আলহামদুলিল্লাহ ৩১তম দিনে ভিসা সংগ্রহ করলাম।

ভিসা ইন্টারভিউ-২রা আগষ্ট

ভিসা সংগ্রহ এর মেইল-৩০আগষ্ট

ভিসা সংগ্রহ-২রা সেপ্টেম্বর।

Kiel University

(Christian Albrechts Universität zu Kiel)

বিষয়-M.sc in AgriGenomics

ইন্টারভিউ কাউন্টার -০৫,ভিসা অফিসার একজন মহিলা ছিলেন।সকাল ৯টা ৩০ এর ইন্টারভিউ শুরু হয়েছিলো ১১টা ২০ এ।

প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম।
১.কেনো জার্মানি?
২।কেনো এই কোর্স?
৩।ভবিষ্যত পরিকল্পনা কি?
৪।জার্মানিতে কোথায় থাকবো?
৫।কেনো ২য় মাস্টার্স?
৬।আমার অনার্স এর বিষয় এর সাথে এই কোর্স কিভাবে সম্পর্কিত?
প্রায় ১০-১৫মিনিট আমার ইন্টারভিউ হয়েছে।
মাঝে আমার ফিংগারপ্রিন্ট নিয়েছেন।
শেষে ভিসা ফি জমা নিয়ে বললেন ইন্টারভিউ শেষ।নিজে থেকেই জানতে চেয়েছিলাম কবে নাগাদ ফলাফল জানতে পারবো।৪-৬ সপ্তাহ সময় দিয়েছিলেন আমাকে।

অতঃপর আজ টাকা জমা দেয়ার রিসিট আর পাসপোর্ট নিয়ে গিয়ে ভিসা নিয়ে আসলাম।

আমার প্রোফাইল-
B.S -3.46 (Zoology)

M.S-3.77 (Genetics and Molecular Biology) from Zoology department

IELTS-6.5
Publication- 1 conference paper

একদম শেষে এসে জার্মানিতে এপ্লাই করতে বসেছিলাম,তাতে অনেক ইউনিভার্সটির ডেডলাইন মিস হয়ে যায়।

২টা ইউনিভার্সিটির মোট ৩টা বিষয়ে এপ্লাই করে আল্লাহ এর রহমতে সবগুলোতেই অফার লেটার পেয়েছিলাম।বাকি ২টা কোর্স আমার অনার্স এর সাথে অনেকটা মিল থাকা স্বত্তেও AgriGenomics বেছে নিয়েছি কোর্স মডিউল আর আমার বেশি ইন্টারেস্ট এই কোর্সে,তাই।

সবাইকে অনেক ধন্যবাদ।এই গ্রুপ থেকে অনেক সাহায্য পেয়েছি।এই গ্রুপ থেকেই কয়েকজন ভাইয়া আর আপুকে পেয়েছি,যাদের আমি যেকোন প্রয়োজনে খুব জ্বালিয়েছি কিন্তু তারা হাসিমুখে আমার সব প্রশ্নের জবাব দিয়েছেন।

(ভিসা সংগ্রহ এর সময় এক আপু বলেছেন আমাকে উনি চিনেন! কিভাবে চিনেন? উনার উত্তর ছিলো এই গ্রুপে আমার নাকি এত্তো বেশি এক্টিভিটি,তাতে উনি আমাকে সামনে দেখেই চিনে ফেলেছেন! আপু,আপনি এই পোষ্ট দেখে থাকলে কমেন্ট করেন 😁)



আলহামদুলিল্লাহ্‌। দীর্ঘ ৩৬ দিন পর ভিসুম পাইলাম।

Profile:
SSC: GPA 5:00
HSC: GPA 4.70
B.Sc in CSE: CGPA 3.41(Daffodil International University)
IELTS: 7.0

Intended University: Technische Universität Chemnitz
Intended Program: M.Sc in Automotive Software Engineering

