প্রথম জার্মানি তে অনলি জার্মান ভাষা ইজ রিয়েল, এ ভাষা ছাড়া জার্মান জব মার্কেটে টেকা একটু কষ্টকর। আপনি যেকোনো জার্মান কোম্পানিতে ইংরেজি জব ব্যাতিত যে কোন জবে আবেদন করতে হলে, আপনাকে জার্মান ভাষায় cv বানাতে হবে ও পাঠাতে হবে, নয় আপনার ইংরেজি সিভি পাওয়ার সাথে সাথে কোম্পানির হিউম্যান রেসোর্স থেকে আপনার cv প্রথমেই বাতিল করে দিবে। আপনাকে জব অ্যাপ্লাই এর জন্য কভার লেটার লিখতে হবে (জার্মান ভাষায় অবশ্যই), সেখানে আপনি কেন এই জবের জন্য একজন suitable বা দক্ষ, সেটা আপনাকে কভার লেটারে লিখে প্রমাণ করতে হবে।

তারপর আপনি প্রথম থাপে সিলেক্ট হয়ে গেলে আপনাকে ইন্টারভিউয়ে ডাকা হবে। চ্যালেঞ্জ শুরু হয় এখান থেকেই।

আপনি আপনার জীবনে কোথায় কোথায় কাজ করেছেন , কি কাজ করেছেন সব আপনাকে জার্মান ভাষায় ব্যাখ্যা করে বলতে হবে। কোন কোন প্রজেক্টে কাজ করেছেন এবং কি কি কাজ করেছেন সব আপনাকে জিজ্ঞেস করা হবে এবং আপনাকে উত্তর দিতে হবে জার্মান ভাষাতেই। আপনাকে কনফিডেন্টলি সবকিছুর উত্তর সাবলীল ভাবে দিতে হবে। সার্টিফিকেট সব নিয়ে যাবেন , আপনার সার্টিফিকেট এর scanned copy ইমেইলে পাঠালেও তারা সরাসরি দেখতে চাইবে, এবং আপনার সার্টিফিকেট সম্পর্কে আপনাকে ব্যাখ্যা করতে হতে পারে যে, কোন কোর্সে আপনি কি কি কাজ শিখেছেন ও বা কি কাজ করেছেন।

আমাকে যখন ইন্টারভিউয়ে ডাকা হয়, তিন-জন মিলে আমার ইন্টারভিউ নিয়েছিলো, আমার আগের কাজ, প্রজেক্ট ও দেশের internship/job এর কথা জিজ্ঞেস করা হয়েছিলো । আমি মাষ্টার থিসিস কোন ফিল্ডে করতে চাই এবং কেন সে ফিল্ড আমার এত প্রিয় সব এসব জিজ্ঞাসা করা হয়। আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি কি ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন ইত্যাদি সব। আমি জার্মান ভাষা টুকটাক পারলেও টেকনিক্যাল কাজ গুলো করেছিলাম ইংরেজিতে, কারণ আমার মাস্টার্স ইংরেজিতে, তাই টেকনিক্যাল টার্ম গুলো শিখে গিয়েছিলাম। সব সময় মুখে হাসি নিয়ে ফ্রেন্ডলি কনভারসেশন করবেন চোখে চোখ রেখে, যদি আপনার কিছু জিনিষে ব্যাখ্যা করতে একটু সমস্যা হচ্ছে, আপনি তাদের রেকুস্ট করতে পারেন, যে এটা আপনার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজে বলা একটু কঠিন তাই ইংরেজিতে বলার অনুমতি চেতে পারেন।

আমারো হয়েছিলো, অনুমতি চাওয়াতে না করেনি, বলতে দিয়েছিলো। আমার কাজ ছিলো নেটওয়ার্কিং নিয়ে, তাই বিষয়টায় ইংরেজি অনেক টার্ম চলে আসে, যেগুলো জার্মান ভাষায় বলা আমার জন্য কষ্টসাধ্য ছিলো।

ইন্টারভিউ শেষেও আমি তাদের সাথে অনেক কথা বলেছিলাম, তারা প্রথমত আমাকে মনে করেছিলো আমি ইন্ডিয়ান। তখন আমি তাদেরকে বাংলাদেশের ইতিহাস খুলে বললাম, কিভাবে দেশের জন্ম হলো আর কিভাবে আমরা আমাদের স্বাধীনতা পাই, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত। তারা ব্যাপারটাকে অনেক ইন্টেরেস্ট সহ করে শুনতে ছিলো। তারা আমার পরিবার সম্পর্কেও জিজ্ঞাসা করলো, আমার স্ত্রীও কি আইটি নিয়ে পড়েছে কিনা ইত্যাদি।

