অনেক সময় একি প্রশ্ন বারবার আসে…

আমার ভিসাতে লেখা আছে অমুক ইউনিভার্সিটি কিন্তু আমি অনেক অফার লেটার পেয়েছি এখন কি করবো?

যে শহরে, যে ইউনিভার্সিটি যাবার ইচ্ছা সেই শহরে চলে যান…

– ভর্তি (enrollment),

– আনমেলদুং(city registration with housing contract),

– ইন্সুরেন্স (health insurance),

– ব্যাংক অ্যাকাউন্ট (unblocking/creating/informing current address) সব কাজ শেষ করে

ঐ শহরের আউস্লান্দার বেহরদেতে (Ausländerbehörde – Visa office) গিয়ে ভিসা বাড়ানোর অ্যাপয়েনটমেনট নিয়ে ফেলেন

কি ঘটে তখন… ঐ শহর পূর্ববর্তি শহরের কাছ থেকে আপনার ফাইল চেয়ে পাঠাবে এবং সবকিছু দেখে আপনার ভিসা বাড়াবে। এতে কিছু সময় লাগবে হয়তো ৩ থেকে ৫ সপ্তাহ কিন্তু এটা কোন বিশাল ব্যাপার না।

প্রথম শহরে গিয়ে আবার দ্বিতীয় শহরে যাওয়া অহেতুক পয়সা নষ্ট এবং সময় সাপেক্ষ। ব্যাংক যদি স্পারকাসসে হয় তাহলে একটু ঝক্কি পোহাতে হতে পারে তবে তা চিঠির মাধ্যমেও করা যায়, নিজের যেতেই হবে তা নয়।

Good luck !

 

অ্যাডমিনিস্ট্রেটিভ কাজসমূহ: after your arrival in germany

মাত্র পৌঁছালাম জার্মানীতে, এখন আমি কী করব?

 

 

 

 

 

 

 

 

 

 

mm

By Tanzia Islam

Tanzia Islam is an admin of BSAAG, learn german and Germanprobashe.com this is a volunteer work from her side for the Bangladeshi community. She is also an admin of Free Advice Berlin. Her volunteer activities are related to educational development, city development and environmental protection. Tanzia is a freelance writer and researcher. Currently she is a doctoral researcher at Technical University of Berlin.

Leave a Reply