অনেকদিন ধরেই এই পেইজের জন্য লিখবো ভাবছিলাম, অনেকবার কথা দিয়েও কথা রাখতে পারিনি বলে দুঃখিত। কিন্তু এই পেইজের লেখকদের কলমের যে ধার তাতে নিজেকে ঠিক লেখকের জায়গায় ভাবতে পারছিলাম না। তার সাথে ব্যস্ততা আমাকে দেয় না অবসর। ভৌগোলিক অবস্থানগত কারণকেও ঠিক দায় থেকে মুক্তি দেয়া যায়না। কথায় বলে আউট অফ দা সাইট, আউট অফ দা মাইন্ড। সাইট থেকে দূরে গেলেও, মাইন্ড থেকে দূরে যেতে পারিনি। আর পারিনি বলেই অনেকটা সব সাহসকে পুঞ্জীভূত করে, সময়কে কিছু সময়ের জন্য ভুলে গিয়ে, ফেইসবুককে ছুটি দিয়ে বসে গেলাম। ‘যদি লিখার মধ্যে কোনো ভুল হইয়া যায়, তয় আমায় কিন্তু মাফ করে দিবেন কইয়া দিচ্ছি। মনে কিছু রাখবেন না কিন্তু। মন তো কয় শুরু করতে আবার ভয় ভয় করে, দেহা যাক কি হয়.. কি হয় দেহি।

জার্মানি বিষয়ক সব কিছু এত সুন্দর করে এখানে আলোকপাত করা হয়, মনে মনে আবার নতুন করে শুরু করতে ইচ্ছে করে জার্মানিতে যাবার জন্য। কত সহজেই না মানুষ সব তথ্য না চাইতেই পেয়ে যাচ্ছে। আজকে আমি জার্মানি বিষয়ক কিছু বলব না। অন্য সবার মতো আমারও জার্মানিতে হাজারো স্মৃতি মাথায় ঘুরপাক খায়। সেগুলো নিয়ে অন্য আর একদিন লিখব বলে প্রত্যয় প্রকাশ করছি।

আগেই কিছু কথা বলে দেয়া ভালো। আমাকে অনেকে ইমেইল, মেসেজ দিয়ে অনেক কিছু জানতে চায়। যদিও আমি কাউকে পারত পক্ষে নিরাশ করি না, কিন্তু আপনি যদি মনে করেন আমি আপনাকে সব করে দিবো, তাহলে বলে রাখা ভালো, আপনার জন্য বিদেশ গমন ঠিক হবে না। যেকিনা একটা ওয়েবসাইট দেখে পড়তেও পারে না, যেখানে সবকিছু দিনের মতো পরিষ্কার করে, পানির মতো সরল করে খাইয়ে দেয়া হয়েছে, সে পৃথিবীর কোথাও ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি না। কাজেই আমার আজকে এবং আগামীদিনের লিখা হবে অনেকটা গাইডলাইনের মত, যা করার আপনাকেই করতে হবে।

আর একটা কথা না বললেই নয়। জার্মানি এবং অস্ট্রেলিয়ার মধ্যে আমি যদিও মাঝে মাঝে কিছু তুলনা করব, কিন্তু বাস্তবিক পক্ষে আমি কোনটাকেই ভালো খারাপ বলবো না। প্রতিটি দেশের কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সেটা আমার কাছে যদিও দিবালোকের মতো পরিষ্কার, কিন্তু আমার লিখাটা তাদের জন্য হবে যারা জার্মানি ছেড়ে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে  আসতে চায়। কেন আসতে চায়, অথবা কেন আশা উচিত, অথবা অনুচিত সেই বিষয়েও অন্য একদিন লিখব বলে কথা দিচ্ছি যদি অনুমতি পাই।

এবার আসল কথায় আসি। জার্মানি থেকে অস্ট্রেলিয়া আসার ব্যাপারটা অনেকটা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসার মতোই যদিও কিছু সুক্ষ ও সরু পার্থক্য আমি বলব।

সত্যি করে বলতে, অস্ট্রেলিয়াতে আসার এত এত পথ আছে, যারা আসার মতো তাদের কাছে এটা এসএসসি তে গোল্ডেন এ+ পাবার মতোই সোজা। আর যাদের কাছে কঠিন, তাদের কাছে এটা এসএসসিতে ফেল করার মতোই কঠিন। সে যাই হোক।

