যে জাতি যত সভ্য, উন্নত, সে জাতি তত বেশি বইপাগল । কোন দেশের জ্ঞানন্বেষা কতটুকু সেটা তার লাইব্রেরীর অবস্থা দেখে বলা যায় । এমন বহু লাইব্রেরী আছে যেগুলোতে বই পড়তে না, শুধু লাইব্রেরী দেখতে হলেও যাওয়া যায় । জার্মানিতে আসার পর বেশ কিছু লাইব্রেরী ঘুরতে আসার সৌভাগ্য হয়েছে এবং বিন্দুমাত্র অতিরঞ্জন না করেও বলতে পারি, প্রতিটা ভার্সিটির সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাটি হল লাইব্রেরী । তাদের লাইব্রেরীগুলো দেখলেই বোঝা যায় তারা জ্ঞান সংগ্রহ এবং একে পাব্লিক লেভেলে আগ্রহ জাগানিয়াভাবে ছড়িয়ে দিতে কতটা আগ্রহী । এই কারণেই তারা এতটা উন্নত!
Post by Rony Ronouk.