অনেকেই জানেন হয়তো, আবার অনেকেই হয়তো জানেন না। নিচে ডিডাব্লিউ একাডেমী এর একটি লিঙ্ক দিলাম। এখানে গিয়ে জার্মান ভাষা শিখতে পারেন বাংলা ভাষার মাধ্যমে। এই কথাটি যদিও হাজারবার শুনেছেন, তবুও বলি, জার্মানিতে আসতে চাইলে জার্মান ভাষা শেখার কোনো বিকল্প নাই।

প্রতিদিন একটি করে অডিও লেসন শুনতে পারেন। বেশি না, ১০ থেকে ২০ মিনিট। বাসের জ্যামে বসে থাকার সময়ে গানের বদলে শুনলেই হবে। আর ২০ মিনিট সময় দেবেন টিউটোরিয়াল সলভ করতে। এই মাত্র ৪০/৪৫ মিনিট প্রতিদিন দিলেই দেখবেন অনেক দূর এগিয়ে গেছেন।

এখান থেকে সিরিজ ১ থেকে শুরু করুন,

(ডান দিকে ক্লিক করে)

এবারে, ‘পাঠ ০১ – এটি একটি গান’ বেছে নিন।

অডিও ডাউনলোড করে নিন, বা ইন্টারনেট কানেকশন সবসময় থাকলে অনলাইনেই শুনুন,
“Deutsch – warum nicht? সিরিজ ১, পাঠ ০১ (এমপি3)” এখানে ক্লিক করে।

আর বাড়ির কাজ গুলো সমাধান করুন এই পিডিএফ থেকে,
“এই পাঠ ডাউনলোড করতে পারেন (পিডিএফ) ” এখানে ক্লিক করে।

ওখানে আরো একটি কোর্স আছে বাংলা ভাষায়, চাইলে সেটিও ফলো করতে পারেন, আপনার যেটি ভালো মনে হয়,

আপনার সফলতায় অগ্রিম অভিনন্দন। ভালো থাকবেন।

Leave a Reply