অস্ট্রেলিয়াতে পিএইচডি পাওয়া জার্মানির মতো অত কঠিন না। এখানে পিএইচডি পেতে গেলে দুভাবে যাওয়া যায়। একটা পার্মানেন্ট হিসেবে লোকাল পরিচয়ে। আর অন্যটা সরাসরি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। বলছি আন্তর্জাতিক ভাবে কিভাবে আশা যায়। পিএইচডি যেহেতো রিসার্চ, আর সেটা যেহেতো কোনো একজন প্রফেসর এর অধীনে করতে হবে, কাজেই প্রথমে প্রফেসরকে ইমেইল করতে হবে। এই ক্ষেত্রে জার্মানির মতো সরাসরি কোনো ওয়েব সাইট নেই যে সব তথ্য আর ইউনিভার্সিটি নাম পাওয়া যাবে। প্রতিটি ভার্সিটির সাইট এ গিয়ে রিলেভেন্ট সাবজেক্ট আর প্রফেসর খুঁজে বের করতে হবে। এর পর ইমেইল দিতে হবে। সেখানে অবশ্যয় নিজেকে নিজের মার্কেটিং করতে হবে। বাংলায় বললে, আপনাকে বিক্রি করতে হবে ইমেইল এর মাধ্যমে।

প্রফেসরকে ইমেইল লিখার পদ্ধতি আজকের লিখার প্রয়াস এর মধ্যে নেই। তবে শুধু বলে রাখি, আপনার লিখায় যেন ভদ্রতা, নম্রতার অভাব না থাকে যদিও আপনি অতটা ভদ্র অথবা নম্র না হলেও বাস্তবিক পক্ষে কোনো সমস্যা নাইক্কা। ইমেইলটা খুব বড় হবে না, আবার একেবারে দু লাইনও হবে না। মোটামুটি ছোট খাটো দু প্যারাগ্রাফ এর মধ্যে সব তুলে ধরতে পারলে ভালো।  ইমেইল বডিতে থাকবে সংক্ষেপে আপনার সব অর্জন, আপনি কেন মোটিভেটেড,  মোটামুটি কয়েকটা গুণ (সত্যি থাকতে হবে এমন কোন কথা নেয়) থাকলেই হবে।  আবার খুব বেশি গুন্ দেবারও দরকার  নেই। ভুলেও কঠিন কঠিন শব্দসম্ভার দিয়ে, ইন্টারনেট থেকে কপি করা যাবেনা। সব চেয়ে গুরুত্বপূর্ব যেটা সেটা হচ্ছে আপনার সিভি, যেখানে আপনার সব তথ্য থাকা উচিত।

উদহারণ স্বরূপ বলতে পারি, আপনার সব প্রকাশনার লিস্ট, আপনার সব একাডেমিক তথ্য, কাজের অভিজ্ঞতা, এমনকি আপনার প্রোগ্রামিং এর একটা লিস্টও থাকা উচিত। আপনার একাডেমিক রেফারেন্স থাকা উচিত যদিও হয়তো চাকরির আবেদনের সময় সেটা না থাকলেও চলে।  আপনার যদি কোনো একাডেমিক বড় অর্জন থাকে যেমন ধরেন, ডিস্টিংকশন অথবা স্কলারশিপ সেটাও উল্লেখ করতে ভুলবেন না। মোটামুটি যত ভাবে পারেন নিজেকে বিক্রি করবেন।

এই ক্ষেত্রে এটা মোটামুটি জার্মান সিস্টেম এর বিপরীত। জার্মানিতে চাকরির আবেদনের সময় যেমন ভুলেও ভুল তথ্য দেয়া চলবে না, তবে অস্ট্রেলিয়াতে পিএইচডি আবেদনের সময় ব্যাপারটা এরকম নয়।  মানে আপনার যদি কোনো যোগ্যতা কোন বিষয়ে ১০% থাকে, সেটাও দিবেন। একটা কথা বলে রাখি, পিএইচডি স্টার্ট করার পর আপনি অনেক সময় পাবেন নিজেকে ঝালাই করার জন্য। কাজেই পাওয়া হচ্ছে আসল কথা। তাই বলে পুকুর চুরি করা মনে হয় না ঠিক হবে।

