#BISAAG_VISA
#ভিসা_ইন্টার্ভিউ : 30/01/2018
#ভিসা_প্রাপ্তি : 26/02/2018
আমার আজকের লেখা টার এক টা নাম দিব।। আমার গল্পের নাম #আমরা_১১_জন।। কেন এই নাম দিলাম এর কারন টা সবার নিচে দেয়া আছে। আর আমার সেই শুভাকাঙ্ক্ষী দের নাম যারা আমাকে অনেক সাহায্য করেছেন।। আগে আমার ভিসা পাওয়ার এবং নিজের সব কিছু শেয়ার করছি।।
আসলে আমাদের এই ইন্টার্ভিউ নিয়ে অনেক ভয়।। সবার হাত, পা, বুক কাপাকাপি করে ভিসা এর সময় ঘনিয়ে এলে। আর আমাদের কিছু সিনিয়র ভাই দের কিছু ভয়ানক শেয়ার দেখে সবার আর খারাপ অবস্থা এমন কি আমার নিজেরি এমন হয়েছে।। আমি বলতেছি আমি খুবই সাধারন এক টি ছেলে এবং আমার রেসাল ও খুব সাদা মাটা।। এখানে ভয় পাওয়ার কিছু নেই।। এখন আর আগের মত নেই। V0 রা এখন আর আগের মত কঠিন প্রশ্ন করেন নাহ।। স্পেসিফিক ভাবে ৪ এবং ৬ নাম্বার কাউন্তার এর সার ২ জন অমায়িক।। খুব এ ভাল বেবহার এবং মিষ্টভাসি।। তাই কেও ভয় পাবেন নাহ।। তারা নিজে রাই কাজ নিয়ে বেস্ত থাকেন।। আপনাকে খুব কম প্রশ্ন করবেন।। বেসিক কিছু প্রস্ন ছাড়া কিছু ধরবে নাহ।।। খুব ই নরমাল সব কিছু।। ভয় এর বিন্দু মাত্র কারন নেই। তারা আপনার আমার মত সাধারন মানুশ।।
৩০ জানুআরি ভিসা ইন্টার্ভিউ দিতে যাই।। সকাল ৮:৩০ এ।। আপ্নারা সাথে কেও বেগ নিবেন নাহ।। ট্রান্সপারেন্ট ফাইল গুলা নিয়ে যাবেন।। আর ভিসা ফি এর সময় অবসসই ভাংতি টাকা নিয়ে যাবেন।
VO: Would u like to speak in Bangla or English?
Me: Sir. English
VO: ok. Now ready ur embassy fee with 100 change. (7400tk)
Me : Sir I have no change.
VO: its a major problem
Me : Sir if I will pay 7500. is there any problem?
VO: I have no right to take ur xtra money. I will back ur change
( মনে মনে ভাব্লাম ভাল দেখাতে জাইয়া কি ফেসে গেলাম নাকি)
১০-১৫ মিনিট হয়ে গেল উনি কাজ করতে আছেন।। আমাকে প্রশ্ন ই করেন নাই।। তারপর ১৫ মিনিট পর………….
VO : Why u chose germany?
VO: what about u dormitory?
VO: Ur Hsc result?
VO: Ur BBA result?
VO: Ur Goethe A1 marks?
VO: Ur IELTS result?
VO: Show me ur block confirmation.
VO: who is ur sponsors?
VO: What is ur fathers occupation?
VO: what is ur masters subject?
Me: Global management
VO: its public or private?
Me: Sir. Public.
এইত এগুলা ই। আর কিছু জিজ্ঞেস করে নাই। খুব ই সুন্দর আর ভাল হয়েছিল।। আল্লাহ এর রহ মতে ভিসা পেলাম।।।
আর যাদের কথা নাহ বললেই নয়।।। আল্লাহ এর রহম, বাবা মা এর পর যারা আমাকে সব সময় সাপোট দিয়েছেন।।।
#পিয়াস_ভাই : একদম এপ্লাই থেকে শুরু করে শেয অবধি।।
#সোহেল_ভাই : যার জন্ন আমি ইন্টার্ভিউ বুকিং এবং সঠিক সময়ে তারিখ নেয়ায় আজকে ভিসা পেলাম।।
#সাগর_ভাই : যে আমাকে সব সময় বড় ভাইয়ের মত সাপোট দিয়েছেন।।
#মুহাইমিনুর : ছোট ভাই আমার।। সে আমাকে যে পরিমান সাপোট দিয়েছে এটা খুব কম মানুশ ই পারবে।। সব সময় আমাকে পসিটিভ ভাবতে শিখিয়েছে।।
#বিসাগ এর অনেক মেম্বার ভাই এবং বোনেরা অনেক ভাবে সাহায্য করেছেন।। আমি ধন্নবাদ দিয়ে তাদের ছোট করব নাহ।।।।
আজকে ভিসা আনার সময় #আসিফ ভাই, গালিব ভাই এবং আর ৯ জন ভাই।। সব মিলে ১১ জন ভাই ছিলাম।।। সবার ই ভিসা হয়েছে আল্লাহ এর রহ্মতে।। ১:৩০ এ জেতে বলছিল।। কিন্তু ২:৩০ এ পেয়েছি।।।। অনেক ভয়ে ছিলাম সবাই।।। পরে ১১ জন ই ভিসা পেয়েছি।। যাক আল্লাহ মনের আশা পুরন করেছেন।। আশা করি#March এর ৮-১০ তারিখ এর ভিতর চলে যাব।।। মিউনিক এ নামতে হবে।।। আমার ইউনিভারসিটি বাভারিয়া ষ্টেট এই।। সবাই আমার জন্ন দুয়া করবেন।।। সবার জন্ন শুভ কামনা রইল।।।