে পিআর পাওয়া সম্ভব না?

    1. চাকরি পেলে বাকি কিছু নিয়ে চিন্তা করতে হবে না। রাষ্ট্র বিজ্ঞান বা এই সেক্টরে চাকরি পাওয়ার জন্য ভাল জার্মান জানা জরুরী।

  3. Coming december I well finished my Bsc degree (3 year) with computer science from malaysia..I want to study continue like Msc and Phd ..I don’t have backup to study (help to financial.. ).. That’$ why I want to go german ( becouse No tution fee in germany’s varsity).. So can recommad for me to go german .. If I go to german can arrange for me accommodation cost done by part time job .. And after the study can make good future for me …
    Now what should I do ?
    How can get the visa (whatout IELTS)???
    I want to help as friend or younger brother
    Thank you so much to help us and bangladesh to go to goal..

  4. ভাইয়া/আপু, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর চাকুরির বাজার সর্ম্পকে জানতে চাচ্ছি…

  5. Thanks for your post. I guess without Praktikum it’s very tough to get job after finishing degree here … without German minimum B1 or B2 it’s very tough to manage a Praktikum…. Therefore Deutsch is the key to success here… Real situation is it’s very tough to learn Deutsch when we study in English medium & we have to do job during Ferien instead of learning Deutsch…. My suggestion is , if anybody wants to do something in Deutschland 🇩🇪, pease learn minimum A2 before coming here , the only mistake I did and still suffering….

  6. টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের চাকরি বাজার/ক্ষেত্র কি রকম? কেউ বলবেন প্লিজ

  7. রাষ্ট্র বিজ্ঞান থেকে মাষ্টার্স করলে জব পাওয়ার পসিবিলিটি কতটুকু? জানাবেন প্লিজ
    আর কোন কোর্সের জব ফিল্ডে ভাল?

  8. আমি বর্তমানে BD তে BSc in Mechanical Engineering পড়তেছি।।জার্মানিতে এই সাবজেক্ট এর ফিউচার কেমন??আর BSc করে জার্মানিতে গেলে কি আপনার উল্লেখিত সেলারীতে চাকরী করতে পারব নাকি জার্মানিতে গিয়ে MSc করার পর???
    প্লিজ একটু বিস্তারিত বলে কনসেপ্ট টা ক্লিয়ার করে দিবেন!!!!

  9. I Have completed BSC & MSC in Botany From National University. I would like to settle in Germany. how can I avail a Job in Germany, get a Visa and scope for higher study?

Leave a Reply to Mehedi Hasan Cancel reply