অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিলাম।
প্রায় সবগুলোতে একটা কমন মন্তব্য ছিল,”আপনার শিক্ষাগত যোগ্যতার ধারাটা বেশ মজার। ব্যাচেলর এ ইন্ডাস্ট্রিয়াল বা প্রডাকশন ইঞ্জিনিয়ারিং, মাস্টার্সে বায়োনিক্স, থিসিস ও ইউনিতে জব করেছেন মেকাট্রনিক্সে, ইন্টারভিউ দিতে এসেছেন ৩০% মেকাট্রনিক্স ও ৭০ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জবে। কিভাবে পারো ম্যান!”

আমার যুক্তি আগে থেকেই তৈরি ছিল, তবে তারা বোধহয় পুরোপুরি একমত হন নাই।

সেজন্য বলছি, মাস্টার্সের কোর্স নিদেনপক্ষে থিসিসের সাথে ব্যাচেলর ডিগ্রীর একটা সরাসরি সম্পর্ক থাকা দরকার। নইলে কোম্পানিতে হবু নিয়োগকর্তাকে রাজি করানো আসলেই কঠিন হবে। আবার অনেকেই ট্রেক পরিবর্তন করেও সফল হয়, তবে তারা আমার চেয়ে অনেক মেধাবী সেটা মানতে আমার আপত্তি নেই।

mm

By Shariat Rahman

আমি বর্তমানে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্সে সায়েন্টিফিক এসিস্ট্যান্ট (Wissenschaftlicher Mitarbeiter) হিসেবে কাজ করছি। ২০০৯ সালে বুয়েট থেকে আইপিইতে ব্যাচেলর আর ২০১২ সালে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্স থেকে বায়োনিক্সে মাস্টার্স সম্পন্ন করি। অবসর সময়ে সোস্যাল মিডিয়া, আড্ডাবাজি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি।

Leave a Reply