এতটুকু পর্যন্ত মোটামুটি পৃথিবীর সব ভার্সিটিতেই একই রকম। এর পরের অংশটা একটু ব্যতিক্রম অস্ট্রেলিয়ার জন্য। যদিও আমি জার্মানবাসীদের উদ্দেশ্য করে লিখছি, এটা মোটামুটি যারা অন্য দেশ থেকে আসবে তাদের জন্যও প্রযোজ্য।

প্রফেসর থেকে ইমেইল ব্যাক পেলে, বুঝতে হবে উনি আপনাকে কর্ণপাত করছেন। ভুলেও টাকা পয়সার কথা প্রথমে বলার দরকার নেই। বেশিরভাগ অস্ট্রেলিয়ান প্রফেসর জার্মান প্রফেসরদের মতো টাকার থলি নিয়ে বসে থাকেনা। আর থাকলেও সেটার উপর ভরসা না করায় ভালো। সেটা এমনিতেই আপনি পাবেন টপ আপ। প্রফেসর আপনাকে বলবে (মোটামুটি ৯০%) ইউনিভার্সিটিতে অনলাইন আবেদন করার জন্য এবং সেটা করার সময় যেন আপনাকে স্কলারশিপ এর জন্য বিবেচনা করা হয় আবেদন এর মধ্যে যেন সেটা অবশ্যয় থাকে। অনলাইন হলে ওখানেই থাকবে হিসেবে।

ইউনিভার্সিটি যেটা করে সেটা হচ্ছে, সবার এপ্লিকেশন একসাথে করে একটা প্যানেল কমিটিতে পাঠায়। এই পর সবার এপ্লিকেশন একটা একটা করে যাচাই করা হয় এবং সবার যোগ্যতা অনুসারে পয়েন্ট দেয়া হয়। যাদের পয়েন্ট উপরের দিকে থাকে, তাদের মধ্যে থেকে কল করা হয় স্কলারশিপ দিয়ে। বলে রাখা ভালো, এখানে স্কলারশিপ মোটামুটি ভালই। বছরে প্রায় ২৭০০০ ডলার পাওয়া যায় যেটা দিয়ে এখানে দিব্বি মজা করে চলা যায়। এর বাইরে উপরি পাওনা থাকে প্রফেসর এর নিজস্ব ফান্ড থেকে টপ আপ যেটা ৬০০০ থেকে ১৫০০০ পর্যন্ত হতে পারে। এতেও যদি আপনি সন্তুষ্ট না থাকেন, ইউনিভার্সিটিতে মার্কিং, টিচিং, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে উপরি আয় করা যায় যদিও সেটা সবার জন্য প্রযোজ্য হয় না।

ভার্সিটি প্রধানত দুই ধরণের অফার করে থাকে। যদি স্কলারশিপ পেয়ে থাকেন সেটা ভালো। যদি না পেয়ে থাকেন, তাহলে কমপক্ষে আপনাকে যেন টিউশন ফী না দিতে হয় সেটা ব্যবস্থা করে অফার দিয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি কোনো টাকা পাবেন না ঠিক, কিন্তু আপনাকে কোনো টাকা দিতেও হবে না। ভাগ্য ভালো থাকলে প্রফেসর কিছু আপনাকে দিতে পারে। কিন্তু আমি বলবো এভাবে আসাটা অনেক বিপদজনক যদি না আপনি প্রতিজ্ঞা না করে থাকেন যে অস্ট্রেলিয়াতে আসবেনই।

এর পর বলতে পারি, কিভাবে আবেদন করলে স্কলারশিপ পাবার সম্ভাবনা থাকে। জেনে রাখা ভালো, এখানেই জার্মানিতে অধ্যয়নরত ছাত্ররা পিছিয়ে যায়। আসলে, অস্ট্রেলিয়ান প্রফেসররা জার্মান ডিগ্রীকে অনেক গুরুত্ব দিলেও, কিছুটা নিয়মতান্ত্রিক জটিলতার কারণে, প্রফেসররা কোনো স্পেশাল ক্ষমতা দেখতে পারেননা। যেহেতো এটা একটা প্যানেল ঠিক করে, আর সবার মধ্যে যোগ্যতাকে পয়েন্ট দিয়ে সাজানো হয়, সেই পয়েন্ট বন্টনে জার্মান ছাত্ররা কিছুটা পিছিয়ে যায়। সব পয়েন্ট নিয়ে আলোচনা করলে লিখা অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে বলতে পারি, পয়েন্ট তালিকায় সেই এগিয়ে থাকে যার আছে ভুঁড়ি ভুঁড়ি প্রকাশনা। শুধু প্রকাশনা থাকলেই হবে না, সেটা থাকতে হবে অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক ঘোষিত কনফারেন্স অথবা জার্নাল লিস্টে। সেই সাথে আপনার যদি মাস্টার থাকে গবেষণা দিয়ে যেটা জার্মানিতে কখনো হয়না, মানে জার্মানিতে মাস্টার মানে স্কুলের মতো ক্লাস এ যাও, সেমিস্টার শেষে পরীক্ষা দাও, আর পাস করো, এই ক্ষেত্রে আপনার পয়েন্ট খুব বেশি হবেনা। যাদের মাস্টার কোর্স পুরোটা রিসার্চ হিসেবে থাকে তাদের পয়েন্ট অনেক বেশি হয় যেটা জার্মানিতে সম্ভব না। ৬ মাস থিসিস এক্ষেত্রে আপনাকে কোনো সুবিধা দেয় না যেহেতো আপনার মাস্টার হচ্ছে কোর্স ওয়ার্ক হিসেবে।