আমাকে বলা হয়েছিলো, জার্মানিতে কোথাও কাজ করেছি কিনা, আমি বললাম আমি লজিস্টিক্সে কাজ করেছি। পালটা প্রশ্ন আসলো, আইটি তে কেন করো নি, আমি একটু পার্ট নিয়ে জোক্স হিসেবে বললাম ” অ্যাপ্লাই তো অনেক জায়গাতেই করেছিলাম, আমি যে skilled সেটা তারা বুঝতে পারেনি। :p ” তারাও এইটা শুনে আমার সাথে হাসলও বটে। তারপর নানান কথায় হাসি ঠাট্টা করে আমি চলে আসি তাদের বিদায় দিয়ে।

১ মাসের মত সময় তারা নিলো, তারপর আমাকে ফোনে জানানো হল, আমি সিলেক্ট হয়েছি, আমি কাজ করতে ইচ্ছুক কিনা, আমি রাজি হয়ে গেলাম (হমুনা কিল্লাই!!!!!) , তারপর তারা বলল , একটু ধৈর্য ধরো, কারণ আমাদের সেন্টার বার্লিন থেকে কাগজপত্রের কাজ করতে হবে, এটায় একটু সময় লাগবে, যখন সব পেপার রেডি হয়ে যাবে ও কোলনে আসবে, তোমাকে আবার কল করা হবে কন্ট্রাক সাইন করার জন্য। আজ সাইন করে কাজ সেরে আসলাম। কাল থেকে অফিসে বসবো । কোম্পানির নাম Interseroh, a company of ALBA GROUP.

সবাই আমার জন্য দোয়া ও প্রার্থনা করবেন ।

আরো পড়তে পারেন

জার্মানিতে স্টুডেন্ট এসিস্টেন্টশিপ বা HiWi

জার্মান কোন কোম্পানিতে চাকরি পেতে হলে কোন লেভেল পর্যন্ত জার্মান শেখা উচিত?

জার্মান ভাষায় চাকরির ইন্টার্ভিউর জন্য কীভাবে প্রস্তুতি নিবেন

জার্মান প্রবাসে কীভাবে চাকরি খুঁজতে হবে? (হাসিব মাহমুদ)

স্বপ্ন এবং বাস্তবতার জার্মান জীবন-যাপন – স্টুডেন্ট জব

খন্ডকালীন চাকরি, ডায়ামলার(মার্সিডিস-বেঞ্জ) – Ferienjob In Daimler

খন্ডকালীন চাকরির নিয়মকানুন – Laws of Part-Time Work in Germany

জার্মানিতে স্টুডেন্ট জবের ধরণ ও কাজের আইন

স্টুডেন্ট থাকা অবস্থায় জার্মানিতে পয়সা উপার্জন করার পন্থাসমূহ

mm

By Alfred Bhowmick

I am Alfred, currently living in Köln, Germany. I am doing M.Sc. in Communication Systems and Networks at TH Köln.

5 thoughts on “আইটি কোম্পানিতে ইন্টারভিউ ও কর্মক্ষেত্রে সাফল্যের গল্প (Working Student IT/ Werkstudent IT)”
  1. ভাইয়া আমি মাস্টার্স এর জন্য এপ্লাই করব জার্মানিতে “কম্পিউটার সায়েন্স এন্ড ইঙ্গিনিয়ারিং” প্রোগ্রামে আর আমার ব্যাচেলরও ছিল “কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং”এ। আর ফাইনাল থিসিস ছিল মূলত নেটওয়ার্কিং এই।
    জার্মানিতে কম্পিউটার নেটওয়ার্কিং জব এর পসিবিলিটি কেমন একটূ জানাবেন প্লিজ ভাইয়া।
    জার্মান ভাষা জানিনা তাই অন্য কোথাও জব করা পসিবল হবেনা একমাত্র আইটি জব ছাড়া যতটুকু আপনাদের অবিজ্ঞতা থেকে জানতে পারলাম।
    একটূ জানালে অনেক উপকৃত হব ভাইয়া
    ধন্যবাদ

    1. ভাল। চাকরির বাজার বেশ ভাল। জার্মান হাল্কা পাতলা শেখা শুরু করলে আরো ভাল হবে।

  2. ভাইয়া আমি idb-bisw থেকে ওয়েব এপ্লিকেশনএর উপরে ডিপ্লোমা করেছি৷ আমি এখন জব করছি। আমার ব্যাচেলর কম্পিউটার সাইন্সে না। আমি যদি জবের জন্য বাংলাদেশ থেকে এপ্লাই করি জার্মান ল্যাংুয়েজ স্কিল সহ তবে কি আমার জব হওয়ার সম্ভাবনা আছে?

Leave a Reply to Safwat Cancel reply