জার্মানিতে ব্যাচেলর করা অনেক বড় একটা চ্যালেঞ্জ। জার্মানির স্টুডেন্টরাই ব্যাচেলর শেষ করতে হিমশিম খেয়ে যায় সে হিসেবে অন্য একটা দেশ থেকে এসে ,ভিন্ন কালচারের সাথে খাপ খাইয়ে, একা একা নিজের খরচ চালিয়ে, জার্মান ভাষায় পড়াশুনা করে সফলতার সাথে পাশ করা অনেক কঠিন হয়ে পরে। সে কারনেই এই গ্রুপের ভাইয়া আপুরা সবসময় ব্যাচেলর এর জন্যে আসাকে নিরুৎসাহিত করে কেননা তারা বাস্তবতা দেখেছেন এবং কখনই চায় না যে তার নিজের দেশের কেউ সে কষ্টের মধ্যে দিয়ে যাক।

আজকের লিখা তাদের জন্যে যাদের হয়ত জার্মানিতে খুব আপন কেউ আছে , থাকা খাওয়া, চলাফেরার কোন চিন্তা করতে হবে না ,প্রতি পদে হেল্প করার কেউ আছে এবং লেখাপড়ায় সাথে সাথে অন্য সব বিষয়ে পারদর্শী।

বাংলাদেশে এইচএসসির পর জার্মানির ভার্সিটিতে সরাসরি ভর্তি হওয়া যায় না কারন জার্মানিতে সাধারনত ১৩ বছর স্কুলের পর ভার্সিটিতে যায় যেটা বাংলাদেশে ১২ বছর। তাই জার্মানির কোন ভার্সিটিতে পরতে হলে দুইটি পথ আছে

  1. দুই সেমিস্টার ( দুই বছর নয়) সফলতার সাথে বাংলাদেশের কোন ভার্সিটিতে পরা, সাথে DSH  সার্টিফিকেট যদি জার্মান লাঙ্গুয়েজ এ পরতে চান। ANABIN(link) এর তথ্য অনুযায়।  এখানে আপনাকে দুই সেমিস্টার এর ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে। যেহেতু আমি স্টুডেন্টকলেগ করতে আসছি তাই এই উপায়টা সম্পর্কে আমি বিস্তারিত জানিনা।যদি DSH না থাকে্‌ , হয়ত আপনি যদি ২ সেমেস্টার এর ট্রান্সক্রিপ্ট এবং b1 certificate  দিতে পারেন তবে  DSH preparation course(DSH vorberatung kurs) এ কন্ডিশনাল এডমিশন পেতে পারেন। সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট হিসেবে সব সুবিধাই পাবেন এবং DSH পাস করে আপনার সাবজেক্ট এ পরতে পারবেন।আমি এই নিয়মটা জার্মানিতে আসার পরে জানছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার করে এসেছিলাম আগে জানা থাকে দুই সেমিস্টার করেই আসতাম। :’D

2. আরেকটা উপায় হল স্টুডেন্টকলেগ করা।এটা করার সুবিধা আপনি এদের কালচার, পড়াশুনার সিস্টেম সম্পর্কে ইউজড টু হবেন। এটা দুই সেমিস্টার এর একটা কোর্স । আজকে এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে নিচের পোস্টগুলি আরেকবার পরে নিন তাহলে এখানে ব্যাচেলর সম্পর্কে আরেকটু ধারনা পাবেন।

Bachelor Study in Germany-বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যাচেলর করতে আসবেন কিভাবে?

আমি এবার h.s.c. পাশ করেছি আমার কি করা উচিত?

Say no to Bachelor in Germany-rather come for Master (ব্যাচেলর নাকি মাস্টার?)

ল্যাংগুয়েজ ভিসা এবং ব্যাচেলর স্বপ্ন বনাম বাস্তবতা

ব্যাচেলর স্টাডি – Application steps and reality

ব্যাচেলর স্টাডি

বাস্তবতা………

ব্যাচেলর্স – দেশে করব নাকি বিদেশে? আমাদের অভিজ্ঞতা কী বলে?

