জার্মানিতে ব্যবসায় প্রশাসনে পড়াশুনা  নিয়ে আমাদের মধ্যে দুইটা মিথ বহুল প্রচলিত:

১. জার্মানিতে ব্যবসা/ ম্যানেজমেন্টে চাকরি অতটা এভেইলেবল নয়.

২. জার্মানিতে বিজনেস নিয়ে পড়াশুনা করার মতো ভালো ইউনিভার্সিটি নেই।

মূলত এই দুটি ধারণার উপর ভিত্তি করে বাংলাদেশী ছাত্র ছাত্রীরা জার্মানিতে বিজনেস নিয়ে পড়তে তেমন আগ্রহী হয় না। তবে আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি উপযোক্ত দুটি ধারণাই ভুলের উপর প্রতিষ্ঠিত।

প্রথমে আসি এক নম্বর ধারণায় যে জার্মানিতে বিজনেস গ্রাজুয়েটদের চাকরি নাই। জার্মানি হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি (আমেরিকা ও চীনের পরে)। অনেক গুলা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা জার্মান অরিজিনেটেড (যেমন: Porsche, Siemens, Bosch, BMW)। পৃথিবীর মোটামুটি সব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা জার্মানিতে তাদের অপারেশন চালায়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ইউরোপের সবচেয়ে বড়ো ফিনান্সিয়াল সেন্টার। এখন এতোগুলা বড়ো বড়ো কোম্পানি তাহলে কে চালায়? তাদের নিশ্চয়ই লক্ষ লক্ষ বিসনেস গ্রাজুয়েট লাগে এইগুলা চালাতে। সুতরাং জার্মানিতে বিসনেস গ্রাজুয়েট দের চাকরি এভেইলেবল না, এইটা সূম্পর্ণ অবান্তর একটা কথা। তবে এই চাকরি গুলা পাবার জন্যে একটা লেভেল পর্যন্ত জার্মান জানা আবশ্যক। কিন্তু এটা কি খুব বড় কোনো অন্তরায়? আপনি জার্মানি আসার আগে জার্মান A1/A2 পর্যন্ত শিখে আসেন। এখানে এসে মাস্টার্সের দুই বছরে বাকিটা ঝালাই করে নিন। মোটামুটি সব ইউনিভার্সিটিতে ফ্রীতে জার্মান ক্লাস করার সুবিধা থাকে। চীন, ভারত, এমনকি পূর্ব ইউরোপ থেকে স্টুডেন্টরা এসে বিজনেসে পড়াশুনা করে ভালো ভালো চাকরি করছে। শুধু বাংলাদেশ থেকেই স্টুডেন্টরা বিজনেসে চাকরি নাই চাকরি নাই করে জার্মানি আসে না।

এখন আসি দুই নম্বর মিথ নিয়ে যে জার্মানি তে ভালো বিজনেস স্কুল নাই। সত্যিকার কথাটা হবে জার্মানিতে হাই র্যাঙ্কিংয়ের বিসনেস স্কুল খুব বেশি নাই। আসলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর জন্যে পড়াশুনাটা একটা বিশাল ব্যবসা। পড়তে আসো, বিশাল টিউশন ফী দাও। ওরা একশোজনের থেকে টিউশন ফী নেয়, আর পাঁচজনকে স্কলারশিপ দিয়ে ভালো সাজে। ইউনিভার্সিটির র্যাংকিংটা এই ব্যবসারই একটা অংশ। ভালো র্যাংকিংয়ে থাকতে হলে অনেক মানদণ্ড (criteria) মেনে চলতে হয়। টাকা পয়সা খরচের ব্যাপার সেপার আছে, যেটা আসে স্টুডেন্টদের টিউশন ফী থেকে। এখন জার্মান ইউনিভার্সিটি গুলু চলে সরকারের টাকায়। তাই এদের কাছে টাকা খরচ করে ভালো র্যাংকিংয়ে থাকাটা মুখ্য না। এমনিতে পড়ালেখার মান জার্মান ইউনিভার্সিটিগুলাতে বিশ্বের কোনো দেশের থেকেই খারাপ না। অবশ্য এখন জার্মানিতেও কিছু বিজনেস স্কুল মার্কিন স্টাইল ফলো করে [high tuition fee, high ranking, international accreditation]।

এখন সংক্ষেপে বলি কেন জার্মানি আসবেন বিজনেস ডিগ্রী নিতে:

১. প্রচুর চাকরি. এতো ভালো চাকরির বাজার মনে হয় বিশ্বের কোথাও নেই. বিসনেস গ্রাজুয়েটদের বেতন মাশাল্লাহ অনেক ভালো।

