ক্রিকেট নিয়ে আমাদের পাগলামির শেষ নেই! আমরা দেশে নেই তো কী হয়েছে? বিদেশের মাটি থেকে শুভেচ্ছা জানাতে পিছপা হন নি কেউ এতটুকু! কিছুদিন আগেই  ক্রিকেট বিশ্বকাপ – ২০১৫ উপলক্ষ্যে ফটো-উৎসব! এর ঘোষনা দিয়েছিল জার্মান প্রবাসে টিম । সে আয়োজনের বিস্তারিত এই লিঙ্কে পাওয়া যাবে। আয়োজনেঃ

বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এলাম্নাই এ্যাসোসিয়েশন ইন জার্মানি (৪০,০০০+ মেম্বার্স)

সেই ছবিগুলোতে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা উঠে এসেছে বাংলাদেশের প্রতি! সেখান থেকে বাছাই করা কিছু ছবি দিয়ে সাজানো হল আমাদের এই গ্যালারী। সবাইকে আরো একবার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 🙂

বিশেষ দ্রষ্টব্যঃ

  • সকল ছবির ইনসেটে ছবির কার্টেসি এবং স্থান দেয়া হল।
  • ছবিগুলো শহরের নামের ইংরেজি বর্ণক্রম অনুসারে সাজানো হল।

*প্রতিটি ছবি সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের অনুমতি সাপেক্ষে পুনঃব্যবহারযোগ্য।

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

2 thoughts on “বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ উপলক্ষ্যে বাংলাদেশ দলকে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো শুভেচ্ছাবার্তা(ফটো-উৎসব)”

Leave a Reply