প্রিয় ভাই ও বোনেরা,

ঈদ মুবারাক। আজকে দ্বিতীয়পর্ব দিলাম। এরসাথে কয়েকটি সহজ ডয়েচ গানের লিঙ্ক দেয়া আছে। শুনবেন আশা করি। শব্দগুলো বুঝতে চেষ্টা করবেন। গানগুলোর লিরিক্স খুঁজে গুগল ট্রান্সলেটারে চেক করে দেখলে অনেক শব্দ শিখতে পারবেন। আশা করি আপনারা সবাই নতুন নতুন শব্দ লিখছেন এবং আয়ত্ব করার চেষ্টা করছেন।

ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ১ Excersice-1 Lektion Eins

জার্মান লেটারস এবং তাদের উচ্চারণঃ

জার্মান ভাওয়েল এবং তাদের উচ্চারণঃ

A= উচ্চারণ শর্ট লেন্থে। উদাহরণ Lahm= লাম।

A/E= উচ্চারণ শর্ট লেন্থে। উদাহরণ Essen= এসেন( খাওয়া, খাদ্য)। Ich esse rice( ইশ এছে রাইস= আমি ভাত খাই)।

EE= উচ্চারণ দীর্ঘ। Tee= ঠে( চা)

I= উচ্চারণ শর্ট লেন্থে।

IE= উচ্চারণ দীর্ঘ। Liest=লিইস্ট> Read

O= উচ্চারণ শর্ট লেন্থে। Ofen=অফেন >Open.

Ö= কমপ্লিকেটেড উচ্চারণ। প্র্যাক্টিস ফ্রম ইউটিউব।

U= উচ্চারণ শর্ট লেন্থে। উদাহরণ Puder=পুডার> Powder, Pulli=পুলি> Pullover এরকম মিউজিক=মুজিক(বানান সেইম)

Ü/Y= কমপ্লিকেটেড উচ্চারণ। প্র্যাক্টিস ফ্রম ইউটিউব।

J= উচ্চারণ ইংরেজি Y এর মত। Ja=ইয়া >Yes, Jacke=ইয়াকে> Jacket, Juli=ইউলি >July,

AU= উচ্চারণ ইংলিশ OW এর মত। উদাহরণ Braun= ব্রাউন> Brown

AI/EI= দুইটা ক্ষেত্রেই উচ্চারণ সেইম। উদাহরণ EIS=আইস >ICE

AU/EU= দুইটা ক্ষেত্রেই উচ্চারণ OI “অই”এর মত। উদাহরণ Europa= অইরোপা> Europe, Mäuse=মঅইজে, Mice। নেভার মিক্সাউপ উইথ উম্লাউট a(ä)

 

Consonants:

B/D= দুইটা ক্ষেত্রেই যদি এরা শব্দের শেষে বসে তাহলে উচ্চারণ হবে B=P, D=T। উদাহরণ AB=আপ (AP)>> ABGESAGT= আপগেজাখ্‌ট(বাতিল), RAD=রাট >Wheel।

CH=

(১)উচ্চারণ একটু জটিল। যদিও শুনতে “খ” এর মত। তবে ভেতর থেকে অনেকটা অনুশীলনের বিষয়। BUCH=BU:KH বুখ্> BOOK. Bauch=BAUKH বাউখ>> Stomach

(২) উচ্চারণ একটু সফট।উচ্চারণের সময় SH আসে। MILCH=মিল্‌শ>MILK,

 

IG= উচ্চারণ সফট CH যখন ওয়ার্ডের শেষে বসে। BILLIG=বিলিখ> CHEAP।

NG= G কখনও উচ্চারণ হয়না। উদাহরণ দেয়াটা টাফ। এটা আসলে যারা জন্মগত ভাবে জার্মান ভাষা বলে তারা হুবহু উচ্চারণ করতে পারে। Singen=জিনগেন> গান গাওয়া। কিন্তু এখানে এত দ্রুত বলে যে শুনলে মনেহবে>> জিনেন।

ST/SP= শব্দের শুরুতে ST থাকলে উচ্চারণ হয় SHT। STUTTGART=ইশটুটগার্ট। শব্দের শুরুতে SP থাকলে উচ্চারণেও সেইম। SPIEL=ইশপিল>> Game।

S= এর উচ্চারণ ইংরেজি Z এর মত। SO= জো>> ZO, Versammeln=ফারজামেল্‌ন।

 

তবে ইংরেজি থেকে ইম্পোর্টেড শব্দ S উচ্চারিত হবে। SEXY=SEKSI।

Z= উচ্চারণ TS এর মত। ZU=ছু>TO, HINZU=হিনছু>In Addition, ZUSAMMEN=ছুজামেন> Together.

