ব্লক অ্যাকাউন্ট জটিলতার কারনে ৫২ দিনে ভিসা পেলাম।
মানি ট্রান্সফার: ০৯/০৩/২০১৭
ব্লক অ্যাকাউন্ট মানি রিসিভ কনফার্মেশন: ১০/০৩/২০১৭
ভিসা ইন্টারভিউ: ০২/০৩/২০১৭
ভিসা ইস্যুর তারিখ: ২৩/০৪/২০১৭

ইন্টারভিউ

এমব্যাসিতে যাওয়ার পর একটা লিস্ট দিবে, ওই লিস্ট ফলো করে সব ডকুমেন্ট সাজাতে হবে। এর পর জমা দিয়ে অপেক্ষা করতে হবে, এর পর ৩ টা কউন্তারের যে কোন ১ টাতে ডাকবে। কাউন্তারে যাওয়ার পরে আমার কাছ থেকে আঙ্গুল এর ছাপ নেয়া হয়। এর পর প্রশ্ন করা শুরু করে।

VO : When did you completed your HSC?
ME : I completed my HSC in 2007.

VO : From which university you completed your Bachelor?
ME : Rajshahi University.

VO : What was the subject?
ME : Computer Science and Engineering.

VO : What do you do now?
ME : I work in a software firm.

VO : What is the name of the company?
ME : answered.

VO : What do you do their?
ME : Develop android mobile applications.

VO : What language do you use for your development?
ME : mostly java, sometimes C++.

VO : In which university you are going?
ME : TU Chemnitz

VO : What is the name of your course?
ME : Automotive Software Engineering.

VO : How many semester?
ME : 4 semester.

VO : Do you manage any accommodation in Germany?
ME : yes, in a dormitory.

My Profile
B. Sc. : Rajshahi University
Subject : Computer Science and Engineering
CGPA : 3.25
IELTS : 6 (Listening: 6, Reading: 5.5, Writing: 6, Speaking: 6)
Job experience: Three and half year.

ব্লক অ্যাকাউন্ট জটিলতা

সবকিছু শেষ হউয়ার পরে নিশ্চিন্তে বসে ছিলাম ভিসার আশায় কিন্তু শেষ হয়েও হইল না শেষ। ইন্টারভিউ দেওয়ার পর ৪০দিন পার হয়ে গেলো ভিসার কোন খবর নাই। এর পর এমব্যাসিতে ফোন করলাম ওরা বলে ফোনে কোন কিছু বলা যাবে না ইমেইল করতে হবে। ইমেইল করার ২দিন পর এমব্যাসি ফোন করে জানালো তারা নাকি আমার ব্লক অ্যাকাউন্ট এর কনফার্মেশন পায় নাই। পড়লাম মহা বিপদে, মাথা ঠাণ্ডা করে ব্যাংক এ ফোনে দিলাম ওরা বলে ফোনে কোন হেল্প করতে পারবে না, ব্লক অ্যাকাউন্ট এর কন্টাক্ট ফর্ম এর দারা যোগাযোগ করতে হবে এবং ১-২ সপ্তাহ লাগবে রিপ্লায় দিতে, আমার তো পুরা মাথা ভন-ভন করতেসে, বলে কি এরা। এর পর ব্যাংক এর facebook পেজ এ পোস্ট দিলাম, জার্মান প্রবাসে পোস্ট দিলাম কিন্তু কিছু করার নেই আগের সব নিয়ম পরিবর্তন। কি আর করা কন্টাক্ট ফর্ম পূরণ করলাম। ৭দিন পর এমব্যাসিতে ইমেইল দিলাম ২দিন পর তারা জানালো ব্যাংক ব্লক অ্যাকাউন্ট কনফার্ম করেছে। বড় বাঁচা বেচে গেলাম।

mm

By Ashik Das

Hi, I am Ashik Das from Chittagong, completed my bachelor from Rajshahi University in 2013 from Computer Science and Engineering Department, after that, I became a Software Engineer. Now, I plan to study in Germany and got the offer letter from TU Chemnitz in Automotive Software Engineering.

4 thoughts on “ভিসা ইন্টারভিউ এবং ব্লক অ্যাকাউন্ট জটিলতা – সামার সেমিস্টার ২০১৭”
  1. Hello,
    I am facing a problem regarding my block account application. In my passport , the holding number of my house is 787/788. But, I can’t write this house number because of the lack of space. In this article, it’s written that, the address in the passport must match with the address in the block account. It would be a great help if somebody can give me a suggestion. Tia

  2. Ami 22.08.2017 tarikh e visa interview dilam but amar block account e balance transfer er confirmation asche 24.08.2017. Akhn ki just oi document ta print kore embassy te joma dilei hobe? R kichu ki joma dite hobe? Envelop er upor ki likhbo?

    1. is your problem solved? i am facing the same problem… if its solved then can you help me out?
      1. what to write in the envelop?
      2. How can i be sure that they have received my missing documents?
      thanks in advance 🙂

Leave a Reply