অনেক স্টুডেন্ট জার্মানিতে এসে কাজ করতে চায়, যদিও বেশকিছু স্টেট ইউনিভার্সিটি কোন টিউশন ফি নেয় না। তারপরও যারা জার্মানিতে ছাত্র হিসাবে আছেন, তাদের Social contribution ফি (যেটা Student Service organization কে দিতে হয়), Health Insurance, Study materials, Transport এবং খাওয়া দাওয়া থাকা ইত্যাদি খরচাপাতির ব্যাপারে চিন্তা করতে হয়। তো জব নিয়ে কিছু কথা বলা যাক।

আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় দুই ধরনের জব করতে পারবেন।
১) মিনি জব (৪৫০ ইউরো এর বেশি পাবেন না, এক্ষেত্রে কোন প্রকার ট্যাক্স দিতে হয় না)
২) পার্ট টাইম (এ ক্ষেত্রে নিয়ম আপনার কাজের ঘন্টার উপর নির্ভর করে আপনি কত ট্যাক্স দিবেন।)

ইউরোপিয়ান ইউনিয়ন এর বাইরের স্টুডেন্ট ১২০ দিন ফুল টাইম বা ২৪০ দিন হাফ টাইম কাজ করতে পারবে। তবে আপনি যদি স্কলারশিপ হোল্ডার হন, তাহলে আপনি খুবই লিমিটেড ইনকাম করতে পারবেন। বেশি কাজ করলে স্কলারশিপ হারানোর সম্ভাবনা আছে।

পার্ট টাইম জবের কিছু লিমিটেসন আছে, আপনার সেমিস্টার চলাকালীন সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, আর এ ক্ষেত্রে আপনাকে ৯.৩৫% পেনশন ফান্ড (আসলে ১৮.৭% তবে কোম্পানি অর্ধেকটা দিয়ে দেয় বলে আপনাকে ৯.৩৫% দিতে হবে) ট্যাক্স দিতে হবে।

studentemploymentblue

তবে সপ্তাহে ২০ ঘন্টার বেশি করতে পারেন, এক্ষেত্রে সপ্তাহে ২৪ ঘণ্টা বা তার একটু বেশি করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কাজ কে Working Student হিসাবে ধরা হবে, সে কারণে আপনাকে
• ৯.৩৫% পেনশন ফান্ড ,
• ৮.২% – ৮.৭% হেল্‌থ ইনস্যুরেন্স ,
• ১.৫% বেকারত্ব ভাতা
• এবং ১.৪২৫% নার্সিং কেয়ার ইনস্যুরেন্স

সব মিলিয়ে প্রায় ২১% এর মত ট্যাক্স আপনার মূল বেতন থেকে কেটে নেওয়া হবে। তবে এই ক্ষেত্রে কোম্পানি আপনার হেল্‌থ ইনস্যুরেন্স এর বাকি ইউরো শোধ করে দেয়, কোম্পানির আন্ডারে আপনার হেল্‌থ ইনস্যুরেন্স থাকে বলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোন হেল্‌থ ইনস্যুরেন্স এর ফি কাটা হবে না।

অনেক কোম্পানি আপনাকে সপ্তাহে ২০ ঘণ্টার বেশি করতে দিবে না, কারন এর বেশি করতে গেলে কোম্পানিকেও আপনার জন্য বেশি ট্যাক্স দিতে হয়।
আপনি ফুল টাইম কাজ শুধু সেমিস্টার ব্রেক বা ছুটিতে করতে পারবেন, এছাড়া পারবেন না।
এছাড়া আপনি দুটো পার্ট টাইম জব বা দুটো মিনি জব এক সাথে করতে পারবেন না, এটা আইনের বাইরে। তবে একটা মিনিজব এবং আরেকটা পার্ট টাইম জব করতে পারবেন।
একটা জিনিষ মাথায় রাখা ভালো, পড়াশুনা এবং চাকরি করাটা একটু টাফ হয়ে যায়, কারন আপনি ইউনিভার্সিটি তে ফুল টাইম স্টুডেন্ট হিসাবে সব মিলিয়ে চাপ কম-বেশি ভালোই থাকবে।

আরো পড়তে পারেন

জার্মানিতে স্টুডেন্ট এসিস্টেন্টশিপ বা HiWi

জার্মান কোন কোম্পানিতে চাকরি পেতে হলে কোন লেভেল পর্যন্ত জার্মান শেখা উচিত?

জার্মান ভাষায় চাকরির ইন্টার্ভিউর জন্য কীভাবে প্রস্তুতি নিবেন

জার্মান প্রবাসে কীভাবে চাকরি খুঁজতে হবে? (হাসিব মাহমুদ)

স্বপ্ন এবং বাস্তবতার জার্মান জীবন-যাপন – স্টুডেন্ট জব

খন্ডকালীন চাকরি, ডায়ামলার(মার্সিডিস-বেঞ্জ) – Ferienjob In Daimler

খন্ডকালীন চাকরির নিয়মকানুন – Laws of Part-Time Work in Germany

জার্মানিতে স্টুডেন্ট জবের ধরণ ও কাজের আইন

স্টুডেন্ট থাকা অবস্থায় জার্মানিতে পয়সা উপার্জন করার পন্থাসমূহ

mm

By Alfred Bhowmick

I am Alfred, currently living in Köln, Germany. I am doing M.Sc. in Communication Systems and Networks at TH Köln.

12 thoughts on “জার্মানিতে স্টুডেন্ট জবের ধরণ ও কাজের আইন”
  1. Thanks to give us many information. I am planing to go for the Masters program in CSE or related course but I need to know about IT related job. If I have experience more than 5 years in system & networking work from Bangladesh then can I get advantage to get a job in the field of IT beside my study and also it would be better for me if you can share your experience about IT related job. Thanks in advance !

  2. Ami 3 mash holo akta part time job shuru korlam, contract e likha silo weekly 19 hours kore kaaj korte parbo, kintu payslip paoar por dekhlam 21% kete rekheche. including pension, unemployment, nursing and HI !! Apnar ei likhar kono source document paoa jabe? jeta ami office e dekhate parbo? Ajib hoe gelam :/

    1. এটাই তো হওয়ার কথা। ব্লগটি আবার পড়ুন।

      সপ্তাহে ২০ ঘন্টার বেশি করতে পারেন, এক্ষেত্রে সপ্তাহে ২৪ ঘণ্টা বা তার একটু বেশি করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কাজ কে Working Student হিসাবে ধরা হবে, সে কারণে আপনাকে
      • ৯.৩৫% পেনশন ফান্ড ,
      • ৮.২% – ৮.৭% হেল্‌থ ইনস্যুরেন্স ,
      • ১.৫% বেকারত্ব ভাতা
      • এবং ১.৪২৫% নার্সিং কেয়ার ইনস্যুরেন্স

      সব মিলিয়ে প্রায় ২১% এর মত ট্যাক্স আপনার মূল বেতন থেকে কেটে নেওয়া হবে।

  3. Bhaia,
    Semester break a full-time kaj kora jabe bollen, kindly bolben full-time bolte ekhane koto hour bujhano hocche? Everyday 8 hours kore?

    Semester break kokhon theke count hobe, exam shesh howar por theke?

    Thanks in advance.

  4. একটা মিনিজব এবং আরেকটা পার্ট টাইম জব করতে পারবেন।

    vaiya eta kivabe possible ???

Leave a Reply to Md Safi Rashed Cancel reply