আরো কিছু আছে সেটা ধীরে ধীরে লিখবো। শুধু এতটুকু বলি, যদি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে চান, তাহলে কমপক্ষে কয়েকটা পাবলিকেশন এখন থেকেই করে ফেলেন। আমি কথা দিলাম, এটা আপনাকে আপনার বৌ, জামাই, গার্লফ্র্যান্ড অথবা বয়ফ্রেইন্ড থাকার চেয়েও বেশি কাজ দিবে আর ফলাফলটা এর চেয়েও মধুর হবে।

আজকে এতটুকুই। তাহলে লাইগা যান। সেই সাথে আমার এই বাংলিশ মার্কা লিখার জন্য দুঃখিত। একটা কথা বলি, পিএইচডি কোন আপনার বিকল্প পরিকল্পনা হওয়া উচিত না।  এটা একটা পছন্দ হওয়া উচিত।ইংরেজিতে বললে আরো সুন্দর শুনায়। PhD shouln’t be an option, it’s a choice. এটা শুরু করা না যতটা সোজা, এটা ধরে রাখা তার চেয়েও কঠিন। তিন থেকে ৬ বছর (অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ চার বছর) নিজের মনকে ধরে রাখা খুব সহজ ব্যাপার না যদিও আপাত দৃষ্টিতে এটা সোজা মনে হয়।

অবশ্যই আপনাদের যাদের মনে কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে, কোনো প্রকার দ্বিধা ছাড়াই যোগাযোগ করতে পারেন। এজন্য নিচের মন্তব্য সেকশনে আপনার প্রশ্নটি করুন। আমি অবশ্যই সময় নিয়ে সঠিক উত্তর দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

(চলবে…)


আরো পড়তে পারেনঃ

পি.এইচ.ডি কড়চা – পর্ব ১

পিএইচডি কি জিনিস? খায় না মাথায় দেয়?

উচ্চশিক্ষার ইতিকথা-তৃতীয় পর্ব (অষ্ট্রেলিয়া, স্কলারশিপ এবং সুযোগ-সুবিধা)

mm

By Shouman Barua

Technical Specialist at NBN, Australia and PhD student(Faculty of Engineering and Information Technology) at University of Technology Sydney, Australia. Completed MSc. at TU Darmstadt. Germany and worked at Grameenphone, Bangladesh.

16 thoughts on “অস্ট্রেলিয়াতে যদি পিএইচডি করতে হয় …”
  1. Hello,
    Thanks for your post.
    Its was really great.
    Now I am studying in Bachelor in Nursing in Lithuania.
    I also have a “choice” to achieve PhD.
    Looking forward.
    By the way, I was also working in GP.

    Thanks again for your post.

  2. Comment *I’m a doctor from Bangladesh. My. Phil biochemistry. I have one publication as first author & 5 publications as Co-author in international journal. In which Web site may I contact for PhD?

