ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ১ Excersice-1 Lektion Eins
ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ২ Excersice-2 Lektion Zwei
প্রিয় ভাই ও বোনেরা,
কেমন কাটলো ঈদে? আজকে আপনাদের জন্যে নীচের অনুশীল তৈরি করা হয়েছে। আজকে থেকে আপনি কিছুনা না কিছু ডয়েচ বাক্য বুঝবেন। অর্থ হলো কোন বাক্য দেখলে কিছুটা হলেও ধরতে পারবেন। তো শুরু করা যাক।
নমিনেটিভ ফর্মঃ
English Deutsch
I am>> Ich bin(ইশ বিন)
We are >>Wir sind(ভিয়ার জিন্ড)
Second person(familiar) You are (singular)>>তুমি >> Du bist(দু বিস্ট)
Second person plural >>তোমরা >> Ihr seid (ইয়েরে জাইড)
Second person formal for singular and plural>> Sie sind(জি জিন্ড)
Second person formal for singular and plural
He/she/it/man is>> Er/sie/es/man ist (এর ইস্ট)
Third person plural>> sie sind(জি জিন্ড)
কিছু অংকের প্রয়োজনীয় বিষয়ঃ
১)যোগ=Plus>> প্লুছ।
২)বিয়োগ=Minus>>মিনুছ।
৩)গুণ=Multiplizieren>>মুল্টিপ্লিছিয়েরেণ।
৪)ভাগ=Geteilt >> গেটাইল্ট
পারিবারিক কিছু শব্দঃ
বাবা= Vater>>ফাটার/পাপা/ড্যাড।
মা= Mutter>>মুটার/মামা।
ভাই=Bruder >>ব্রুডার, Plural=Brüder>> ব্রুউডার
বোন=Schwester>সোয়েষ্টার।Plural=Schwestern>> সোয়েষ্টার্ন।
দাদী/নানি= Oma>>ওমা।
দাদা/নানা= Opa>>ওপা।
মামা/কাকা/ফুপা= Onkel >>ওংকেল।
খালা/মামী/ফুপি= Tante>>টান্টে।
Start of verb:
ভার্ব বা ক্রিয়াপদের শুরুতে কয়েকটা টীপ্স মাথায় রাখতে হবে। যেমন পারসন ভেদে এবং সিঙ্গুলার এবং প্লুরালের এর ক্ষেত্রে ভার্বের পরিবর্তন গুলো খেয়াল করবেন। ভার্বের মুল ফর্ম্যাট সব সময়ই “-en’’ দিয়ে শেষ হয়। উদাহরণ Essen, Machen, Schlafen. এখন দেখা যাক কোন পার্সনের ক্ষেত্রে এই ভার্বের এন্ডিং কেমন।
>> ফার্ষ্ট পারসন সিঙ্গুলার (Ich) এর ক্ষেত্রে ভার্বের এন্ডিং হয় সব সময় “-e’’ দিয়ে।
Ich esse, (I eat) (ইশ এছে)
Ich mache, (I do) (ইশ মাখে)
Ich schlafe, (I sleep) (ইশ স্লাফে)
>> ফার্ষ্ট পারসন প্লুরাল (Wir=we), সেকেন্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল (ফরমাল কেস>> (Sie= আপনি, তারা) এর ক্ষেত্রে ভার্বের এন্ডিং হয় “-en’’ দিয়ে অর্থাৎ তারা অপরিবর্তিত থাকে।
Wir oder Sie>> essen, (ভিয়ার ওডা’ জি এছেন)
Wir oder Sie>> machen, (ভিয়ার ওডা’ জি মাখেন)
Wir oder Sie schlafen, (ভিয়ার ওডা’ জি স্লাফেন)
এখানে oder= ওডা’ অর্থ or=অথবা।
>>সেকেন্ড পারসন সিঙ্গুলার (Du=you) এর ক্ষেত্রে ভার্বের এন্ডিং হয় “-st’’
Du machst (দু মাখ্স্ট)
Du esst (দু এছ্ট)
Du schläfst (দু স্লেয়াফস্ট)
>>সেকেন্ড পারসন প্লুরাল (Ihr=you>> তোমরা), থার্ড পারসন সিঙ্গুলার (Er/sie/es/man)এর ক্ষেত্রে ভার্বের এন্ডিং হয় “t” দিয়ে।
Ihr, Er, Man, sie >> isst
Ihr, Er, Man, sie>> Macht
Ihr, Er, Man, sie>>schlaft
অনুশীলনঃ
১) আজকের পর্বের পড়ে আপনাদের অন্তত কিছু কথা বলা শেখা উচিৎ। আপনাদের কাজ হবে। প্রত্যেকে নিজের সমন্ধ্যে ডয়েচে তিন লাইন লেখবেন। কেউ বেশি পারলেও সমস্যা নেই।
২) ১০ টি প্রয়োজনীয় ভার্ব লেখেন এবং পারসন অনুযায়ী তার পরিবর্তন দেখান।
ধন্যবাদ। দেখা হবে আবার। আগামি পর্ব থেকে কিছু কিছু বাক্য ডয়েচে লিখবো আশা করি।
[…] ← ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ১ Excersice-1 Lektion Eins ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ৩ Excersice-3 Lektion… […]
danke