আমার সম্পূর্ণ নামের আগে একটা এক্সট্রা দুই অক্ষরের এম. ডি (MD) শব্দ জুড়ে দেয়া আছে ৷ এসএসসির রেজিষ্ট্রেশনের সময় ক্লাশ নাইনে থাকতে জুড়ে দিছিলাম মোহাম্মদ নামের শর্ট ফর্ম হিসেবে ৷ যদিও বাংলাদেশে থাকতে কোন সমস্যা হয়নি, বিদেশে নামের শুরুতে এই এমডি শব্দটা টা নিয়ে চরম ভোগান্তিতে আছি ৷ এটা দিয়ে না হয় কোন অর্থ বোধক শব্দ, উচ্চারন টা এমডি ঐ এমডি ই থাকে যেন ম্যানেজিং ডিরেক্টর ৷ এখানে যে কেউ নাম টা উচ্চারন করতে গেলে নামের উচ্চারনের শুরুতেই ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ৷ সব থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে এরা এমডি বলতে ডক্টর বুঝে ৷ যেমন ডাক্তারের কাছে গেলে যখন আমার টার্ম আসে, কম্পাউন্ডার ডাকে ডক্টর রামান (ডক্টর রহমান) বলে ৷

একবার এক প্রফেসর সবার নাম ডাকতেছিল যখন আমার টার্ম আসলো প্রথমে এমডি টুকু পড়েই বলে বসলো, হাউ ফানি নেম!!! হুয়াটইজ দ্যা মিনিং অফ দিছ? আমি বললাম শর্ট ফর্ম অফ মুহাম্মদ ৷ রিপ্লাই শুনে তিনি পরে অবশ্য লজ্জা পেয়েছিলেন ৷ আসলে ওনার তো কোন দোষ নাই, দোষ টা আমাদের ৷ শুধু আমি নই, বাংলাদেশের অনেক কেই দেখছি, শর্ট ফর্মটা লিখতে, আমার মনে হয় এটা ঠিক না ৷ পাকিস্তান, আরব বা ইন্ডিয়ার মুসলিমদের কখনো এমডি ইউজ করতে দেখিনি তারা সরাসরি মুহাম্মাদই ব্যবহার করে ৷ আসলে আমাদের কমন সেন্স এর বড়ই অভাব ৷

আরো একটা জিনিস হচ্ছে নামের শেষে স্রষ্টার নাম গুলা না থাকাই ভালো ৷ কারন নামের শেষ অংশ টা বলতে ফ্যামিলি নেম বোঝায় ৷ স্রষ্টা তো আর আমার ফ্যামিলি বা বংশধর না ৷ যেমন আমার ক্ষেত্রে হইছে ৷ আমার ফ্যামিলি নেম “মোল্লা” সেই ছোট কালেই কামড়ে খেয়ে ফেলছি, খ্যাত খ্যাত লাগতো বলে ৷ বর্তমানে আমার ফ্যামিলি নাম “রহমান” ৷ কি লজ্জার!!!!!! রহমান স্রষ্টার নাম সে আমার ফ্যামিলি নেম ৷ এমন অদ্ভুত নাম দেশে অনেকের আছে ৷ আমার কাছে মনে হয় এটাও ঠিক না, কেমন যেন উদ্ভট ৷ স্রষ্টার নাম শেষে জুড়ে দেয়া টাও বাঙ্গালী মুসলিম পরিবারের স্টাইল ৷

আরবদের নামের শেষে কখনোই স্রষ্টার নাম দেখা যায়না, বা আমি দেখিনি ৷ ধর্মীয় ইমশোনাল হয়ে আন্দাজে মান্দাজে একটা ধর্মীয় নাম জুড়ে দিলেই হলোনা, নামের পুরা অর্থ টা ঠিক বা সুন্দর হলেও হলোনা, প্রথম অংশ আর শেষ অংশ আলাদা করলে যেন অসাঞ্জস্যপুর্ন না হয় বা উদ্ভট না হয় ৷ শেষ অংশ অবশ্যই বংশের নাম হওয়া উচিত, যেমন মোল্লা, মন্ডল, চৌধুরী, শেখ, ফকির ইত্যাদি ইত্যাদি ৷ যদি বংশের নাম এড়ানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে পিতার নাম জুড়ে দেয়া যায় ৷ যেমন আমার ক্ষেত্রে বলা যেত মাহবুব বিন সরোয়ার আর বড় ভাইয়ের নাম হাফিজ বিন সরোয়ার, অথচ দুজনই মোল্লা ছেটে ভাব মারতে যেয়ে বাঁশ খেয়ে বসে আছি ৷

পরবর্তী প্রযন্মে যেন এমন অসাঞ্জস্যপুর্ন নাম কখনো না হয়, সেদিকে আমাদের এখনি সতর্ক হওয়া উচিত ৷

mm

By Mahbub Manik

Scientific researcher at Hochschule Merseburg and Ph.D. student at Martin Luther University of Halle-Wittenberg, Germany.