Timeline:
Payment + Documents sent to Uni-assist: 23rd May, 2018
Uni-assist forwarded application to University: 18th June, 2018
Offer Letter from TU Chemnitz: 27th June, 2018
Fintiba Account Opening: 29th June, 2018
Fintiba Account Verified: 2nd July, 2018
Block Money transfer: 19th July, 2018
Blocking confirmation issued: 21st July, 2018
Visa Interview: 31st July, 2018
Dorm Confirmation: 16th August, 2018
Visa Decision Mail: 5th September, 2018
Visa Collection: 5th September, 2018

Visa Interview Experience:
একটু আগেভাগে চলে যাওয়ার কারনে ২ ঘণ্টা গেটে দাড়িয়ে থেকে এম্বাসিতে 9:45 AM এ ঢুকার পর আবার 11:00 AM পর্যন্ত অপেক্ষা করা লাগছে। এর মধ্যে ওখানে কর্তব্যরত এক মহিলা একটা লিস্ট দিয়ে বললো এই ভাবে ডকুমেন্টসগুলা সাজান। আগে থেকেই সাজানো ছিল, জাস্ট একবার চেক করে দিয়ে দিলাম। এরপর ফাইনালি আমার নাম ধরে ডাকা হল কাউন্টার নং 04 থেকে। আমার আগে এক আপুরে বানাইছে! মানে ভরপুর প্রশ্ন করছে, দেখে আমি এমনিতেই একটু টেনশনে ছিলাম।
VO: So, you are working as a Programmer?
Ans: Yes. In an IT company named ***** based in Dhaka, Bangladesh.
VO: What’s your plan B in case of visa rejection? (হা ভাই! এই প্রশ্ন!!!!)
Ans: I will apply in the next semester as I’m determined to do M.Sc in Germany.
VO: Why Germany? (এইখানে গৎবাঁধা মুখস্ত কিছু না বলাই ভাল। লাইক জার্মানি এই,ওই,……আমি ট্রাই করছিলাম, আমাকে ডিরেক্ট বলছে “I need data!” সো, আপনি কেন জার্মানি যাচ্ছেন সেইটা বলার ট্রাই করেন।)
VO: Won’t you be looking for jobs after completion of your program? (Here comes the tricky part! আগে থেকেই অনেকে বলছিল এই টাইপের প্রশ্ন করবে, তো রেডি ছিলাম)
Ans: I don’t think I’ll be looking for any job as I have a plan to come back.
VO: Isn’t everything better there? (আবারও সেম প্রশ্ন! বুজলাম যে আগের উত্তরে খুশি না, এবার একটু মডিফাইড উত্তর দিলাম! )
Ans: As my whole family lives here in Bangladesh, and my master’s topic automotive sector isn’t developed yet, I think I have a better opportunity to start something on my own.
VO: Which programming language do you use?
Ans: C++, php
VO: Where will you be staying?
Ans: I’ve already applied for dorm.
VO: How far it is from your campus and how will you get there?
Ans: Probably 3.3 Km from main campus.
VO: How much it will cost by bus? (Another tricky question! Cause semester fee will cover all the travel cost by public transport within that state.)
Ans: My semester fee will cover public transportation cost.
VO: How much dorm will cost?
Ans: Approximately 200 Euro.

প্রশ্নের করার মাঝেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল। এরপর অরিজিনাল ডকুমেন্টস, পাসপোর্ট এবং টাকা জমা দেয়ার রশিদ ফেরত দিয়ে বললো “That’s it”!!! অথচ টাকাই নেয় নাই!!! মনে করিয়ে দেওয়ার পর হাসি দিয়া ৭২০০ টাকা নিয়ে নিল।
—————————————————————————

If everything goes right, will be flying with Qatar Airways on 1st October.