  3. Dear Brother,
    I am Md. Habibur Rahman from Bangladesh. I have already completed B.Sc and M.Sc in Fisheries from Jessore university of science and technology. In both case, i got CGPA 3.95 and 3.98 (out of 4) in B.Sc and M.Sc respectively. I got president gold medal for being faculty 1st. Medium of learning was English. But yet i don’t face IELTS or Other tests. But i have graet interest to complete my Ph.D in Australia. Now what should i do? I will be grateful if you reponse me.
    Best regards
    MD. HABIBUR RAHMAN
    Email: [email protected]

  4. Hi,
    This is Md. Jahid Ebn Jalal from Bangladesh. I have done my B.Sc. and MS. in Agricultural Economics from Bangladesh Agricultural University. My CGPA is 3.39 and 3.44 out of 4 accordingly. Now I am studing in M.Sc. in Economics at Indira Gandhi Institute of Development Research (IGIDR) in India as a IDRC fellow. I have got NST fellowship also for my master’s thesis. I have a great interest to do PhD in Australia. What should I do? Could you please give me some suggestion/s.

    Thanks and I’ll be wait to hear you.

  5. @MD. Habibur Rahman, Australia is calling you Man. Why are you still there? Start your process immediately. However, recently Australian govt has listed some universities only eligible for applying directly. Students from the rest of the universities can apply by providing some conditions. I would like to request you to check them thoroughly before applying. IDP australia located at Gulshan can provide solid information regarding this.

    @Dr. Sajuti Sarkar, @Dr. Wahida, I am afraid of providing any information regarding medical studies as the bangladeshi medical degree is not recognized directly by Australian govt. I have little knowledge about this. However, I would try to gather some information and hope to share here. Thanks.

    There is almost zero scholarship available for the Master students by course work. However, if you want to do it by research work, some scholarships might be possible. But you require great results for this as an international student and applying process remains same.

    Nursing has the great prospect here fo far I am concerned. I doubt if any University offers Ph.D. for nursing. You should search relevant courses here.

  6. Mr. Shouman Barua, remember that country does not matter at all. The only thing which is the fundamental fact is quality. Your comments were likely to be irascible and exaggerated. Dr. Albert Einstein is regarded as the best scientists of the previous century but he never has studied at the top ranked universities of this world like University of Cambridge, University of Oxford, University of California, Harvard University, Massachusetts Institute of Technology etc. George Weah has got the honour to have the FIFA Ballon D’Or in 1995 competing with Roberto Baggio, Marco Van Basten, Rivaldo, Lothar Matthäus, Ronaldo and many other footballers. But, George Weah is a Liberian. Liberia is such an African country where life is a synonym of misery. Liberia is a country which risks in the infection of Ebola Virus, Malaria, HIV AIDS highly in comparison with any other European country. He won the FIFA Ballon D’Or from such an isolated country only for his quality. Germany and Australia both are better but the Quality is the best. Country is not a fact at all. So, try to write how one can develop his or her quality. China and India have emerged as the rising super power in this earth in the present days. Write how we can upright our country.

  7. @Rakib Hasan Rafi, Thank you for your quality comment and valuable advice. I understand that you are quite concerned about the quality. However, to be more specific, to have more quality, I would like to request you not to go beyond the topic. The reason behind this article is not to upend or enlighten Bangladesh or to define/gain the quality. I even didn’t mention any qualitative comparison among Germany, Bangladesh and Australia. In my comment, I mentioned some universities from Bangladesh are not considered to apply in Australia directly. Unfortunately, I didn’t create this rule. I hope you read the article thoroughly and understand what was the intention of this writing and who were the target audience. If you are still not able to understand, you could ask me politely; I will try to answer you accordingly. Otherwise, I probably have to write another article how to learn and use some basic norms like ‘please,’ ‘thankyou,’ ‘pardon,’ ‘sorry,’ etc. and not to consider everybody to order or command. Thanks once again.