সম্ভাবনা………………

ব্যাচেলর এবং আমার অভিজ্ঞতা

এই তথ্যসমৃদ্ধ আর্টিকেলগুলি পরে নিশ্চয় ব্যাচেলর সম্পর্কে ধারনা পেয়েছেন তাই আমি আর বিস্তারিত বললাম না ।আমি শুধু এখানে স্টুডেন্টকলেগ এ আপ্লাই করার ধাপ গুলি বলব।

এই কোর্সে সাধারন ফিজিক্স,কেমিস্ট্রি,ম্যাথ,ডয়েচ,ইনফরমাটিক পড়ানো হয়। অত্যন্ত প্রতিযোগিতামুলক এবং অবশ্যই কঠিন পরিক্ষার মাধ্যমে চান্স পেতে হয় যেটাকে আউফনাহমেপ্রুফুং (Aufnahmeprüfung) বলে যেটা বেশিরভাগ ইউনিভার্সিটি বছরে দুইবার অফার করে  ১।উইন্টার সেমিস্টার ২।সামার সেমিস্টার।

winter semester এর exam হয়  june-september এর মধ্যে বিভিন্ন university র পরিক্ষা বিভিন্ন ডেট এ।আর summer semester এর exam হয়  january-march এর মধ্যে। Winter semester এর apply শুরু হয় মার্চ থেকেই সাধারনত ডেডলাইন ১৫ এপ্রিল এবং summer semester এর ডেডলাইন  ১৫ অক্টোবর তবে ভার্সিটি ভেদে আলাদা হতে পারে।

আপ্লাই করতে মেইনলি যা যা লাগে

  •  B2 Certificate( কিছু ভার্সিটিতে B1 )
  • HSC certificate
  • CV

আর যে ভার্সিটিতে আপ্লাই করবেন সে ভার্সিটির রিকয়ারমেন্ট অনুসারে সবকিছু।

যতবেশি ভার্সিটিতে সম্ভব আপ্লাই করা ভাল তাই আপ্লাই করার আগে অনেক ভেবে , হিসাব করে করতে হবে যেন পরিক্ষার তারিখ গুলো ভিন্ন হয়।অনেক ভার্সিটিতে Uni- assist এর মাধ্যমে আপ্লাই করতে হয় ,কিছু ভার্সিটি তে ডিরেক্ট করা যায়।

http://www.studienkollegs.de/Kontaktdaten.html

এই সাইটে সবগুলো স্টুডেন্টকলেগ এর লিস্ট দেয়া আছে এটা দেখে সব ভার্সিটির ওয়েবসাইট দেখে,পরে নিজের সুবিধা মত একটা লিস্ট বানাতে পারেন যেগুলোয় আপনি আপ্লাই করতে চান।

আমিও কয়েকদিন ধরে সবগুলো ওয়েবসাইট পরে পরে নিজের মত কয়েকটা ভার্সিটি ঠিক করেছিলাম যেগুলোয় Uni- assist লাগে না এবং  B1 দিয়ে আপ্লাই  করা যায়। কিন্তু এক্সাম দিয়েছি শেষ পর্যন্ত ৩ টা ভার্সিটিতে।এটা আমার করা প্লান ।

আপনার যদি সব রিকয়ারমেন্ট ঠিকঠাক থাকে তবে যেখানেই আপ্লাই করবেন সেখান থেকেই অফেরলেটার পাবেন কিন্তু মেইন সমস্যা পরিক্ষা দিয়ে চান্স পাওয়া । এখন এটা এতটাই কঠিন হয়ে গেছে যে কারো কাছে থেকে এখন পর্যন্ত শুনি নাই যে প্রথম এক্সাম দিয়েই চান্স পাইছে। অনেকের এমনকি ল্যাঙ্গুয়েজ C1 ও করা ছিল। আবার অনেক বড় ভাই বোন আছে যারা এখানে এসে অনেক জায়গায় পরিক্ষা দিয়েছেন, জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স করেছে্ন তারপর আবার পরিক্ষা দিয়েছেন কিন্তু ২/১ বছর পরে আবার দেশে ফিরে যেতে হয়েছে। ্তাই পরিক্ষার প্রিপারেশন টা খুব intensive ভাবে নেওয়া টা জরুরি। এখন প্রিপারেশন নিয়ে আলোচনা করব আর বাকি সবকিছু আমি এখানে লিখেছি

                    জার্নি টু জার্মানি

আউফনাহমেপ্রুফুং এ সাধারনত ডয়েচ আর ম্যাথ টেস্ট হয়। বিভিন্ন ভার্সিটির প্রশ্নের ধরন বিভিন্ন রকম যা সে ভার্সিটির ওয়েবসাইটে দেয়া মডেল টেস্ট থেকে জানা যায় । পরিক্ষায় ভাল করতে হলে সবগুলো মডেলটেস্ট করতে হবে।



Alle Prüfungsbeispiele Aufnahmetest

প্রথমে ম্যাথ নিয়ে আলোচনা করি

আমরা ৯ থেকে ১২ ক্লাসে যেগুলো করেছি সেখান থেকেই থাকে কিন্তু সেগু্লো পারার জন্য অঙ্ক খুব ভাল ভাবে বুঝে করতে হবে শুধু মুখস্ত করলে হবে না। বেশীরভাগ ভার্সিটিগুলোতেই নিচের টপিক গুলো থাকে

  • Lineare und quadratische Gleichungen und Ungleichungen( অনেক টাইপের সমিকরণ ,অসমতা প্রাকটিস করতে হবে)
  • Termumformungen( এটা মেইনলি বিভিন্ন term এর change করতে হয় । যেমন> সেলসিয়াস তাপমাত্রা থেকে ডিগ্রি ইত্যাদি)
  • Flächen- und Umfangsbestimmungen( জ্যামিতির বিভিন্ন আকারের ক্ষেত্রফল  ,পরিধি এগুলো বের করতে বলে এখানে অনেক ক্রিয়েটিভ প্রশ্ন হয়ে থাকে)
  • Punkte, Strecken und Geraden im Koordinatensystem( graph এর মাধ্যমে বিন্দু, সরলরেখা, বক্ররেখা, জ্যামিতিক আকার দেখানো)
  • Vorstellungsvermögen von Körpern und Figuren( trigonometric figure)
  • Strahlensätze, Satz des Pythagoras( পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যত প্যাচান অঙ্ক আছে সব প্রাক্টিস করবেন, উপপাদ্য সহজ হলেও অঙ্কগুলো কিন্তু কঠিন থাকে)
  • Größenanordnungen( ছোট বড় সাজান । যেমন> কয়েকটা সমীকরণ আর x,y মান দেয়া থাকবে তখন ছোট বড় সাজাতে হবে)
  • Funktionen und Funktionsgraphen( অনেক ধরনের ফাঙ্কশন থাকবে যেগুল গ্রাফ এ আকাতে হবে যেমন> circle, parabola ,hyperbola etc)
  • Trigonometric graph ( sinx, cosx etc যেমন> y= .25 sin 3x- 2 এইরকম সমীকরন আকতে হবে অথবা কোন গ্রাফে চিত্র থাকবে সেখান থেকে সমিকরণ বের করতে হবে)
  • Gebrochene rational funktion( )
  • Prozentrechnung
  • Calculus(intigration, differentiation)(HSC calculus enough)

„Brückenkurs Mathematik“(Karl Bosch) এই বইটা অনেক ভাল এখানের সব অঙ্কগুলা করলে জার্মান ম্যাথেমেটিক টার্মগুলোও আয়ত্তে আসে সাথে সাথে কিভাবে অঙ্ক করতে হয় সেগুলও জানা যায়।

এছাড়াও জার্মানির বাচ্চারা স্কুলে যে বইগুলো পরে সেগুল কোনভাবে যোগার করে পরতে পারলে খুব ভাল হয়।

কয়েকটা ওয়েবসাইট থেকেও পরা যেতে পারে যেমন> 

http://www.mathe1.de/

http://www.klassenarbeiten.net/

https://www.mathebibel.de/

http://www.mathe-aufgaben.de/

konstanz university র এই beispiel টা অনেক ভাল ।

Practise makes a man perfect . তাই  যত বেশি প্রাকটিস তত ভাল। আর জার্মান ভাষার ম্যাথেমেটিক টার্মগুলো খুব ভাল ভাবে মনে রাখতে হবে। মডেল টেস্ট গুলোয় যে টাইপের অঙ্ক থাকে সেগুলোই বিস্তারিতভাবে জেনে বুঝে প্র্যাক্টিস করতে হবে।আমি ৩টা ভার্সিটির পরিক্ষার অভিজ্ঞতা থেকে যা বলতে পারি মডেলটেস্টে তুলনামুলকভাবে সহজ অঙ্ক থাকে পরিক্ষার চেয়ে।

