Tareq Chowdhury

অভিজ্ঞতা শেয়ার করছি।
জার্মান এম্বাসি থেকে এটেস্ট….

যা যা লাগবে
১. প্রথমে ই আপনাকে জার্মান এম্বাসি পেজ থেকে এটেস্টেশন ফর্ম ডাউনলোড করে ফিল আপ করতে হবে। নিচে লিনক দিয়ে দিলাম… (যে কোন ৫ টি ভার্সিটি সিলেক্ট করা যাবে। ওয়েব সাইট এর জায়গায় ঐ ৫ টি ভার্সিটির লিনক দিতে হবে যেখানে ডকুমেন্ট গুলি এটেস্ট এর কথা বলা আছে। ফর্ম টি কম্পিউটার দিয়ে ফিল আপ করে প্রিন্ট করে নিতে হবে।)

https://dhaka.diplo.de/bd-en/service/-/1900476…

২. ৫ টি ভার্সিটির যেখানে ডকুমেন্ট গুলি এটেস্ট এর কথা বলা আছে ওই পেজ গুলো প্রিন্ট করে নিতে হবে।

৩. যে ডকুমেন্টস এটেস্ট করতে হয়…. ( ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলর মার্কসিট, এইচ এস সি সার্টিফিকেট, এইচ এস সি মার্কসিট, এস এস সি সার্টিফিকেট, এস এস সি মার্কসিট)
মোট ৭ টি।

৪. এই ৭ টি ডকুমেন্ট এর ৫ সেট করে ফটোকপি করে আলাদাভাবে পিন করে নিতে হবে। (সর্বোচ্চ ৫ সেট)

৫. পাসপোর্ট এবং পাসপোর্ট ফটোকপি।

সাবমিশন ডেট – ১১/০২
রিসিভড – ২৪/০২

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

8 thoughts on “জার্মান এমব্যাসি থেকে সত্যায়িত করা”
  1. You mentioned 6 papers
    Bachelor certificate+marksheet
    Hsc certificate+marksheet
    Ssc certificate+ marksheet
    But overall you said 7 and you filled 7 in your application form also.what about the other paper?

  2. ভিসা এক্সটেনশন করতে কত দিন লাগে জার্মানি তে আমি যে শহরে যাবো সেখানে কি ভিসার মেয়াদ বাড়াতে হবে নাকি অন্য কোথাও সম্ভব করা? ভিসার মেয়াদ বাড়ানোর আগে কি পার্টটাইম জব করা যাবে?

  3. ১.সাত সেট ফটোকপির সাথে মূল সনদ ও মার্কসিট জমা দিতে হয়?
    ২.এটেস্টেসন ফি বিষয়ে জানালা উপকৃত হতাম।
    ধন্যবাদ

Leave a Reply to Safiqul Cancel reply