Dear Readers,
Here i am writing only my experiences which may or may not suit you. You may find it different  ,hence before doing  any act please verify it by yourself .
Thanks
Imon
—————————————————–

My shopping list

Power glass – with Anti-Reflective Lenses
Perdrive -2
Portable (optional)
Router -1
T-shirt (Half/Full, Collar/Collarless/High-neck)
Shirt – ⅘
Transparent Thin T Shirts(সেন্ডু গেঞ্জি) -2
Jeans pant – 5/6
Gavading pant -2/3
3 quarter pant, trouser
Inner thermal
Kan tupi,hat muja
Full sweater -2, Half Sweater- 1
Hoodie -2
Sandal (outdoor+indoor) -1+1
Casual shoes-1
Undergarments,belt,Socks(+++), short pant  – as u wish
Pen ,khata, pencil,calculator, rubber, ruler,tape, sticky note, highlighters/markers, stapler, punching machine, paper clips, glue, super-glue, scissors  and other educational tools
Nail cutter, combs,needles
shaving kit – not more
Masallas – must+  briani masla
Primary Medicine – with prescription , Antiseptic, Band aid, Ear cleaning buds
All educational documents -with notary (1 set)
Passport size Photo(2/3 styles/types)
Main Luggage, hand luggage ,backpack
3 -2 pin converter -2
Earphone
Janamaz
Panjabi
Lungis
Towels -2
toothbrush toothpaste, soap – 2/3
Flag
Extra keyboard
Laptop +cooler
multiplug

————————————————————————–

N:B: Below writings are meant only for beginners who have no prior knowledge in shopping and no idea what to buy as well as where to .

T-shirt

Richman এর পোলো টি-শার্টগুলা দেখতে অনেক স্মার্ট কিন্তু অনেক দাম(প্রায় ১১০০/১২০০ করে)।ওইখান থেকে নিয়েছিলাম  আর বসুন্ধরার কয়েকটা দোকান ঘুরাঘুরি করে কিনেছিলাম কিন্তু ব্রান্ডের দোকান থেকে।
আর গোল গলা টি-শার্ট এক্সপোর্টের দেখে ঘুরে ঘুরে কিনতে হবে। Esprite এর টি-শার্ট যদি খুঁজে পান তাইলে খুব ভাল নাইলে এক্সপোর্ট কোয়ালিটি খুজতে হবে। এক্সপোর্টের  টি-শার্ট দেখবেন বেশি কালেকশন থাকেনা। কাপড়টা ধরলেই ভাল লাগবে । ঘুরতে হবে অনেক 😛 এই জন্য টাইম নিয়ে কিনেন।
আর মোজা শর্ট এবং কিছু লং কিনে নিবেন।

 

Jeans pant, Gavading pant , Transparent Thin T Shirts , 3 quarter pant, trouser, Inner thermal , Kan tupi,hat muja, Undergarments , Socks

ঢাকা কলেজের বিপরীত দিকে নুরজাহান মার্কেট আছে , এইটার ২য়,৩য় তালায় অনেক কিছু আছে । এইগুলা  এইখান থেকে কিনতে পারেন।
জিন্স আমি বলবো কখনই ব্রান্ডের দোকান থেকে না কিনাই ভাল অনেক দাম হলেও অনেক সময় জিনিস এত ভাল হয়না। নুরজাহান মার্কেটে অনেক ভাল জিন্স পাওয়া যায় ৮০০ টাকা করে কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে। এক্সপোর্টের জিন্সগুলা দেখে নিতে হবে। American eagle ব্রান্ড বেস্ট তারপর H&M , এই ব্রান্ডের কাপড়গুলাই আমাদের দেশের গার্মেন্টস থেকে এক্সপোর্ট করে বাইরে। এক্সপোর্টের কাপড় খুব কম আসে আমাদের লোকাল মার্কেটে তাই দেখে খুঁজে নিতে হয়। ৪/৫টা দোকান আগে ঘাটাঘাটি করবেন তারপর কিনবেন। নুরজাহান মার্কেটে রাস্তার সাথেই সিঁড়ি দিয়ে  দুই তালায় উটবেন, উঠেই হাতের ডান দিকে সোজা যেতে থাকবেন, লাস্টের দোকানটায় ভাল জিন্স, গেবাইডিং পাওয়া যায় ।  আর জিন্স আমাদের সবারই কম বেশি লেংথ কাটাতে হয় , নুরজাহান মার্কেটের ২ তলায় অনেকগুলা সেলাই মেশিন নিয়ে বসে আছে দেখবেন । ৪০টাকা প্রত্যেকটা লম্বা কাটানো। তবে খেয়াল রাখবেন যেন অরিজিনাল জিন্সের বটমটা(ফোল্ডিং-টা) অবশই জোড়া লাগায় দেয় না হলে সুন্দর লাগবেনা ।


( একদম পাতলা কাপরের নামাজের বিছানা  )

 

