জার্মানিতে এসেছি মাত্র এক মাস। ঢাকাতে আমার অনেক পরিচয়ের মধ্যে একটা ছিল প্রফেশনাল ফটোগ্রাফার। এখানে এসে ল্যান্ডস্কেপ আর সিটিস্কেপ ছাড়া আর কিছু তুলতে সাহস পাচ্ছি না। মানুষজনের ছবি তুলতে অনুমতি নেয়া উচিত, অস্বস্তি লাগে রাস্তাঘাটে ছবি তুলতে। আমি ছোট্ট একটা শহর Kothen(Anhalt) এ আছি এখন। আমার টারগেট যে শহরেই যাই সেই শহরের একটা ফটো এলবাম বানানো। এই ছবিগুলো অবশ্য স্টক ফটো হিসেবে সেল করার পরিকল্পনাও আছে। আপনাদের সাথে এলবামগুলো শেয়ার করতে চাই। এই গ্রুপের থেকে অনেক সাহায্য পেয়েছি। এই গ্রুপের ওয়েবে বা ভাইয়া আপুরা চাইলে আমার ছবি নিতে পারেন, অনেক খুশি হব। আপাতত কোথেনের এলবামটা শেয়ার করলাম। মতামত জানালে খুশি হব।

পরিচয়: The Photobook of Sadat Hasan
ছবি সংখ্যা: 25

mm

By Sadat Hasan

Studies at Hochschule Anhalt. Lives in Köthen. From Dhaka, Bangladesh.

Leave a Reply