ভিসা ইন্টারভিউ দিবেন, জানেন না ডকুমেন্টসগুলো কি কি? কোন ওর্ডার ফলো করব? ডকুমেন্টস কিভাবে রেডি করব? এরকম কিছু প্রশ্নের উত্তের নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে।
এই ভিডিওতে আমি জার্মানির ভিসা ইন্টার্ভিউয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
Topic Covered:
১/ ভিসার ডকুমেন্টস কি কি?
২/ ডকুমেন্টস ওর্ডার কোনটা? ওয়েব সাইট না গ্রুপে যেটা দেয়?
৩/ ইন্স্যুরেন্স কোনটা করব? ট্রাভেল না হেলথ?
৪/ বায়োমেট্রিক ছবি কি? কোথায় থেকে ছবি তুলব?
৫/ আইইএলটিএস স্কোর ডেটওভার হয়ে গেছে, কি করব?
৬/ ব্লক কনফার্মেশন ইংরেজি জার্মান দুটাই দিয়েছে, কোনটা জমা দিব?
৭/ অফার লেটারও দুটাই দিছে, পিডিএফ দিয়েছে, কি করব?
৮/ এক্সট্রা কি ডকুমেন্টস নিব?
৯/ এক ভার্সিটির অফার লেটার দিয়ে এটা করেছি, আরেকটা দিয়ে ওটা?