শীতের কাপড়

আমার ভাই একটা ভাল গার্মেন্টসের এডমিনে জব করতেন উনি H&M আরো ভাল কয়েকটা ব্রান্ডের যেগুলা ইউরোপের এক্সপোর্ট করে ওইগুলাই এনে দিয়েছিল । আপনাদের এমন অপশন থাকলে ট্রাই করে দেখতে পারেন। তাই এই বিষয়ে ভাল বলতে পারছিনা । গরমের সময় ভাল ব্র্যান্ডের শীতের কাপর পাওয়া যায়না সহজে। কিন্তু Artisan এর শো-রুমে স্মার্ট অ্যান্ড ভাল কিছু শীতের কাপড় দেখেছি।

 

Grameen uniqlo–  এদের কালেকশনগুলা এবং কাপরগুলা ভাল ।
জিন্স,গেবাইডিং ,শার্ট ,টি-শার্ট সবই পাবেন । অনেক স্মার্ট এবং দাম অন্য ব্র্যান্ডের থেকে একটু কম।

 

Passport size Photo

২/৩ ধরনের স্টাইলে ছবি তুলে নিয়ে আসতে পারেন কারন জার্মানিতে ছবি তুলতে অনেক টাকা লাগে ।
আর আপনাকে সিটি রেজিস্ট্রেশানের সময় লেটেস্ট ছবি চাইবে। পরবর্তীতে সিটি রেজিস্ট্রেশান করতে গেলে আগের বছরের ছবি নাও নিতে পারে তাই ২/৩ টাইপের ছবি তুলে নিয়ে যাওয়া ভাল।

 

Luggage, hand luggage, backpack

আমি সব প্রেসিডেন্টের শো-রুম থেকে কিনেছি। ওদের ওয়েবসাইট থেকে ওদের শো-রুম দেখে নিতে পারেন। আমি নিউমার্কেট থেকে নিয়েছিলাম।

authorized showroom of president:

 

Earphone

আমি One plus bullet V2 এইটা কিনেছিলাম যদিও অনেক খুজা খুজি করে পেয়েছিলাম।

Towels, RFL small thin box for Medicine
এইগুলা নিউমার্কেট থেকে কিনেছি

Sneakers shoe, Casual shoe, Sandal
আমি বাটা থেকে কিনেছিলাম আর রাইফেলস-ইস্কয়ারে কিছু ভাল Sneakers পাওয়ার যায় দেখতে পারেন।

Wallet , belt
wallet  আড়ং থেকে কিনতে পারেন আবার Apex থেকেও কিনতে পারেন।
বেল্ট আপেক্স আর Artisan এর গুলা ভাল দেখলাম ।

 

Perdrive -2,Portable (optional), Router -1, keyboard,cooler

এইগুলা আইডিবি অথবা মাল্টিপ্লান থেকে কিনতে পারেন।
টিপি-লিংকের  ২ অ্যান্টেনার রাউটার, আর transcend-এর  পেনড্রাইভ ১৬,৩২/৬৪জিবি কিনতে পারেন ।

 

Multi-plug,  3 -2 pin converter -2

ইউরোপিয়ান সুইচগুলা একটু ভিন্নরকম তাই আমাদের একটা মালটিপ্লাগ আর কনভার্টার নেওয়া উচিত ।
ইউরোপিয়ান গুলা ২পিনের সুইচ

 

 

মেডিক্যালঃ

এইটা আবশ্যক নয় কিন্তু কিছু টেস্ট নিজে করিয়ে নিতে পারেন খুব অল্প টাকায় । পিজি হসপিটাল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়), যেটা সাহাবাগে অবস্থিত ওইখানে বিকাল ৩-৪টার দিকে যাবেন একদম ভিড় পাবেন না । সকালে গেলে অনেক ভিড়  হবে।  ওদের আউটডোর আছে ডাক্তার দেখানোর জন্য , টেস্ট করার জন্য । ২টা নতুন সুন্দর বিল্ডিং আছে ওইগুলা আউটডোর। টেস্ট করানোর জন্য ২টার কোন একটা বিল্ডিং এর  ইনফর্মেশন ডেস্ক আছে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি এই টেস্টগুলা কোথায় করাবো , ওরাই বলে দিবে। ওই বিল্ডিংএর একদম আন্ডারগ্রাউন্ডে গিয়ে প্রথমে রিসিট করাবেন তারপর টাকা জমা দিবেন ।তারপর টেস্টগুলা করাবেন ওইখানেই । পরেরদিন আবার বিকালে ৪/৫টার দিকে গিয়ে রিপোর্টগুলা নিয়ে আসবেন।  পরে পরিচিত কোন ডাক্তার বা পিজি হসপিটালেই দুপুর ১২টার দিকে টিকেট কেটে মেডিসিনের কোন ডাক্তারকে রিপোর্টগুলা দেখিয়ে আসতে পারেন। নিচের টেস্টগুলা করাতে পারেন মাত্র ১২০০টাকার মত লাগবে।

 

রান্নাঃ মাংস রান্না আর অবশই সবজি রান্না ভাজি এইগুলা একটু দেখে রাইখেন।

 

 

N:B: অনেক তাড়াহুড়া করে লেখা তাই কিছু ভুল থাকতে পারে ।  সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসা করি ।
আর আমার জন্য দোয়া করবেন 🙂

mm

By Imon Bayazid

Software Systems Engineering RWTH Aachen University Aachen, Germany

Leave a Reply