  8. Thanks a lot for your reply. The way how you compared between Australia and Germany; I think that it is not absolute. In the field of Mechanical Engineering, Germany is considered to be the world’s most progressive country. You wrote that in conducting research German students are not so advanced and in Germany Masters Education only means just attend to university class, appear at examinations etc. I think you need to expand your horizon of knowledge. Germany has given birth to more Nobel Laureates than Australia. For the recognisation of research based activities, Nobel Prize and Abel Prize are considered to be the highest honours. Germany has 134 Nobel Laureates but Australia has only 13 Nobel Laureates. Many people opine that United Kingdom, United States of America, Germany, France, Netherlands and Switzerland these six countries render such sort of Education that is acceptable throughout the world. Many also say that people prefer Australia, New Zealand and Canada just for immigration and life-style but if they were concerned on research; they must have chosen either six of these countries. Moreover, Australia, New Zealand and Canada are English speaking countries. You live in Australia and probably you may like Australia but this does not mean that your Australia is the best. I should not go to this site. You can compare but you need to be more sapient. The way how you have written has made me laugh. Dr. Abul Kashem Fazlul Haque- professor of University of Dhaka in Bangla Department who is respected by all; does criticise and comparison but the way how he criticises and compares between two things everyone can not help appreciating it. Even, his oppositions also honours him. I am apologised to you. Actually, I never have wanted to touch this issue but I had to. I think you need to study more, learn more, travel more. This writing has emphasised the comparison between two countries greatly not how we can prepare ourselves for Australia. Professor Dr. Jamal Nazrul Islam an Emeritus professor of Bangladesh, has laid ahead Germany than United States of America and United Kingdom in some aspects. So, I want to so Australia and Germany no one is bad. If I have the quality, I can be expressed anywhere from this world. In accordance with the educational system of Australia, thirteen years’ of the completion of education from Bangladesh is considered to be equivalent to those who have completed Higher Secondary School (12th class) from Australia but in United Kingdom, Germany, Netherlands, New Zealand, France fourteen years’ of the completion of Education from Bangladesh is considered to be equivalent to those who have completed Higher Secondary School (12th class) from these countries. If I consider this point, then these countries will remain ahead of Australia. So, I think that you need to consider all the circumstances. I know well how to apply for Australia. I have been in Australia, United Kingdom, Japan, China, Netherlands, France, Canada and many other countries. At the last, respectively I want to say that you should not write anything in such a way that will seem to be conflict with reality and that will make oneself a symbol of comedy. I do not want to continue anymore here. I think you should study more, travel more and be aware of selecting language. Thank you very much!!!! Do not be irascible. These are the last sentences I am writing to you. Thank you once again. I wish you the best always.

  9. @Rakib Hassan Rafi, Thank you for your kind patience to reply along with some valuable advices. I am 100% agree with you that I need to travel more, study more and beware of selecting languages as I have only one native language. And I wonder if you already stopped thinking you had enough of them. I swear that I will follow your advice in this regard. However, I studied in Germany and I know the german standard quite well probably no less than you do. I never underestimated German education in my writing. Moreover, I even put Germany ahead in so many ways. In Germany, you can’t do master by only research work and this is the reason why german graduated students are lagging behind in terms of point allocation while applying in Australia. Australian professor cant bypass this anyway. Because in Australia, one gets more points if his/her previous master was done by full research work. This is a fact, not the fiction. I didnt compare here between them. All students should know this while doing their masters in Germany if they want to go for phd in any country. NOWAY it could be treated as lowballed. I hope you already read my article. I recommend you to read once again and then you will find clearly bold “আর একটা কথা না বললেই নয়। জার্মানি এবং অস্ট্রেলিয়ার মধ্যে আমি যদিও মাঝে মাঝে কিছু তুলনা করব, কিন্তু বাস্তবিক পক্ষে আমি কোনটাকেই ভালো খারাপ বলবো না। প্রতিটি দেশের কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও আছে।” I still appreciate your statistical information. But please don’t go beyond the topic and try to realize the fact of writing, I am not bound to reply your irrelevant and illogical debate here although I am still replying. No matter how many countries you visited and what you do or what knowledge you gathered, but you never learnt the norms, courtesy what you just learnt from my reply probably. I appreciate it. Nevertheless, I also visited many countries even not in your list and still continuing and I know some people visited almost the entire world but never explored such a way you did. Its my last reply too. I wish you could write some travel stories and share here so that other people who didn’t travel those countries, could have an impression. Thanks for everything and I wish we could catch up for a coffee together. 🙂

  10. Brother Shouman Barua @ Would you please name some Australian publications for Business Studies or Research where anyone can publish his/her articles or research papers mainly on “Finance Sector ” ?

  11. Thanks for your informative post. It will help if you can write a comparative discussion between different aspects of Ph.D. (like structure, completion time and requirement, stipend, post-PhD prospects, etc) between Australia and Germany.

  12. Thanks mr. Shoumon Borua, I have completed BBA & MBA from National university in 2015 and 2016 respectively.
    BBA CGPA – 3.06( out of 4)
    MBA CGPA- 3.20(out of 4).
    I am interested about Phd programme.
    Is it possible to me? I have no job experience. I had not any recherch papers. I had only term papers which including our subjective course.

Leave a Reply to Shouman Barua Cancel reply