ডয়েচ পরিক্ষা

ম্যাথ পরিক্ষা ডয়েচ এর থেকে অনেক ইজি। জার্মান লাঙ্গুয়েজটার উপরি নির্ভর করবে আপনি চান্স পাবেন কিনা কেননা ম্যাথ প্রায় সবাই পারে। আপনি ম্যাথে ১০০% পান কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ এ পাস মার্ক না উঠে তাহলে চান্স হবে না যেটা আমার TU Darmstadt পরিক্ষায় হয়েছিল। ডয়েচেও বিভিন্ন ভার্সিটির প্রশ্নের ধরন আলাদা।কিন্তু সব ভার্সিটিতেই c test পার্ট থাকে । তাই যত বেশি সম্ভব প্রাক্টিস করতে হবে।আমি যেগুলই পরিক্ষা দিয়েছিলাম সেগুলোয় ছিল

  • TU Darmstadt এ 4 টা C-Test. এখানে modeltest কিন্তু মেইন এক্সামের টা আরও কঠিন।
  • Bochum এর আমার টাই Hören, Lesen, Schreiben,C Test ছিল . এখানে modeltest
  • KIT(karlsruhe) তে Onset এ এক্সাম হয় । বিস্তারিত এখানে Onset.

আমি বাংলাদেশ থেকে বি১ করে এসেছিলাম কিন্তু এখানে পরিক্ষা দেওয়ার পর বুঝতে পারি বি১ দিয়ে কিছুই হবে লাঙ্গুইয়েজ আরও বেশি জানতে হবে। প্রথম পরিক্ষা চান্স না পাওয়ার পর পুরাদমে রাতদিন এক করে ল্যাঙ্গুয়েজ পরতে থাকি কেননা ম্যাথ একটু প্রাকটিস করলে পারা  যেত। অনেক রেডিও  শুনতে হবে , টিভি দেখতে হবে ডয়েচ এ । বই পরতে হবে। গ্রামার এর জন্যে আমি  Lehr und Übungsbuch Deutschen Grammatik  পরেছিলাম। আর গুগল এ যত c-Test সবগুলো করতে হবে। যখন দেখবেন আপনি প্রাই ৭০% র মত পারছেন তখন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা আছে।

http://mein-deutschbuch.de

http://www.studienkolleg-hamburg.de/aufnahme/cltest.php?test=ctest1

https://szdb.uni-kassel.de/ctest/ctest_demo.php

https://spraz-anmeldung.uni-hohenheim.de/cgi/ctest2.cgi?testcode=b02e7e67995c84a1b9eae78c7070fbdb

https://www.testdaf.de/teilnehmer/tn-vorbereitung_test.php?id=1

http://lingofox.dw.com/index.php?url=c-test

আশা করি যারা আসবেন তারা খুব ভাল মত প্রেপারেশন নিয়েই আসবেন শুধু জার্মানি বেড়ানোর জন্যে না। এখানে ভালমত পড়াশুনা করে শুধু নিজের না আমরা সবাই যেন দেশেরও মুখ উজ্জ্বল করতে পারি ।

 

mm

By Jannatul Ferdous Joya

Karlsruhe Institute of Technology (KIT) থেকে Studienkolleg করেছি। Winter semester, 2018 থেকে Technical University of Munich (TUM) এ Informatik এ ব্যাচেলর করছি ।

7 thoughts on “মিশন স্টুডেন্টকলেগ – ব্যাচেলর্স ইন জার্মানি”
  1. Studienkolleg এ যাওয়া পর কয়বার সুযোগ দিবে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ……আর বাংলাদেশ থেকে b২/ c1 শেষ করলে আমার জন্য কতটুকু উপকার হবে। চান্স পাওয়ার জন্য।

    1. If you pass the Studienkolleg’s final exam, you can directly admit into a university . But you can attend this final exam(Feststellungsprüfung) only 2 times.
      and you must have at least B2 level for studienkolleg’s admission test(Aufnahmeprüfung)

  2. স্টুডেন্টকলিগে পাশ করার পর কি ভার্সিটিতে ভর্তি হতে আবার পরীক্ষা দিতে হয়?

Leave a Reply to Rasel Cancel reply