ভিসা visa

আমার ইন্টারভিউয়ের টাইম ছিলো ২২ আগস্ট সকাল ১১ টা।অতি এক্সাইটমেন্টে এম্বেসিতে পৌছে গেলাম সকাল ৯.৩০ এ। ভিতরে ঢুকতে দিলো ১১.২০ এর দিকে (লিস্টের শেষে নাম থাকলে যা হয় আরকি)।চেক আপ শেষে গিয়ে কাউন্টারের সামনে বসলাম।এক ভদ্রমহিলা চে্কলিস্ট দিলেন সেই অনুসারে ডকুমেন্টস সাজালাম ২ সেট এবং মেইন কপি এক সেট।তারপর বসে বসে সবার ইন্টারভিউ দেখলাম। ৪ এবং ৫ নাম্বার কাউন্টারে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ২ ভাইয়ের ইন্টারভিউ নেয়া হচ্ছিলো।দেখলাম অনেক প্রশ্ন হচ্ছে।আমিও রেডি হচ্ছিলাম প্রশ্নবাণে জর্জরিত হওয়ার জন্য।
যাই হোক আমার ডাক পড়লো সবার শেষে ৬ নাম্বার কাউন্টারে, ১২.১৫ সম্ভবত তখন সময়।V.O was a beautiful bangladeshi lady with glasses. উনার চোখেমুখে সামান্য বিরক্তি ছিলো,হয়তো সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন।প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিলাম,৫৭০০ টাকা দিলাম।
V.O: So your money haven’t blocked yet?
আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু উনি থামায় দিলেন এবং বললেন no problem.আমাকে মিসিং ডকুমেন্টস এর একটা ফর্ম দিলেন, সিগনেচার করে একটা উনাকে ফিরত দিলাম।
V.O: In which course you are going?
Me: Hydro Science & Engineering
V.O: What is Hydro Science & Engineering?
Me: told that Hydro Science & Engineering is basically water engineering & etc etc
V.O: Did you get offer from any other universities?
Me: told that I got offer from another 3 universities
V.O: you completed your bachelors in civil engineering then why are you going to this course?
Me: told that water engineering is a branch of civil engineering & my research interest in water.
V.O: what are the other branches of civil engineering?
Me: told
V.O: can you tell me the name of some courses of your desired masters program?
Me: told
V.O: did you get any of those masters courses in your bachelors?
Me: told
V.O: I can see that in your transcript there’s a course which name is fluid mechanics. what is it?
Me: told
V.O: classification of solid?
Me: told
V.O: what will be some considerations if any structure needs to build in solid?
Me: এই প্রশ্নটার উত্তর একটু গোজামিল দিছি বাট যথেষ্ট কনফিডেন্স সহকারে।
V.O: did you do any thesis in your bachelors?
Me: yes mam
V.O: tell me some details about your thesis, methodology and findings of your thesis
Me: লম্বা চওড়া একটা লেকচার দিলাম আমার থিসিস নিয়ে।
V.O: okay thanks, Mr. taraj, you will get the decision within 4-6 weeks
Me: mam my course will start from 1st of October, will I get the decision before 1st October?
V.O: yes you have lots of time, don’t worry
Me: thanks mam
ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে। আমি স্যাটিসফাইড।ওয়েইটিং এ বসে যখন দেখছিলাম আজকে অনেক প্রশ্ন হচ্ছে তখন নিজেরে প্রিপেয়ারড করেছি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। প্ল্যান ছিলো এতো লম্বা চিন্তা না করে কোয়েশ্চেন বাই কোয়েশ্চন ফেইস করা। আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ অনেক ইজি হয়েছে বাকিদের তুলনায়।ভাগ্য এখন পর্যন্ত অনেক সাহায্য করেছে জানিনা লাস্ট এ কি হবে, ভিসা আদৌ পাবো কিনা।ভিসা না পেলে হয়তো গ্রামে গিয়ে বাপদাদার জমি চাষাবাদ করা লাগবে।দোয়া করবেন & best wishes to all

Profile:

Taraj Kabir

B.Sc in Civil Engineering
Intended University: Technical University of Dresden
Undergrad CGPA: 3.07
GRE: 307
IELTS: 7

mm

By Taraj Kabir

Graduate Research Assistant at TU Dresden Studying M.Sc in Water Engineering at TU Dresden

Leave a Reply