কুষ্টিয়াতে জার্মান প্রবাসে এবং স্টুডেন্ট এসোসিয়েশন অফ ICE এর যৌথ উদ্যোগে হতে যাচ্ছে উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং MOOC নিয়ে বিশেষ সেমিনার। আপনাদের সাদর আমন্ত্রণ রইল।
কখন, কবে কোথায়?
তারিখ : ১৪ জানুয়ারী ২০১৬, বৃহস্পতিবার
সময় : সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্থান : সাইন্স ফ্যাকাল্টি হল, ইসলামী বিশ্ববিদ্যালয় ,কুষ্টিয়া
রেজিষ্ট্রেশন ফী: ১০০ টাকা (আসনসংখ্যা সীমিত)
অংশগ্রহণের পদ্ধতি
পদ্ধতি ১ – বিকাশ
সেমিনারটি কেবলমাত্র যারা রেজিস্ট্রেশন সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত।
বিকাশ নম্বর : 01710722722
প্রথমে বিকাশ নম্বরে ১০০টাকা পাঠিয়ে দিন ।
এরপর আপনার নাম, বিকাশের ট্রানজেকশন আইডি / যে নম্বর থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটি নিচের নাম্বারে এসএমএস করে দিন।
২৪ থেকে ৪৮ ঘন্টার মাঝে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে।
পদ্ধতি ২ – অন-স্পট
যারা বিকাশে রেজিস্ট্রেশন করতে পারবেন না, তারা 01710722722 এই নম্বরে ফোন করে অন-স্পট রেজিস্ট্রেশনের জন্য বলতে পারেন। তবে আসন সংখ্যা সীমিত। তাই এই পদ্ধতি একদম অপারগ হলেই ব্যবহার করতে বলা হল।
প্রশ্ন? তাহলে যোগাযোগ করুনঃ
মোঃ জুলফিকার আলম হৃদয়
01710722722
আয়োজনে, জার্মান প্রবাসে এবং ইসলামি ইউনিভার্সিটি, কুষ্টিয়া
[…] (১৪.০১.২০১৬): in webpage and event […]