খুব সম্ভব এদেরকে উদ্দেশ্য করেই শ্রদ্ধেয় খান আতা এককালে বলেছিলেন, “আবার তোরা মানুষ হ।” গৃহযুদ্ধে বিপর্যস্ত মানুষের ঢলে যোগ দিয়ে জার্মানিতে ঢুকতে চেয়েছে প্রায় শ’পাঁচেক বাংলাদেশি! তাদের এই আশায় পানি ঢেলে দিলেন জার্মান রাষ্ট্রদূত!


জার্মান সীমান্তে অবস্থানরত বাংলাদেশীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিন: জার্মান রাষ্ট্রদূত

german ambasaশরণার্থী হিসেবে যেসব বাংলাদেশি জার্মান সীমান্তে অবস্থান করছেন তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস পিঞ্জ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিঞ্জ জানান, অর্থনৈতিক কারণে যেসব বাংলাদেশি লিবিয়া থেকে জার্মানি সীমান্তে অবস্থান করছেন তাদেরকে অশ্রয় দেবেননা তারা। কেবল রাজনৈতিক শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে জার্মানি। বর্তমান অভিবাসন সংকট নিরসনকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করে জার্মান রাষ্ট্রদূত বলেন, একে দক্ষতার সঙ্গে মোকাবেলা করছে তার দেশ। (সূত্রঃ একুশে টিভি)


“We welcome political asylum-seekers in Germany, illegal migrants will not be able to stay in our country”, says Ambassador Prinz

The Ambassador Dr. Thomas Prinz (Image Courtesy: German Embassy Dhaka)

Europe is facing its biggest refugee crisis in recent history. Asylum-seekers from conflict zones in the Middle East and Africa are fleeing war, terror and oppression. This year, Germany alone is expecting 800.000 asylum-seekers – a great challenge for local communities, the government’s budget and its citizens.

The number of refugees in Germany has quadrupled in the last twelve months.

Due to our history we have a special responsibility towards political refugees from crisis zones around the world. I am proud that my fellow citizens acknowledged the humanitarian dimension of the crisis and rose to the occasion by welcoming exhausted families from Syria and Iraq in Germany, handing out food, water and toys”, underlined Ambassador Dr. Thomas Prinz today.

Reaffirming the existing burden sharing system within the EU, Ambassador Prinz emphasized: “This is a humanitarian catastrophe. Refugees needed quick help and Germany was happy to provide aid in this exceptional case – this was a time for generous and swift assistance. Nevertheless, we have to differentiate between desperate asylum seekers and economic migrants: While we will welcome political asylum-seekers in Germany, illegal migrants will not be able to stay in our country.” There are plenty of legal opportunities to move to Germany, while penalties for illegal migration are hard.

“In the past days I have received numerous positive reactions from Bangladeshi citizens, complimenting my government on its approach towards refugees in Europe. Let me extend my heartfelt gratitude to all of our Bangladeshi friends that gave us moral support in these challenging times”, added Dr. Prinz. (Source: German Embassy Dhaka)


আরো পড়তে পারেনঃ

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply