বরুশিয়া ডর্টমুন্ড। জার্মানির একটি ফুটবল ক্লাব। তার চেয়ে বেশি আশ্চর্যজনক তাদের ফ্যানরা। জার্মান জাতীয় লিগে (বুন্ডেসলীগা) তাদের অবস্থান গত ম্যাচের আগে ছিল ১৮ তম। অর্থাৎ তলানিতে। কিন্তু তাদের ফ্যানদের ভালবাসা ছিল দেখার মত। নিজেদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে গতকালের ম্যাচে তারা হারালো পয়েন্ট তালিকায় ৩য় স্থানে থাকা গ্লাডবাখকে।

ক্ল্যাবটির হয়ত অঢেল টাকা(মতান্তরে ডয়েচে মার্ক! বা ইউরো) নেই। কিন্তু আছেন অনন্যসাধারণ কোচ হের ক্লুপ! আছে হৃদয় উজাড় করে খেলা জার্মানির বর্তমান জাতীয় দলের সেরা (অনেকের মতে) প্লেয়ার মার্কো রয়েস। এই রয়েসকেই গত সিজনে টাকার বস্তা নিয়ে কিনে নিতে চেয়েছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু তা হয় নি।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাদের ফ্যানরা। এত কিছুর পরও এই ম্যাচে তাদের ফ্যানদের এরকম সরব উপস্থিতি অনেকটা বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আমাদের অকৃত্রিম ভালবাসার কথাই মনে করিয়ে দেয়!

বরুশিয়া ডর্টমুন্ড forEVER! 🙂

Dortmund

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

Leave a Reply