আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার …

আমার সত্যি সত্যি রাগে, দুঃখে, ক্ষোভে চিৎকার করতে ইচ্ছে করে, ইংরেজিতে লেখা বাংলা বাক্য দেখলে। আমার সত্যি ভাবতে কষ্ট হয়, এই বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছেন, আর আজ সে ভাষাকে আমরা বিকৃতভাবে ইংরেজিতে লিখছি। তাই যাঁরা ইংরেজী হরফে “বাংলা” লিখেন, তাঁদের দৃষ্টি আকর্ষন করছি। সবার প্রতি আমার সবিনয় অনুরোধ, অনুগ্রহ করে “বাংলা” হরফে বাংলায় লিখুন, অথবা ইংরেজী হরফে “ইংরেজী” ভাষায় লিখুন। অভ্র অথবা গুগল ইনপুট টুলস দিয়ে খুব সহজেই বাংলা হরফ লিখা যায়। অভ্র অথবা গুগল ইনপুট টুলস ফোনেটিক ইংরেজী থেকে বাংলায় লিখার একটি উচ্চারণভিত্তিক বর্ণান্তর (Transliteration) পদ্ধতি। Fixed Keyboard Layout ভিত্তিক বাংলা লেখার পদ্ধতির চেয়ে অভ্র ফোনেটিক অথবা গুগল ইনপুট টুলস দিয়ে বাংলা লিখা অনেক বেশী সহজ, কেননা এজন্য কোন কি-বোর্ড লে-আউট মুখস্থ করার প্রয়োজন নেই। কিছু সুনির্দিষ্ট কিন্তু অত্যন্ত সহজ নিয়ম অনুসরণ করে আপনি এই মুহূর্তে বাংলা টাইপিং এ অভ্যস্ত হয়ে উঠতে পারেন।

আপনি বিভিন্ন ভাবে বাংলা টাইপ করতে পারেন:

১. অভ্র

অভ্র এর ওয়েব ঠিকানা:http://www.omicronlab.com/

অভ্র দিয়ে কিভাবে বাংলা টাইপ করবেন, তা জানতে এই লিঙ্কে ক্লিক করুন
http://www.omicronlab.com/…/Bangla%20Typing%20with%20Avro%2…

১.১ উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য অভ্র ডাউনলোড করুন (উইন্ডোজ ২০০০ – উইন্ডোজ ৮) :
http://www.omicronlab.com/down…/setup_avrokeyboard_5.1.0.exe

অথবা
http://www.omicronlab.com/d…/portable_avrokeyboard_5.1.0.exe (পোর্টেবল সংস্করণ)

১.২. ম্যাক ওএস ব্যবহারকারীদের জন্য অভ্রের একটি ভার্সন হলো – iAvro
http://www.omicronlab.com/iavro.html

১.৩. লিনাক্স ওএস ব্যবহারকারীদের জন্য অভ্রের আরো একটি ভার্সন হলো – ibus-avro
http://linux.omicronlab.com/

২. অভ্রর মত আরো একটি টুলস হলো গুগল অফলাইন ইনপুট টুলস :http://www.google.com/inputtools/windows/

৩. গুগল অনলাইন ইনপুট টুলস
বাড়িতে, কাজে, অথবা এর মধ্যে কোনো স্থানে— যখন আপনার এটি প্রয়োজন হবে তখন আপনি আপনার যে ভাষা দরকার সেই ভাষাতে কথা বলুন৷ অনলাইনে Google ইনপুট সরঞ্জামগুলি ব্যবহার করে দেখুন। Google ইনপুট সরঞ্জামগুলি ওয়েবে যেকোনো স্থানে আপনার পছন্দের বাংলা ভাষা টাইপ করা আরো সহজ করে তোলে৷ আরো জানুন:http://www.google.com/intl/bn/inputtools/try/

৪. এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য অনেক বাংলা টাইপিং এপস রয়েছে । আমি উল্লেখযোগ্য কয়েকটার নাম উল্লেখ করছি:

৪.১ রিদ্মিক কীবোর্ড : https://play.google.com/store/apps/details…

৪.২ মায়াবী কীবোর্ড : https://play.google.com/store/apps/details…

৪.৩ প্রজন্ম কীবোর্ড : https://play.google.com/store/apps/details…
৪.৪ পানিনি কীবোর্ড : https://play.google.com/store/apps/details…

৫. উইন্ডোজ ফোনের জন্য বাংলা লেখার অ্যাপস:
৫.১. “চন্দ্রবিন্দু” বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা লেখার অ্যাপ। ফোনেটিক লেআউট এ লিখুন আপনার মনের কথা আপনার নিজের ভাষায়। বাংলা টেক্সট, বাংলা মেইল, বাংলা সার্চ, ফেসবুক স্ট্যাটাস সবই পারছেন এটি দিয়ে।
http://www.windowsphone.com/…/ba645406-329d-4f42-a197-cec80…

৫.২. টাইপ বেঙ্গলি-“Type Bengali” বাংলা লেখার আরো একটি অ্যাপ।
http://www.windowsphone.com/…/073ea6d8-bec1-4082-8d7c-8732b…
আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি।

 

mm

By Rakib Ahmed

পড়েছিঃ Bangladesh University of Engineering and Technology (BUET)

Leave a Reply