নতুন সমাজ, নতুন পরিস্থিতির সাথে আস্তে আস্তে নিজেদের খাপ খাইয়ে নিতে শিখে যায় প্রায় সবাই। তবে পুরোনো থেকে নতুনে পা-রাখার এ যাত্রাকালে জানতে বা অজান্তে বহুবার শিকার হতে হয় কালচারাল শকের। আমাদের অভিজ্ঞতার ঝুলিতে জমা এরকমই কিছু টক মিস্টি সাংস্কৃতিক অভিঘাতের গল্প নিয়ে এবারের ‘জার্মান প্রবাসে’।

ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুনঃ http://goo.gl/myvMlM (৭.৭ মেগাবাইট)

এবারের ম্যাগাজিনে রয়েছে-

জাহিদ কবীর হিমন, মৃদুল রায়, রাশেদ সেলিম, শাহ্‌ ওয়ায়েজ এবং তৌসিফ সাজ্জাদের এর লেখায় থাকল বিদেশে দৈনন্দিন জীবনে পাওয়া মজার কালচারাল শকের গল্প।

সাম্প্রতিক এক ইউরোপিয়ান বিয়ে ঘুরে আসা অভিজ্ঞতার বিবরন রইল তানজিয়া ইসলামের রোলিংস্টোন সিরিজের এবারের লেখাটিতে।

শক এর কালচার, কালচার এর শক লেখায় রশিদুল হাসান জানাচ্ছেন তাঁর ভিন্নধর্মী তিক্ত কালচারাল শকের গল্প।

মনকাড়া কিছু ছবির সাথে সাথে অপূর্ব লেখনীতে ছবির গল্প হিসেবে থাকল মোহাম্মদ রাইসুল ইসলামের সকাল লেখাটি।

সাফওয়াত আবেদীন তাঁর নিজস্ব অনুভবে অন্যরকম আমস্টারডামের গল্প শুনিয়েছেন ভ্রমন কাহিনী ওলন্দাজদের শহরে লেখার প্রথম পর্বে।

আর সাথে কুইজ তো রইলই।

এছাড়া ফাহাদ হোসেন, জয়ন্ত দে, শরিফুল ইসলাম এবং দেবরাজ করের তোলা অসাধারণ কিছু ছবি নিয়ে থাকল “ছবিমেলা”। আর থাকল মুশফিকুল ইসলামের অঙ্কনে একটি কার্টুন।

ডাউনলোডঃ http://goo.gl/myvMlM (৭.৭ মেগাবাইট)

————————————————————
চাইলে আপনিও লেখা/ছবি পাঠাতে পারেন, পরবর্তী সংখ্যার থিমঃ “বিশ্ব শিক্ষক দিবস আর জার্মান প্রবাসে”।

লেখা/ছবি পাঠানঃ [email protected]
অথবা পেজের ইনবক্সে পাঠানঃ www.facebook.com/pages/জার্মান-প্রবাসে/212610425614429

ছবির জন্য, বিস্তারিতঃ http://goo.gl/90IVlk
লেখার জন্য, বিস্তারিতঃ http://goo.gl/faytEy
—————————————————–
জার্মান প্রবাসে আড্ডা দিতে যোগ দিন আমাদের ফেসবুক ফোরামে, গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/BSAAG (৩৩,০০০+ মেম্বার্স)
—————————————————–

 

10628473_276293309246140_32243268261950144_n

ডাউনলোডঃ http://goo.gl/myvMlM (৭.৭ মেগাবাইট)

By কোঅর্ডিনেটর Admin

শুরু থেকেই আছি GermanProbashe.com সাইটের সাথে, চেষ্টা করছি দেশ থেকে যা পেয়েছি সেটাই আমার মতো করে ফিরিয়ে দিতে অন্যের উপকারের জন্যে

Leave a Reply