সবার জন্য দোয়া রইলো।



আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি…৭ দিন
৩০.০৮.১৮ : ভিসা ইন্টারভিউ
০৬.০৯.১৮ : এম্বাসি থেকে মেইল
০৯.০৯.১৮: ভিসা কালেকশন।
ভিসা ইন্টারভিউ।।
সকাল সাড়ে ন টা বাজে টাইম আছিলো, শুরু অইতে অইতে পোনে ১১ টা বাইজ্জে।। যাই ওক ৬ নাম্বার কাউন্টারে খারানের লগে লগেই জিগা
জার্মানি কিল্লাই (কেনো)?
-ঠাডা মুখস্থ করি গেছিলাম.. কন মাত্র সুন্দর মতন ডেলিভারি করি দিছি 😁😁
আম্নের ব্যাচেলরের সাবজেক্ট কিয়া? – ইকনোমিকস
মাস্টার্সে কন সাবজেক্ট এ যাইবেন? – ইকনোমিকস
আম্নে (আপনি) কি মনে করেন আম্নের জ্ঞান এনাফ আছে মাস্টার্স করনের লাই?
– অবশ্যই, আর ব্যাচেলর এর সাব্জেক্ট এর লগে মাস্টার্সের সাব্জেট হুরাহুরি (পুরোপুরি) মিলে।।
আম্নে মাস্টার্সের কোর্স মডিউল সম্পর্কে কেম্নে জানেন?
– হেতাগো কোর্স ওয়েবসাইটের তন।
আম্নের এই কোর্স মডিউলের তন কোনডা বেশী হছন্দ(পছন্দ) কইচ্ছেন?
– আর ম্যাক্রো, মাইক্রো দোনোকান ই বালা লাগে, আই তো অলরেডি আর ব্যাচেলরে ওমুক টাইটেল এর রিসার্চ এর কাম কইচ্ছি.. ব্লা ব্লা..। মাইক্রো তো আরে টানে ( এট্রাক্ট করে).. এর পর ডিমান্ড সাপ্লাই লই কতক্কন বক্কর চক্কর কইছি।। আর হে বেডী (ভদ্রমহিলা) শুধু হু হু হু… কইচ্ছে।
আম্নে কি স্টুডেন্ট?
হ, ম্যাম। আই এই বছর ই ব্যাচেলর পাশ কইচ্ছি।
হেতী ক বালা বালা, আরে আবার অভিনন্দন ও জানাইছে। আই ও খুশি অইছি।।
আম্নে আর কোন ভার্সিটির তোর অফার লেটার হাইছেন (পেয়েছেন)? কইলাম
আম্নে কি ডর্মের কনফার্মেশন হাইছেন্নি?
না হাই ন এবো (এখনো পাই নি).. তবে আই এপ্লাই কইচ্ছি, হেতারা ও এক্সেপ্ট কইচ্ছে।। আশা করি খুব তারাতারি হাই যাইয়াম (পেয়ে যাবো)
আম্নের ভাইবোন আছে নি?
-আছে, আই মাইজ্জা হোলা (মিডল চাইল্ড), আর অকগা বড় ভাই আর অকগা ছোড ভাই আছে।
ও হেতাগো নাম কি, কিয়ারে
– কইছি
ছোডভাই জাপান থা কইছি আর ক.. হেতী হিজ্ঞার বয়স কত আর হিয়ানে (ওখানে) কিয়ারে জিজ্ঞাইছে?
কইলাম
এর হর টিয়া লই রিসিট দি.. হেভ এ নাইচ ডে, বাই কই বিদায় দি দিছে।।
(আশা করি কমেন্টে আর রেজাল্ট আর স্কোর জিগাইয়েন না, আলহামদুলিল্লাহ হেগিন বালা আছে, তারপর ও জিগায়েন না.. পাব্লিক প্লেসে কইতে শরম লাগে)
(আশা করি সবার ভালো লাগবে আমি আমার আঞ্চলিক ভাষায় পোস্টটা করেছি)।।

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply