উড়োজাহাজের কেবিনে অনুমোদিত বহনযোগ্য (ক্যারি-অন) হাতব্যাগ (Hand Luggage) সম্পর্কিত ধারনা পেতে দেখুন এবং জানুন!
ভ্রমণ সম্পর্কিত ভীতি ছাড়ুন!
দালাল ছাড়ুন…প্রতারণা থেকে বাঁচুন…
এখানে শুধু অভিজ্ঞতা বর্ণনা করা হল। কোন কিছু করার আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট দেখে, শুনে, বুঝে করুন। ধন্যবাদ।
উড়োজাহাজে যাত্রার সময় যে সমস্ত মালামাল হ্যান্ড লাগেজে রাখবেন না!
যাঁরা বাংলাদেশের নাগরিক এবং যাত্রী তাঁদের বলছি-উড়োজাহাজে মদ পান করবেন না।
উনারা দুইজন সম্মানিত যাত্রী। আজ থাই এয়ারওয়েজ যোগে ঢাকা বিমানবন্দরে এসেছেন। একজন সাউথ কোরিয়ার নাগরিক আরেকজন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশী নাগরিক উড়োজাহাজে ভারি পানীয় পান করেছেন এবং তা মাত্রাতিরিক্ত পরিমানে। যার কারনে তিনি যখন বেল্ট এলাকায় আসেন তখন ছিলেন অস্বাভাবিক। তিনি তাঁর ব্যাগের চেয়ে আরো বড় এবং ভিন্ন রঙের ব্যাগ যা কীনা কোরিয়ার নাগরিকের তা নিয়ে চলে যান এবং যাওয়ার সময় ব্যাপক বাকবিতন্ডায় লিপ্ত হন । অগত্যা কোরিয়ার নাগরিক তা থাই এয়ারওয়েজকে জানান। তারা তাকে এয়ারপোর্ট আর্মড পুলিস অফিসে নিয়ে আসেন। পরবর্তিতে বাংলাদশী নাগরিককে খুঁজে এনে তাদের লাগেজ কেন্দ্রিক ঝামেলার সমাধান করা হয়।
তাই বলছি যাঁরা বাংলাদেশের নাগরিক তাঁদের উদ্দেশ্যে-উড়োজাহাজে মদ পান করবেন না।
ট্যাক্স ফ্রী পণ্য (শুধুমাত্র একটি করে। তবে এখানে দেখবেন সবসময়, সর্বশেষ আপডেট এর জন্য!)
এছাড়া পড়তে পারেনঃ
- বহনযোগ্য (ক্যারি-অন) হাতব্যাগ/হ্যান্ড লাগেজে কী কী জিনিস অনুমদিত নয়?
- বিদেশ থেকে আগমণকালে একজন যাত্রি কী পরিমাণ স্বর্ণ/এলকোহল আনতে পারবেন?
- বদলে যাচ্ছে বাংলাদেশ! বদলাচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট!
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন ইমিগ্রেশনে করনীয়
- শাহজালাল বিমানবন্দরে অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়লে কী করবেন
- সোনার অলংকার/বারঃ আমদানী/ক্রয় নিয়মকানুন এবং ট্যাক্স
- সৌদি এয়ারলাইন্স সমাচার!
- ব্যাগেজ রুলস – বিদেশ থেকে আগমণকালে কী আনতে পারবেন?
- দেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে আসার সময় আপনি কত টাকা/ইউরো/ডলার নিয়ে যেতে পারবেন?
- লাগেজ মিসিং! এয়ারলাইন্সের লিমিটেড রিলিজ লাইয়েবিলিটি বনাম অজ্ঞতা/প্রতারণা এবং দুষ্টচক্রের দুষ্টুমি
- এয়ার টিকেট, এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি নিয়ে কিছু কথা
ব্যাগেজ রুলস এর পিডিএফ (নিচে লোড হবে। তবে এখানে দেখবেন সবসময়, সর্বশেষ আপডেট এর জন্য!)
…
FAQ
বাকলিয়ার সন্তান Sir… সর্বোচ্চ কত কিলো নেওয়া যাবে? 10? নাকি একটি beg যতটুকু বহন(হতে পারে 12/13) উপযোগী অনুযায়ী???
Airport Armed Police Battalion বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি, ইকোনমি ক্লাসের যাত্রীরা ২০ কেজি ওজনের লাগেজ নিতে পারেন। শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ কেজি ওজনের একটি লাগেজ নেয়া যেতে পারে। কেবিন ব্যাগেজের ওজন ও আকার ইকোনমি ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৭ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ১০ কেজি ওজনের লাগেজ নিতে পারে।