অনেক গ্রুপ ঘেঁটে আমি একটা রুটিন করেছিলাম IELTS এর প্রস্তুতি এর জন্য। যদিও আমি পুরো রুটিনটা ফলো করিনি, তারপরও রুটিনটা শেয়ার করছি। কারোর না কারোর একটু হলেও উপকারে লাগতে পারে। IELTS এর জন্য কে কিভাবে প্রস্তুতি নিবেন এটা পুরটাই নির্ভর করবে আপনার বেসিক লেভেল এর উপর। আপনার রুটিন টা কেমন হবে এটা আপনাকেই ঠিক করতে হবে। আমার স্কোর অনেক লো ছিল( ৬.৫ ফাঁকি দিয়েছিলাম অনেক preparation এ)
Materials:
Cambridge series 6-9
The Official Cambridge Guide to IELTS
Shikkhok.com IELTS এর সহজ পাঠ (Speaking and Writing)
Deep English- Free Lesson
Readtheory- Reading
TED TALK
www.ielts-exam.net
How to write at a level 9- Book
Videos in Higher Study (IELTS Course)- speaking (http://www.higherstudyabroad.com/ielts-course/)
IELTS to Success- Reading
IELTS Advantage (https://www.ieltsadvantage.com/) , DcIELTS (http://www.dcielts.com/)- Writing
IELTS Practice Test Plus 1, 2, 3
IELTS Trainer Cambridge
Speaking
http://shikkhok.com/ – IELTS এর সহজ পাঠ
১ ঘণ্টা You tube থেকে ভাল ব্র্যান্ডের স্পিকিং স্যাম্পল শুনতে হবে এবং ৩০ মিনিট প্র্যাকটিস করতে হবে।
Deepenglish- Free Lesson – ৩০ মিনিট করে ১ ঘণ্টা
Videos in Higher Study (http://www.higherstudyabroad.com/ielts-course/)
“Khan’s Que Card” নামের বই টা পুরোটা পরতে হবে
Writing
Shikkhok.com IELTS এর সহজ পাঠ
২ টা করে Task 1 এবং Task 2 লিখতে হবে।
Task 1
Use structures shown in Target Band 7: How to Maximize Your Score by Simone Braverman
And read samples from: www.ielts.exam.net
Task 2
Use structures shown in Task 2 “How to Write at a Level 9”
IELTS Advantage, DC IELTS থেকে প্র্যাকটিস করতে হবে।
DC IELTS এর ওয়েবসাইট এ রাইটিং নিয়ে যতো লেখা আছে সব পড়ে নোট নিতে হবে। তারপর Task 1 এবং Task 2 নিজে লেখা প্র্যাকটিস করতে হবে।
Listening
প্রতিদিন ২ টা করে Listening test Cambridge বই থেকে।
২-৩ দিন TED TALK শুনতে হবে
Http://ielts-simon.com/ielts-help-and-engl…/ielts-listening/ হেডফোন ছাড়া।
২-৩ দিন হেড ফোন ছাড়া পার্ট ৩ এবং ৪ প্র্যাকটিস করতে হবে।
(Difficulty level Cambridge 9)
hSikkkhok.com থেকে লিসেনিং এর ৪ টা ক্লাস এর ভিডিও দেখতে হবে।
Reading
প্রতিদিন ২ টা করে Reading test Cambridge বই থেকে।
Readtheory- ১ ঘণ্টা করে রিডিং প্র্যাকটিস করতে হবে।
IELTS to Success এর রিডিং গুলো খুব ভাল করে প্র্যাকটিস করতে হবে।
Shikkkhok.com থেকে রিডিং এর ৪ টা ক্লাস এর ভিডিও দেখতে হবে।
(রুটিন টা নিয়ে অনেকেরই দ্বিমত থাকতে পারে। আমি শুধু মাত্র আমার রুটিনটা শেয়ার করলাম। দ্বিমত থাকলে আপ্নারাও আপনাদের টা শেয়ার করতে পারেন)। ইংলিশ, বাংলা, বাংলিশ এর জন্য দুঃখিত