একটা ছোট্ট উপদেশঃ- Uni Assist এর FAQ তে আপনাদের ব্যাসিক প্রশ্নগুলোর সকল তথ্য আছে।অনেকেরই পড়তে বিরক্ত লাগে বা লাগতে পারে, কিন্তু আমাদের সাজেশন হবে পড়েন! পড়েন!! পড়েন!!! গত কিছুদিনের পোস্টের র্যাশিও দেখে যা বোঝা গেল ইউনি এসিস্ট এর স্টেপ্সগুলোর বেশ কিছু জিনিস তোমরা বুঝতে পারো না। কিন্তু এজন্য পোস্ট দিয়ে অপেক্ষা করারও মানে নেই।
ধাপগুলো হলঃ
১, আরো সহজে বললে, FAQ ওয়েবপেইজটা খুলুন। Chrome বা Firefox এ।
২, একসাথে, CTRL এবং F প্রেস করুন। এতে ”Search” অপশনটা খুলবে।
৩, টাইপ করুন key word! উদাহরণঃ IELTS, Certificate, GRE ইত্যাদি। এরপর খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্যটি।
ওয়েব লিংকঃ Uni Assist FAQ: https://www.uni-assist.de/en/faqs/
ওয়েব লিংকঃ Uni Assist Application Documents: http://www.uni-assist.de/application-documents.html
৪, যেমনঃ আমি Google Chrome এ সার্চ করেছি এবং খুঁজে পেয়েছি আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরঃ-
ধন্যবাদ।
এরকম আরো কিছু আর্টিকেলঃ
- Uni-assist payment:সহজ বিকল্প হল ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর ভার্চুয়াল ক্রেডিট কার্ড
- আবেদনের মাধ্যম যখন Uni-assist
ফায়ারফক্সঃ
ক্রোমঃ