V= উচ্চারিত হয় F এর মত।

W= উচ্চারিত হয় ভেহ্ এর মত। উদাহরণ WEIL=ভাইল> Because।

SCH= উচ্চারিত হয় SH এর মত। ঊদাহরণ SCHULE=শুলে> SCHOOL

QU= উচ্চারিত হয় KV এর মত। ঊদাহরণ QUER= DIAGONAL। এইখানে একটু কমপ্লিকেশন আছে

-AGE= যখন শব্দের শেষে বসে তখন উচ্চারিত হয় GARAGE=গারাজে

-TION= এটা শব্দের শেষে থাকলে সব সময় উচ্চারিত হয় ‘আটছিওন’। যেমন, INTERNATIONAL= ইন্টারন্যাটছিওনাল। INFLATSION= ইনফ্লাটছিওন।

কিছু সতর্কতাঃ

১) কখনও জার্মানীদের সামনে বলবেননা যে ‘হিটলার’ ভালো। ‘হিটলার’ তোমাদের নেতা। তারা হিটলারকে দু’চোখে দেখতে পারেনা। টীপ্স হলো, বলবেন, ‘হিটলার আমার মতে শিট। সে অনেক নিরিহ মানুষকে হত্যা করেছে’।

 

২) দোকানে ক্যাশ দেয়ার আগে ‘হ্যালো’ বলতে এবং ক্যাশ দেয়ার শেষে ‘ডানকে’ অথবা তাদের ডানকে বলার বীপরিতে ‘বীটে’ বলতে ভুলবেননা।

 

৩) কোন প্রশ্ন করার আগে ‘ইন্সুলডিগুম’ বলতে ভুলবেননা।

 

কিছু গুরুত্বপুর্ণ ডয়েচঃ

 

1) Wie geht es dir? ভি গেটস ডিয়ার? > তুমি কেমন আছো? (Wie geht es ihnen?> ভি গেটস ইনেন?> টিচার অথবা আননোন পারসনদের জন্যে)

2) Wie hiβt du? ভি হাইস্ট দু?> তোমার নাম কী? (Wie hiβen Sie? ভি হাইছেন জি? টিচার অথবা আননোন পারসনদের জন্যে)

 

সপ্তাহের সাত দিনঃ

SUNDAY:SONNTAG (জোনটাগ)

MONDAY: MONTAG (মোনটাগ)

TUESDAY: DIENSTAG (ডীইন্সটাগ) WEDNESDAY: MITTWOCH(মিটভোখ্)

THURSDAY: DONNERSTAG(ডোনারস টাগ)

FRIDAY: FRETAG(ফ্রাই টাগ) SATURDAY:SAMSTAG (জামস টাগ)

এখানে টাগ=দিন।

উচ্চারন শুনুন ইউটিউবে-

১২ মাসের নামঃ

জানুয়ারীঃ Januar> ইয়ানুয়ার।

ফেব্রুয়ারীঃ Februar >ফেব্রুয়ার।

মার্চঃ März> মেয়ার্জ।

এপ্রিলঃ April> আপ্রিল।

মেঃ Mai > মাই।

জুনঃ Juni> ইউনি।

জুলাইঃ Juli> ইউলি।

আগষ্টঃ August> অগুষ্ট।

সেপ্টেম্বরঃ September> সেপ্টেম্বর।

অক্টবরঃ Oktober> অক্টোবর।

নভেম্বরঃ November> নভেম্বর।

ডিসেম্বরঃ Dezember> ডিসেম্বর।

উচ্চারন শুনুন ইউটিউবে-

লিঙ্কঃ

১) উম্লাউট শেখার লিঙ্ক আগেই দেয়া হয়েছে। ঐগুলা প্র্যাক্টিস করবা।

২)

৩)

৪)

http://www.youtube.com/watch?v=d-ufNlC8Bxo

৫)

 

সংখ্যায় কুড়ির পর থেকে এভাবে হবে;

২১=আইন উন্ড ছোয়ানছিগ। ২২= ছোয়াই উন্ড ছোয়ানছিগ>>>>

৩০= দ্রাইছিগ। ৩১= আইন উন্ড দ্রাইছিগ। ৩২=ছোয়াই উন্ড দ্রাইছিগ।

৪০= ফিয়ারছিগ>>>

৫০=ফুউয়নফছিগ।

এভাবে সব হবে। তবে খেয়াল রাখতে হবে একক ভাবে ১ উচ্চারিত হয় ‘আইন্স’ কিন্তু সম্মিলিত ভাবে ‘আইন’ উদাহরণ আইন উন্ড ছোয়ানছিগ।

সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন

@Shah Waez

পরের পর্ব

ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ৩ Excersice-3 Lektion Drei

জার্মান গ্রামার সিরিজ

mm

By Shah Waez

International Student Program Moderator bei horads 88,6 - Hochschulradio Stuttgart. Wohnt in Stuttgart.

3 thoughts on “ব্যাসিক জার্মান পাঠ- অনুশীলন ২ Excersice-2 Lektion Zwei”

Leave a Reply