বাংলা অর্থ ও উচ্চারনসহ (অডিও ) জার্মান ভাষা কোর্স -30 তম পর্বের বিষয় – রেস্টুরেন্ট ২ – এ (Lektion30: At the restaurant 2 – Im Restaurant 2 )
বাংলা | English | German |
দয়া করে একটা আপেলের রস আনুন ৷ | An apple juice, please. | Einen Apfelsaft, bitte. |
দয়া করে একটা লেবুর জল আনুন ৷ | A lemonade, please. | Eine Limonade, bitte. |
দয়া করে একটা টমেটোর রস আনুন ৷ | A tomato juice, please. | Einen Tomatensaft, bitte. |
আমার এক গ্লাস লাল মদ (রেড ওয়াইন) চাই ৷ | I’d like a glass of red wine. | Ich hätte gerne ein Glas Rotwein. |
আমার এক গ্লাস সাদা মদ (হোয়াইট ওয়াইন) চাই ৷ | I’d like a glass of white wine. | Ich hätte gerne ein Glas Weißwein mögen. |
আমার এক বোতল শ্যাম্পেন চাই ৷ | I’d like a bottle of sampan. | Ich hätte gerne eine Flasche Sekt. |
তুমি কি মাছ পছন্দ কর? | Do you like fish? | Magst du Fisch? |
তুমি কি গরুর মাংস পছন্দ কর? | Do you like beef? | Magst du Rindfleisch? |
তুমি কি শুকরের মাংস পছন্দ কর? | Do you like pork? | Magst du Schweinefleisch? |
আমার মাংসবিহীন কিছু চাই ৷ | I’d like something without meat. | Ich möchte etwas ohne Fleisch. |
আমার নানারকম মেশানো সবজি চাই ৷ | I’d like some mixed vegetables. | Ich möchte eine Gemüse. |
আমার এমন কিছু চাই যাতে বেশী সময় না লাগে ৷ | I’d like something that won’t take much time. | Ich möchte etwas, was nicht lange dauert. |
আপনার কি তার সাথে ভাত চাই? | Would you like that with rice? | Möchten Sie, das mit Reis? |
আপনার কি তার সাথে পাস্তা চাই? | Would you like that with pasta? | Möchten Sie das mit Nudeln? |
আপনার কি তার সাথে আলু চাই? | Would you like that with potatoes? | Möchten Sie, dass mit Kartoffeln? |
আমার এর স্বাদ পছন্দ হয় নি ৷ | That doesn’t taste good. | Das schmeckt mir nicht. |
খাবারটা ঠাণ্ডা ৷ | The food is cold. | Das Essen ist kalt. |
আমি এটা আনতে বলিনি ৷ | I didn’t order this. | Das habe ich nicht bestellt. |
অডিও শুনুন –
কার্টেসীঃ
1. http://www.goethe-verlag.com/book2/
2. www.dw.de