12 thoughts on “জার্মানিতে নাম নিয়ে ভোগান্তি”
  1. নামের আগে MD আর নামের শেষে রহমান বা এইধরণের স্রষ্টার নাম কখনো খ্যাত টাইপ হয় না এইগুলা আধুনিক নামের মধ্যেই পরে। আপনার অসুবিধা আর পছন্দের ভার অন্যের উপর না চাপানোই শ্রেয়।
    নামের শেষে ফ্যামিলি নেম এটা উরোপীয়ান বা আমেরিকান ট্রেডিশন , আমাদের ক্ষেত্রে বংশ পদবীটাই নামের শেষে যুক্ত হয়। কখনো কখনো স্রষ্ঠার নাম ও দেয়া যেতে পারে। এতে নামের সৌন্দর্য এবং মাহাত্ম দুটোই বাড়ে। ( কোনো ইসলামী স্কলার্স এর সাথে ডিসকাস করে নেবেন )
    বিঃ দ্রঃ আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম।

  2. ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল সিঙ্গেল নাম এর জন্য কি কোনো সমস্যা হয় যেমন আমার নাম আব্দুল্লাহ এইটা আমার ২nd নাম মানে ফ্যামিলি নাম, আমার কেন ফার্স্ট নাম নাই।
    আসলে আমার নাম আব্দুল্লাহ আল মামুন এস এস সি পরীক্ষার রেজিস্ট্রেশন এর সময় দুঃখ জনক ভাবে আমার আল মামুন টুকু বাদ পরে গেছে।
    এখন আমার সব সার্টিফিকেটে পাসপোর্ট এর নাম শুধুই আব্দুল্লাহ

  3. আপনি মনে হয় লেখার মুল বিষয় টা বুঝতে পারেন নাই ৷

    প্রথম কথা হচ্ছে MD এই শর্ট ফর্ম টা বাদ দিয়ে মোহাম্মদ লেখার কথা বলেছি ৷ কারন MD এর মানে বিভিন্ন রকম হয় বিভিন্ন দেশে ৷ দ্বিতীয় কথা, স্রষ্টার নাম শেষে রাখতে না করেছি, এর মানে এই নয় বাদ দিতে বলেছি, এটা বিব্রতকর হয়ে যায় ৷ যখন কেউ স্রষ্টার নাম নিয়ে আপনাকে ডাকবে, যেমন বললেন নাম আব্দুর রহমান, আপনাকে ডাকবে রহমান বলে ৷ আপনি সব জায়গাতে পরিচিত হবেন রহমান নামেই ৷ তাই বলেছি স্রষ্টার নাম শেষে না রাখা, আপনার বংশ নাম ভালো না লগলে বাবার নাম শেষে লাগাতে পারেন, বা স্থানের নাম ৷ আরব দেশে লক্ষ করবেন কারো নাম সরাসরি আব্দুর রহমান হয়না, এর শেষে বাবার নাম যুক্ত থাকে, বা স্থানের নাম ৷ যেমন আব্দুর রহমান বিন খালিদ, এই নাম হলে আপনাকে খালিদ বলে ডাকবে ৷ বাংলাদেশীদের ক্ষেত্রে সৈয়দ, মন্ডল মোল্লা, তালুকদার ফকির, চৌধুরী জুড়ে দিলে ঐ নামেই পরিচিত হবেন, আব্দুর রহমান অংশ টা সেফ ও জোড়া লেগে থাকবে ৷

  4. আপনাকে আব্দুল্লাহ বলেই মেনশন করবে, যেমন মিঃ আব্দুল্লাহ, সুন্দর নাম ৷ এখানো কোন সমস্যা নেই, সমস্যা হয় আব্দুর রহমান, আব্দুস সাত্তার, এসব নামের বেলাতে ৷ কারন অমন হলে ডাকতো মিঃ রহমান, মিঃ সাত্তার বলে ৷ আপনার নাম টা সুন্দর টেনশনের কিছু নাই ৷

  5. আমার পাসপোর্ট nam hocce Md Naim.
    এটা amar পছন্দ না,bises kore “Md”.
    আমার pochonder নাম হচ্চে Naim Habib. kibabe change korbo জার্মানিতে, mane md out kore ! frist name Naim last name Habib আর করলে কি কুনো সম্যসা হবে আমার সার্টিফিকেট জনিত কুনো সমস্যা nai
    দন্যবাদ

  6. আসসালামু আলাইকুম ভাইয়া।
    পুরো কলামটি পড়ার পর আমার একটা প্রশ্ন ছিল। আমার নাম Istiak Ahmed Sakib এটার জন্য ইন্টারন্যাশনালি কোনো সমস্যা হবে?
    আমার কোনো ফ্যামিলি পদবি বা নাম নেই।

Leave a Reply