২. ফ্রি টিউশন। কিছু ইউনিভার্সিটি অবশ্য টিউশন ফী নেয়, তবে এখানে ব্যবসা তা মুখ্য না, ভালো সার্ভিস দেয়া উদ্দেশ্য। তবে আপনি ফ্রি তে পড়তে চাইলে তেমন ইউনিভার্সিটিও পাবেন। জার্মান ইউনিভার্সিটিগুলার মধ্যে মানের ফারাক খুব বেশি না।

৩. ইংলিশে পড়াশুনা করতে পারবেন।

৪. অনেক ইউনিভার্সিটিতে শুধু IELTS দিয়েই এডমিশন পাওয়া যায়। GMAT/GRE সবক্ষেত্রে এডমিশন এর জন্যে বাধ্যতামূলক না।

৫.চাকরি পাবার পরে Blue Card/PR পাবার সুবর্ণ সুযোগ [কিছুটা এজেন্সী গুলার মতো বললাম]।

এখন বলি কারা আসবেন না জার্মানিতে বিজনেস এ পড়তে:

১. আপনি নতুন ল্যাংগুয়েজে শিখতে চান না। একটু বেশি এফোর্ট যেহেতু দিতে চাচ্ছেন না আপনার জার্মানি আসার দরকার নাই ।

২. আপনার পার্ট টাইম করে টাকা কামানোর প্রবল ইচ্ছা। লিভিং কস্ট তুলতে খুব বেশি পার্ট টাইম করতে হয় না। কিন্তু আপনি ঘন্টায় ১০+ ইউরোর লোভ মামলাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার আসলে জার্মানি না আসাই ভালো। রেজাল্ট ভালো না হলে পরে পাস করে ভালো চাকরি পাবেন না। পরে বিপদে পড়বেন।

পরিশিষ্ট: এই লিখাটি মূলত জার্মানিতে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স এর জন্যে প্রযোজ্য। আমি নিজে MBA করছি Hochschule Pforzheim-এ।  এক সেমিস্টার শেষ করলাম। সবার কাছে দোয়াপ্রার্থী। আমার লিখা পরে একজনও উপকৃত হলে নিজেকে সার্থক মনে করবো। এই লিখা তা যেহেতু কোরান/বাইবেল না, কিছু ভুল/দ্বিমত থাকতেই পারে। এখানে সব তথ্যকে অপ্তবাক্য মনে করার কোনো কারণ নেই। বিশ্বাস করার আগে নিজে যাচাই করে নিন। পরিশেষে কিছুটা দুর্বল বাংলার জন্যে ক্ষমাপ্রার্থী।

mm

By Nizam Uddin

Now doing internship in corporate purchasing at Robert Bosch GmbH . Completed MBA from Hochschule Pforzheim, Baden-Württemberg, Germany. Previously completed BSc in Computer Science from BRAC University and MBM from BIBM. Worked as PO & Branch Manager in Modhumoti Bank Ltd, Bangladesh.

18 thoughts on “দেশের বাইরে জার্মান দেশ-২: ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশুনা”
  1. অনেকেই বলে ন্যাশনাল থেকে বিবিএ করলে জার্মানিতে এমবিএ তে চান্স পাওয়া অনেক টাফ।

  2. একটা প্রশ্ন করতাম. আমার স্ত্রী ছয় বছর আগে BBA পাশ করেছে. যেহেতু একটা বোরো সময় পড়াশুনা থেকে বিরতি হয়েছে এখন কি মাস্টার্স এ চান্স পাওয়ার সুযোগ আছে? আপনি কোন ইউনিভার্সিটি তে কোন সাবজেক্ট এ আসেন একটু শেয়ার করবেন?

  3. thank u vaia….লেখাটা খুব inspiring ছিল।আমি কিছু বিষয় জানতে চাই।আমি MBA করেছি ২০১৪ সালে।এ ক্ষেত্রে আমি আবার MBA এর জন্য applyকরলে কি আমার এখানকার MBA certificate showকরতে পারব? আমার husband আর বাচ্চা কি dependent হিসেবে কি আমার সাথে যেতে পারবে?

    1. দেখাতে পারবেন। প্রশ্ন আসতে পারে, আবার কেন তাহলে এমবিএ? বলতে পারেন, বেটার অপরচুনিটি ইত্যাদি।

      এক্ষেত্রে আপনাকে স্বামীকে স্পাউস ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসার প্রক্রিয়া স্টুডেন্ট ভিসা থেকে ভিন্ন। বিস্তারিত আমাদের ওয়েবসাইট কিংবা জার্মান এম্ব্যাসি ওয়েবসাইটে দেখুন।
      অথবা এখানে প্রশ্ন করতে পারেনঃ https://www.facebook.com/groups/BSAAG/

  4. thank u vaia আপনার লেখাটা অনেক helpful cilo.. আমি বাংলাদেশের একটা public University থেকে BBA শেষ করেছি এখন এমবিএ এর জন্য Germany তে আসতে চাচ্ছি। এখন আমার প্রথম কাজ কি হবে?? জার্মান ভাষা সেখা নাকি IELTS এর জন্য preparation নেওয়া?? আর জার্মানি তে মাত্র কএক্টা ইউনিভার্সিটি এমবিএ এর জন্য Tuition free বাকি গুলাতে অনেক tuition fee সেক্ষেত্রে আমি কি part time job করে tuition fee+living expense মিটাতে পারবো?

