Genitiv বলতে সেই expression গুলোকে যা দ্বারা কোন কিছুর মালিকানা, একাত্মতার (belonging), উৎস (origin) ইত্যাদি বোঝানো হয় । আর্টিকেল অনুসারে Gentiv এর ধরণও পরিবর্তন হয়। যেমনঃ das Haus des Nachbarns, ein Stück des Kuchens, der Klang einer fernen Glocke ইত্যাদি।

M N F Plural(M,N,F)
Nom. der/ein Plander/ein Kunde das/ein Rezeptdas/ein Haus die/eine Therapie die/-Anlegerdie/-Kunden
Gen. des/eines Plansdes/ eines Kunden des/eines Rezeptsdes/eines Hauses der/einer Therapie der/- Anlegerder/-Kunden
  1. Maskulinum এবং Neutrum singular এ des/eines হয়। Femininum singular এবং Plural এ der/einer হয়।
  2. Genitiv ব্যবহারের ফলে Maskulinum এবং Neutrum এর, Noun এর শেষে ,,s‘‘ অথবা ,,es‘‘ যোগ হয়। যেমনঃ des Plans/Planes.
  3. যেসব noun এর শেষে s,y,ß,x থাকে তাদের শেষে ,es‘ যোগ হয়। যেমনঃ des Hauses.
  4. Femininum এবং Plural এর ক্ষেত্রে noun এর পরে কোন কিছু যোগ হয় না।
  5. যে সব Nounএর nßdeklination আছে তাদের শেষে ,n‘ বা ,en‘ যোগ হয়।

Adjektiv im Gentiv

M N F Plural(M,N,F)
des genauen Plans des ärztlichen Rezepts der passenden Therapie der einzelnen Patienten
eines genauen Plans eines ärztlichen Rezepts einer passenden Therapie einzelner Patienten
  1. Gentiv এর কারনে bestimmt এবং unbestimmt এর ক্ষেত্রে Adjektiv এর শেষে ,en‘ যোগ হয়।
  2. Plural এর ক্ষেত্রে bestimmt Artikel এর জন্য Adjektiv এর শেষে ,en‘ যোগ হয় এবং unbestimmt Artikel (Nullartikel) এর ক্ষেত্রে adjektiv এর শেষে ,er‘ যোগ হয়।German Basic Grammar 39 Gentiv
mm

By Alfred Bhowmick

I am Alfred, currently living in Köln, Germany. I am doing M.Sc. in Communication Systems and Networks at TH Köln.

Leave a Reply