ঢাকায় গত ২২শে মে “Higher Study and Scholarship Opportunities Abroad” বিষয়ক সেমিনারটি সকলের জন্য রেজিস্ট্রেশন সাপেক্ষে উন্মুক্ত ছিল। দুঃখজনকভাবে আসন সংখ্যা সীমিত থাকায় অনেকেই যোগ দিতে পারেন নি। ফলে, আপনাদের অনেক অনেক অনুরোধ পেয়েছি আমরা, ঢাকায় আরেকটি সেমিনার করার জন্য! আমাদের সময়,সুযোগ সীমিত। তারপরও আপনাদের কথা চিন্তা করে একটি শেষ সেমিনার আমরা করতে যাচ্ছি!

আমরা আশা করছি সবার অংশগ্রহণে আরো একটি সফল সেমিনার হতে যাচ্ছে এটি। ধন্যবাদ।
____________________________
সেমিনার ইভেন্ট লিংকঃ https://www.facebook.com/events/1504546809831176/
____________________________
বিশেষ দ্রষ্টব্যঃ

১, এই সেমিনারটি সকলের জন্য রেজিস্ট্রেশন সাপেক্ষে উন্মুক্ত।
২, এই সেমিনারটি এই সিরিজের সর্বশেষ সেমিনার যেখানে উপস্থিত থাকবেন মিস তাঞ্জিয়া ইসলাম এবং মিস শাহজাবীন কবির!
____________________________
উচ্চশিক্ষা নিয়ে আমাদের মনে কত প্রশ্ন।

কীভাবে প্রিপারেশন নিব? কোন দেশে যাব?
কী সাবজেক্ট পড়ব? ফান্ডিং? স্কলারশিপ?
আই ই এল টি এস, জি আর ই, টোফেল ইত্যাদি ইত্যাদি।

এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আগামী ১২ জুন বিকাল ৪ টায় শুরু হবে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি বিশেষ সেমিনার। মিস করলে আপনারই লস!
____________________________
✿ Arranged by Bangladeshi Student and Alumni Association in Germany

Website: www.GermanProbashe.com
Facebook: www.facebook.com/groups/BSAAG
(Trusted by 45000+ members)

In collaboration with Dhaka University
____________________________
✿ কারা থাকছেনঃ

★ Speaker 1:

Miss Tanzia Islam

• Doctoral Researcher
• Technical University of Berlin, Germany

★ Speaker 2:

Miss Sahjabin Kabir

• Masters in History and Philosophy of Design
• Harvard Graduate School of Design, USA

They are trying to engage and motivate the young Bangladeshi students toward higher study in abroad. They delivered speeches as the keynote speakers in higher study related seminars at CUET, University of Chittagong, BUET, University of Dhaka, BRAC University, AIUB and many more!
____________________________
✿ কী থাকবেঃ

• বিদেশে পড়াশোনা কেন করবেন, কীভাবে করবেন?
• কীভাবে ঠিক করবেন কোন দেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তা?
• স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে পড়াশোনার সম্ভাবনা!(স্পেশাল ফোকাসঃ ইউরোপ, ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া)
• কীভাবে এপ্লাই করতে হয় এবং কীভাবে স্কলারশিপ খুঁজবেন!
• আই ই এল টি এস এবং জি আর ই নিয়ে প্রাথমিক ধারণা!
• কীভাবে প্রফেসরদের ইমেল করবেনঃ ইমেল করার কলাকৌশল!
• সফলভাবে ভিসা পেতে কী করণীয় তার ব্যাপারে সামগ্রিক আলোচনা!
• বিদেশে পড়াশোনা করার অভিজ্ঞতার গল্প!
• বিদেশে যাওয়ার পর সহায়তার জন্য বাংলাদেশি এ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ তৈরি!
• সবশেষে, সেমিনারে বক্তাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ!

বিশেষ আকর্ষণঃ সেমিনারে অংশগ্রহনকারীদের তথ্যবহুল DVD দেয়া হবে।
____________________________
✿ কখন, কবে, কোথায়ঃ

তারিখ : ১২ জুন, ২০১৫
সময় : বিকাল ৪টা

ভেন্যু : Sirajul Islam Auditorium, Lecture Theatre, University of Dhaka

রেজিষ্ট্রেশন ফি: ১০০ টাকা
আসনসংখ্যা সীমিত: ২০০টি

Did you know?

Bangladeshi Student and Alumni Association in Germany is a non-profit org. Thus the fee will be entirely used to conduct the seminar and for the donation purpose of other social activities.
____________________________
✿ অংশগ্রহণের পদ্ধতি:

You can register by two ways(DBBL/bKash or Spot reg.)

✔✔ DBBL/bKash:

Step 1: Send BDT 100 as registration fee to DBBL Mobile Banking Account No. 016801780389 or bKash No. 01680178038. After that you will get a confirmation SMS with Transaction ID.

Step 2: Send your Name and Transaction ID to the following number: 01680178038.

Seminar registration confirmation: With in 24 hours after registration!

✔✔ Spot registration(Time: 10:00am – 2:00pm):

Curzon Hall, Date: Everyday till 11th June!

Deadline: 11 June, 2015
____________________________
✿ In any case, contact:

Md Asad Khan (01866679066, 01680178038)
____________________________
✿ বিশেষ দ্রষ্টব্যঃ

১, সেমিনারে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
২, এই ইভেন্ট এর Wall এ চাইলে আগে থেকে প্রশ্ন করতে পারেন। প্রশ্নগুলো কালেক্ট করে সেমিনারে উত্তর দেয়ার চেস্টা থাকবে। ধন্যবাদ।
____________________________
সেমিনার ইভেন্ট লিংকঃ https://www.facebook.com/events/1504546809831176/
____________________________

 

By কোঅর্ডিনেটর Admin

শুরু থেকেই আছি GermanProbashe.com সাইটের সাথে, চেষ্টা করছি দেশ থেকে যা পেয়েছি সেটাই আমার মতো করে ফিরিয়ে দিতে অন্যের উপকারের জন্যে

Leave a Reply