২০২৩-এর হেনলি পাসপোর্ট সূচকের তথ্য অনুসারে জার্মান পাসপোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে।বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করা হয়েছে। তালিকার শীর্ষে জাপান। বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩ দেশেই ভিসা ছাড়া যাওয়া যায় এই পাসপোর্ট ব্যবহার করে। দুইয়ে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। তিনে জার্মানি ও স্পেন। এই দুই দেশের পাসপোর্টে ১৯০টি দেশে বিনা ভিসায় যাতায়াত করা যায়। তালিকা পরের স্থানগুলি জুড়ে শুধু রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের নাম। মূলত ইউরোপীয় দেশগুলিই এই তালিকায় উপরের দিকে থাকত। কিন্তু মহামারীর পর থেকে নানা জায়গায় বিদেশি নাগরিকদের প্রবেশধিকারে কোপ পড়েছে। তার ফলে পিছিয়ে পড়েছে ইউরোপীয় দেশগুলি।
র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছে যেসব দেশের পাসপোর্ট
১. জাপান (১৯৩)
২. সিঙ্গাপুর,দ. কোরিয়া (১৯২)
৩. জার্মানি , স্পেন(১৯0)
৪. ফিনল্যান্ড, লুক্সেমবার্গ ও ইতালি (১৮৯)
৫. অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন (188)
৬. ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য (187)
৭. বেলজিয়াম, চেকিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র (186)
৮.অস্ট্রেলিয়া, কানাডা, গ্রীস, মাল্টা (185)
৯. হাঙ্গেরি, পোল্যান্ড (184)
১০. লিথুয়ানিয়া, স্লোভাকিয়া (183)
র্যাঙ্কিংয়ে তলানিতে আছে যেসব দেশের পাসপোর্ট
১০১. গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লেবানন, শ্রীলঙ্কা, সুদান (৪2)
১০২. বাংলাদেশ, কসোভো, লিবিয়া (৪১)
১০৩ . উত্তর কোরিয়া (৪0)
১০৪. প্যালেস্টাইন টেরিটরি, নেপাল (38)
১০৫. সোমালিয়া (৩৫)
১০৬. ইয়েমেন (৩৩)
১০৭. পাকিস্তান (৩২)
১০৮. সিরিয়া (২৯)
১০৯. ইরাক (২৮)
১১০. আফগানিস্তান (২৬)
সূচক সম্পর্কে আরও জানতে, Henley & Partners ওয়েবসাইট দেখুন।