ভিসা ইন্টারভিউ এক্সপেরিয়েন্স

আসলে অনেক খুশি ছিলাম যে ভিসা ইন্টারভিউ দিয়ে ফেলব। আমার ইন্টারভিউ সকাল ৯.৩০ এ ৮ তারিখ ।অনেক সকালে ঘুম ভাংল ।আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম কারন আমি অনেক আগেই অফার পেয়েছিলাম ।আমি উত্তরা থাকি তাই উত্তরা থেকে গুলশান বেশি দূর না তারপর ও ৮ টায় বের হয়ে গেলাম । এক ঘন্টার বেশি লেগে গেল এম্বাসির সামনে জেতে জেতে। গিয়ে দেখি ওখানে পোর্ট এর এক গ্রুপ এম্বাসী ফেইস করার জন্য অপেক্ষা করসে ।ওরা জারমানীর হামবুগ পোর্ট এ যাবে ।ওদের গভমেন্টের পাসপোর্ট/কুটা ধারি ছিল তাই আমি ১০ টা পর্যন্ত গেট এর বাহিরে থাকলাম।যাই হউক ১০ টার দিকে পাসপোর্ট জমা নিল তারপর কিছু সময় পর ভেতরে ডাকল।অনেক ভাল লাগলো কারন এম্বাসির ভেতরে ত আসতে পারলাম।

এম্বাসীর ভেতরে ডুকতে না ডুকতেই সুরু হল চেকিং।তারপর আমাকে বলল ভেতরে যেতে।ভেতরে গিয়ে দেখি রুম একদম ফিলাপ পোর্ট এর লোক দিয়ে। ওদের প্রায়ওরিটি বেশি কারন অরা গভমেন্টের কোটা ধারি । আমি ভাবলাম আজকে দুপুর এর আগে বের হতে পারব না। আমার বন্দুকে নিয়ে গিয়েসিলাম সাথে অনেক গরম ছিল বাহিরে কিন্ত ও অপেক্ষা করসিল আমার জন্য । ধন্যবাদ দুস্ত সেলিম সরকার। আমার সব ডকুমেন্টস রেডি ছিল তাই সাথে সাথে এ জমা দিলাম ভিতরে অ্যান্ড অপেক্ষা করতে লাগলাম। তখন একটা মজার ঘটনা ঘটল। একজন ভদ্র মহিলা ইন্টারভিউ দিতে আসল তার সাতে একটা ১/২ ইয়ার এর বাচ্চা ছিল। ও অনেক দুস্ট ছিল ও দরজা বন্ধ করে দিয়েছিল ৬ নামবার কাউন্টার এর।ওই দরজা খুলতে চীফ সিকিউরিটি অফিসার কে আসতে হয়েছিল ।ঘটনা টা অনেক মজার ছিল।সবাই অনেক মজা পাচ্ছিল।যাই হউক আমরা ৪ জন ছাত্র ছিলাম তার মাঝে আমি ছিলাম সবার শেষ।২ ঘন্টা অপেক্ষার পর আমার সিরিয়াল আসল। একটু ভয় পাচ্ছিলাম কিন্ত ইন্টারভিউ ত দিতেই হবে।

 

 

 

 

Counter 5:

A handsome young man 😄

VO: So Kamrul Hasan
Me: yes sir.
VO: where did you complete your bachelor and which subject?
Me: Answered.
VO: what is Mechanical Engineering?
Me: Answered.
VO: which university you are going and which subject?
Me: Answered.
VO: what is Production system?
Me:Answered.
VO: how many universities have you applied?
Me: Answered
VO: tell me the name.
Me: told
VO: where are you going to stay in Germany?
Me: I have applied for student dorm but I didn’t get confirmation yet that’s why I booked a hotel for 5 days.
VO: what will be the distance form your university?
Me: 2 km. 6 min by bus.
VO:ok . Give me 7200 bdt and put your finger on this.( sobai vangti niye jaben okhane vangti de na.)
Me :did.
VO: write I have received my passport and date and sign here.
Me: did.
VO: ok thanks.have a nice day
Me: thank you sir.
I was really afraid and thinking that what will be ask by VO. But nothing happened. Everyone should try to handle easily. Good luck for all.

Keep me in prayer too.

Md Kamrul Hasan

Intended university: RWTH Aachen University

Intended course: MSc in production systems Engineering

ভিসা – VISA INTERVIEW (Schengen visa for conference purpose)

আমার স্বপ্নের জার্মান কাহিনী।

mm

By Kamrul Hasan

I am kamrul, Studying Production Systems Engineering in RWTH Aachen University at Aachen

2 thoughts on “ভিসা ইন্টারভিউ: Visa interview Experience: Winter 2018/19”

Leave a Reply to MD RYSHUR RAHMAN TURIN Cancel reply