Himon
জাহিদ কবীর হিমন

আমাদের contributor সিরিজ এর এবারকার নাম জার্মান প্রবাসে ম্যাগাজিনের সাব-এডিটর জাহিদ কবীর হিমনের। আমরা লেখকরা লেখা পাঠাতে ভুলে গেলে বার বার মনে করিয়ে দেয়া, এডিটিং, প্রুফ রিডিং, প্রসেসিং, পাবলিশিং…কাজের লিস্টের শুরু আছে কিন্তু শেষ নেই যা হিমন সমানে করে যাচ্ছে প্রতিমাসে। তার না আছে ছুটি, না আছে কোনো চাহিদা-মুখে একটাই কথা গরবো মোরা জার্মানির বুকে এক টুকরো বাংলাদেশ। BSAAG পরিবারের অবিচ্ছেদ্য অংশ আমাদের হিমন।

***এই BSAAG contributor সিলেকশন প্রসেসটিতে নিম্নোক্ত বিষয়গুলো নজরে রেখে নামগুলো প্রস্তাব করা হয়েছে
১. BSAAG র নানান অংশে কমপক্ষে ছয় মাস এর কনট্রিবিউশন
২. গ্রুপ, জার্মান প্রবাসে ম্যাগাজিন এবং ওয়েবসাইট এর অবদানের প্রেক্ষিতে
৩. কাজের স্বচ্ছতা এবং অনুরোধের ভিত্তিতে টিম সাপোর্ট
৪. নীতি এবং কাজের মন মানসিকতাতে সহমত পোষন করা
৫. নিজের পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার ঠিক রেখে আমাদের সাথে একই লক্ষ্যে কাজ করার ইচ্ছা
৬. সময়ে-অসময়ে নীতি এবং লক্ষ্য এক হওয়াতে একসাথে পথ চলা
আমরা বিশ্বাস করি, যারা নিজের উন্নতি করতে পারে না, তারা অন্যের ও সাহায্য করতে পারে না। আমাদের সাথে যারা কাজ করেন, আমরা একে অপরের ভালোমন্দের দিকে খেয়াল রেখেই এক সাথে পথ চলার চেষ্টা করি।
সাথে থাকুন এক সাথে পৃথিবীর বুকে গড়ে তুলি আদর্শ এক টুকরো বাংলাদেশ আমাদের নিজেদের জন্যে।