বাবার ইচ্ছা ইউএসএ অথবা ইউকে যাবো পড়তে। আমারও তেমন মানা ছিল না। হঠাৎ করে বিসাগের দেখা পেলাম। গ্রুপে অ্যাড হলাম। ফাইল পড়ে, বড় ভাইয়া আপুদের সাহায্য করার অফুরন্ত ইচ্ছা দেখে সিদ্ধান্ত নিলাম জার্মানি যাবো। অবশ্য আরও একটা সিক্রেট আছে ।

Cell-banner

ফার্মাসি/ফার্মেসি(Pharmacy) স্টুডেন্টরা বেশিরভাগ সময়ই কোর্স খুঁজে পায় না। আবার অনেকে সরাসরি এম. ফার্ম এ পড়তে যেতে চায়। কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এম. ফার্মে পড়তে পারে না। এর জন্য একটা স্টেট পরীক্ষা দিতে হয় আর এটা শুধু জার্মানরাই দিতে পারবে।  যাই হোক, তাহলে কোর্স কিভাবে সিলেক্ট করতে হবে? সামার এ খুব একটা সুযোগ না থাকলেও উইন্টারে অনেক সাবজেক্ট আছে। ফার্মেসি(Pharmacy) স্টুডেন্টরা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার মেডিসিন, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োটেকনোলজি, নিউরোসাইন্স, বায়োলজি, মলিকুলার বায়লজি বিভিন্ন বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারে। আমি যতটুকু দেখেছি বেশ বড় ডাটাবেজ ডিএএডি এর (https://www.daad.de/deutschland/studienangebote/international-programs/en/)

এখানে ন্যাচারাল সাইন্স অপশন সিলেক্ট করতে হবে। আমি অনেকগুলো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছিলাম, এর মাঝে একটা বাদে সব ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন এসেছে। ইউনিভার্সিটিগুলো হলোঃ

এছারাও আরও কিছু ভালো ইউনিভার্সিটি আছেঃ

  • RUHR-UNIVERSITY BOCHUM– Msc. Biochemistry
  • Friedrich-Alexander-Universität Erlangen-Nürnberg- MSc. Molecular Science

আরও আছে একটু খুঁজে দেখলেই হবে। প্রথমে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ভালো করে তাদের রিকয়ারমেন্টস পড়ে দেখেছি। যেগুলো ম্যাচ করেছে সেইসব ইউনিভার্সিটি এ প্রথমে অনলাইনে ফর্ম ফিলাপ করে তারপর পেপারস সেন্ড করেছি। উল্লেখ্য সব ইউনিভার্সিটি পেপারস সেন্ড করতে বলেনি। অ্যাডমিশন হওয়ার পরে সেন্ড করতে বলেছিল। ইউনিভার্সিটি এর সিলেকশন প্রসেস যার যার আলাদা। কিন্তু সব ইউনিভার্সিটিই সিজিপিএ, ব্যাচেলর কোর্স প্রোগ্রাম আর মোটিভেশন লেটার এর উপর অনেক প্রাধান্য দেয়। মেইনলি এই তিনটা দিকেই তারা বেশি খেয়াল করে। প্রতিটা সাবজেক্ট এর মোটিভেশন লেটার ভিন্ন এবং ইউনিক হলে ভালো হয়।

এক্সট্রা কোয়ালিফিকেশন, যদি কোন সাইন্টিফিক পাবলিকেশন থাকে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। প্র্যাক্টিক্যাল কাজের অভিজ্ঞতা থাকলে সেটাও উল্লেখ করা ভালো। যেহেতু এটা প্র্যাক্টিক্যাল অ্যান্ড রিসার্চ সেক্টর তাই এগুলোর প্রাধান্য খুব বেশি।

অ্যাপ্লাই করার এক থেকে দুই মাসের মাঝে আমার সব ইউনিভার্সিটি এর রেজাল্ট চলে আসে।

আর একটা কথা, আমি যখন গ্রুপে পোস্ট করা শুরু করি তখন থেকে ইনবক্স এ অনেক ডাক্তাররা(Doctor) আমাকে প্রশ্ন করেন, ফার্মেসি(Pharmacy) থেকে আমি কিভাবে নিউরোসাইন্স এ অ্যাডমিশন পেলাম? ফার্মেসি থেকে কি নিউরোসাইন্স এ পড়া যায়? জ্বি যায়, আমি অ্যাডমিশন পেয়েছি, আমার জানামতে আরও একজন ভাইয়া এই উইন্টারেই অ্যাডমিশন পেয়েছেন।উনিও ফার্মেসি থেকেই। তারমানে অ্যাডমিশন পাওয়া যায়।

তাহলে, যারা ফার্মেসি থেকে মাস্টার্স করতে চান তাঁরা এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন সাথে আরও অনেক ইউনিভার্সিটি আছে, ডিএএডি থেকে দেখে নেবেন। সিজিপিএ আর মোটিভেশন লেটারটা ভালো হলেই আশা করি সবাই অ্যাডমিশন পাবেন ইনশা’আল্লাহ!

বি়. দ্র. লেখাটা পুরোপুরি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা।

18 thoughts on “ফার্মেসি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি, কোর্স এবং অ্যাপ্লিকেশন প্রসেস”
  1. I have a cGPA of 3.63. Is it sufficient to apply in Neuroscience? With this cGPA can I hope to get a good course to do my M.pharm?

    I have researched a little bit about Australia/Newzealand region. They offer pgd (post graduate diploma) duration one year than post graduation two years. So what do you think about it?

    1. About your CGPA, we think that it is good enough.
      About Aus/NZ, I think you need to research a bit more.

      We also would like to add that to get a good career in Germany, you have to learn German in the long run. (The courses can be in Eng.)

      Thanks.

  2. amr cgpa 3.58 ase now..aro 3 ta semister baki.. asha kori cgpa 3.6 thakbe sesh porjonto asa university bangladesh a porsi (private). ami ki apply krte parbo neuroscience a? ar apply krte parle seta confirm hower possibility koto?

  3. Comment *Assalamu alaikum brother. I am a student of ASA university, Bangladesh. studying B.pharm. I am just fresher here. ASAUB is not a leading private university in Bangladesh. here 80% marks stand for cgpa 4. I wish I keep remain my cgpa at least 3.9. I have a dream to study aboard. But no one remains to guiding me. and am also weak in English. Can I look the dream to study aboard?
    If I can please tell me what I Have to do?
    and please, please, give me your email address or FB page or ID!! please bro……

  4. Good afternoon Sir,
    I have completed my BSc in Biochemistry from National University, Bangladesh. My result is 2nd class (56% marks), can I apply for MSC programme in Biochemistry in Germany? Any scholarship will available for me?

    1. Check DAAD.de for courses and Scholarship. Generally, you do not need to pay tuition fees, but a Semester Fee of 250 Euro may apply for Bus Tickets and other Social Benefits.

Leave a Reply to Shuvro Cancel reply