একথা তো বলাই হয় যে আমাদের বারো মাসে তেরো পার্বণ। আমাদের উৎসবের যেন শেষ নেই। যেকোন ছুঁতোয় আমরা আনন্দ করতে পছন্দ করি। কিন্তু বাঙ্গালির প্রায় সব উৎসব সব পার্বণ কোন না কোন ধর্মকেন্দ্রিক। গোত্রভুক্ত এসব পালা পার্বণে ভিন্ন গোত্রের ভিন্ন ধর্মের মানুষ কদাচিৎ অংশ নিলেও মূল উৎসবটি তাই সার্বজনীন নয়। এদিক থেকে বাঙ্গালির একমাত্র সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। এদিন বিভিন্ন ধর্ম গোত্র বর্ণের মানুষ মিলেমিশে একত্রে পালন করে। ধর্মের সংকীর্ণ আবেশ এতে নেই। একারণের বাংলা মাসের প্রথম দিনের এ উৎসব এতটা ব্যাপক আর প্রাঞ্জল।

বিদেশ বিভুঁইয়ে থেকেও আমরা আমাদের কোন দিবস উদযাপন বাদ দেই না। পহেলা বৈশাখ তো অবশ্যই নয়। জার্মানির প্রায় প্রতিটি শহরে এবার ধুমধামে পালিত হবে বৈশাখের অনুষ্ঠান। ঠিক এমন একটি আনন্দঘন সময়ে আপনাদের হাতে ম্যাগাজিনটি তুলে দিতে পেরে আমাদেরও খুশির শেষ নেই। আশাকরি আপনাদের বৈশাখী আমেজে আমাদের ম্যাগাজিন আনন্দের নতুন উপকরণ যোগ করবে। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

ডাউনলোড করুনঃ জার্মান প্রবাসে – এপ্রিল সংখ্যা, ২০১৪ – ১লা বৈশাখ (৫.১ মেগাবাইটের মত)

Screenshot_10

ডাউনলোড করুনঃ জার্মান প্রবাসে – এপ্রিল সংখ্যা, ২০১৪ – ১লা বৈশাখ (৫.১ মেগাবাইটের মত)

জার্মান প্রবাসে আড্ডা দিতে চাইলেঃ www.facebook.com/groups/BSAAG/(বিশ্বস্ততার সাথে ৫১,০০০+ সদস্য নিয়ে)

——————————————————————–

অনলাইনে পড়তে চাইলেঃ

By কোঅর্ডিনেটর Admin

শুরু থেকেই আছি GermanProbashe.com সাইটের সাথে, চেষ্টা করছি দেশ থেকে যা পেয়েছি সেটাই আমার মতো করে ফিরিয়ে দিতে অন্যের উপকারের জন্যে

Leave a Reply