  5. ভাইয়া ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি বাধ্যতামূলক লাগে? যদি লাগে কয়বছরের এবং কোন পজিশনের লাগে? আয়েল্টসে নূন্যতম কত স্কোর প্রয়োজন? আর রিসার্চ, পাবলিকেশন কতটা গুরুত্বপূর্ণ? আশাকরি উত্তর দিবেন ভাই। অগ্রিম ধন্যবাদ ।

    1. জব এক্সপেরিয়েন্স লাগবে কিনা এটা আসলে আপনার ইউনিভার্সিটির উপর নির্ভর করে.. কোথাও লাগে, আবার কোথাও লাগে না.. আর IELTS সাধারণত ৬-৬.৫ চায়.. DAAD এর ওয়েবসাইট থেকে কয়েকটা ইউনিভার্সিটির “Admission Minimum Requirement” দেখে নেন.. ধারণা পেয়ে যাবেন..

  6. ২. আপনার পার্ট টাইম করে টাকা কামানোর প্রবল ইচ্ছা। লিভিং কস্ট তুলতে খুব বেশি পার্ট টাইম করতে হয় না। কিন্তু আপনি ঘন্টায় ১০+ ইউরোর লোভ মামলাতে পারবেন না। সেক্ষেত্রে আপনার আসলে জার্মানি না আসাই ভালো। রেজাল্ট ভালো না হলে পরে পাস করে ভালো চাকরি পাবেন না। পরে বিপদে পড়বেন।
    ————————————————————————————————————————————-
    Brother, thanks a lot for such a nice post. But apnar oporer ei part ta amar kachhe ektu unclear. 10+ Euro per hour er lov shamlate parbo na……ei kotha ta kano bolsen sheta ektu unclear. And part time kore living expense cover kora possible kivabe ektu bolben please. Thanks.

  7. ১…ভাইয়া আমি
    SSC 5.00(commerce)
    HSC 4.83(commerce)
    Bachelor: Public Administrati,CU.
    এখন জার্মানি তে MBA করার খুব ইচ্ছে, কিন্তু আমার এই যোগ্যতা দিয়ে কি হবে?
    হলে IELTS + Language course করবো তাই।

    ২. ওখানে শুধুমাত্র লিভিং কস্ট কভার দেওয়ার জন্য পার্ট টাইম জব করা যাবে?
    ধন্যবাদ।

  8. Business studies theke kom tution fee te mba korte chaile kon kon university gulo te apply kora jabe ekta list diley khub valo hoto ami khuje pacchi na maximum e science er subject pacchi.

  9. Vaia, ar first thanks a lot for your such a helpful post.
    I’m currently studying BBA and would like to pursue my MBA in Germany. I’m willing to ielts, gre/gmat. But do work experience really important? I don’t have any!

  10. আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া 🙂
    আমি কিছু সিদ্ধান্তহীনতায় ভুগছি
    আমি ২০১৩ তে SSC(5.0)
    ২০১৫ তে HSC (4.58)
    ২০১৭ তে ACCA (FD level) শুরু করি,বর্তমানে আমার পড়াশোনা বন্ধ আছে,আমি আমার ব্যাচেলর ডিগ্রির জন্যে জার্মান যেতে চাচ্ছি।আমি ব্যাচেলর ডিগ্রি(ব্যাবসায় শিক্ষা) জন্যে কোন কোন ইউনিভার্সিটির জন্যে এপ্লাই করতে পারবো।
    আমাকে জার্মান ল্যাংগুয়েজ বি-১,বি-২ কি করতে হবে?? IELTS কত স্কোর থাকা লাগবে??
    একটা ভালো উপদেশ আমার জন্যে অনেক উপকার করবে
    ধন্যবাদ 🙂

  11. আপনি যে বিশ্ববিদ্যালয়ে MBA করেছেন বললেন সেখানে দেখলাম যে উনারা Admissions interviewনিবে তারপর ভর্তি। আমার প্রশ্নটা হলো এই ইন্টারভিউ টা অনলাইনে হবে নাকি জার্মানীতে যাওয়ার পর? আপনার মেজর ছিল কোন সাবজেক্ট?

Leave a Reply to Rabbi Cancel reply