একটা ছোট্ট উপদেশঃ- Uni Assist এর FAQ তে আপনাদের ব্যাসিক প্রশ্নগুলোর সকল তথ্য আছে।অনেকেরই পড়তে বিরক্ত লাগে বা লাগতে পারে, কিন্তু আমাদের সাজেশন হবে পড়েন! পড়েন!! পড়েন!!! গত কিছুদিনের পোস্টের র‍্যাশিও দেখে যা বোঝা গেল ইউনি এসিস্ট এর স্টেপ্সগুলোর বেশ কিছু জিনিস তোমরা বুঝতে পারো না। কিন্তু এজন্য পোস্ট দিয়ে অপেক্ষা করারও মানে নেই।

যেমনঃ ১, ইউনি এসিস্ট দিয়ে এপ্লাই করব কিনা? ২, ডেডলাইন কবে? ৩, ল্যাঙ্গুয়েজ স্কিল কী লাগবে? ৪, একই ইউনিভার্সিটির একাধিক কোর্সে এপ্লাই করা যাবে কিনা? ৫, আবার ডকুমেন্ট দিতে হলে ৫, ডকুমেন্ট কিভাবে সাজাবো? ৬, কত সেট লাগে? ৭, নোটারি ৮, ডকুমেন্ট আপ্লোড করতে না পারলে করনীয় ৯, ফিস কিভাবে দিব ১০, একাধিক ইউনিভার্সিটির ডকুমেন্টস শুধুমাত্র এক কপি, একসাথে এক খামে পাঠাবো কিনা? ইত্যাদি ইত্যাদি।

ধাপগুলো হলঃ

১, আরো সহজে বললে, FAQ ওয়েবপেইজটা খুলুন। Chrome বা Firefox এ।
২, একসাথে, CTRL এবং F প্রেস করুন। এতে ”Search” অপশনটা খুলবে।
৩, টাইপ করুন key word! উদাহরণঃ IELTS, Certificate, GRE ইত্যাদি। এরপর খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্যটি।

ওয়েব লিংকঃ Uni Assist FAQ: https://www.uni-assist.de/en/faqs/
ওয়েব লিংকঃ Uni Assist Application Documentshttp://www.uni-assist.de/application-documents.html

৪, যেমনঃ আমি Google Chrome এ সার্চ করেছি এবং খুঁজে পেয়েছি আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরঃ-

ধন্যবাদ।


এরকম আরো কিছু আর্টিকেলঃ


ফায়ারফক্সঃ

ক্রোমঃ

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

Leave a Reply