1১) ব্যাংকের ফর্ম ফিল আপ করে এম্বাসিতে গিয়ে সিল মারাতে হবে ….
২) জিপিও থেকে প্রি পেইড খাম কিনে, খামের উপর আপনার ঠিকানা লিখে দিতে হবে: (কারন এই খামযোগে ডয়েসে ব্যাংক আপনাকে ব্লক অ্যাকাউন্ট সার্টিফিকেট পাঠাবে)
৩) তারপর ডয়েসে ব্যাংকের পূরণকৃত ফর্ম, সাথে আপনার ঠিকানা সহ প্রি পেইড খাম … জার্মানির ডয়েসে ব্যংকের হামবুর্গ পাঠাতে হবে
৪) ঐ সার্টিফিকেট পেলে অন্যান্য ডকুমেন্টের সাথে এইটা ও নিয়ে যাওয়া লাগবে ভিসা ইন্টারভিউর সময়

ব্যাংকে টাকা পাঠানোর সিস্টেম
১) জার্মানিতে থাকা যে কারো মাধ্যমে সরাসরি দেওয়া। (খুবই রিস্ক)
২) বাংলাদেশের যে কোন ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে তারপর জার্মান অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা

ব্যাংকের ফর্ম সিল মারতে গেলে দরকারী ডকুমেন্ট
১) পাসর্পোট
২) অফার লেটার
৩) ব্যাংকের পূরণকৃত ফর্ম
৪) আপনার সকল সার্টিফিকেট

ডয়েচ ব্যাঙ্ক এর ফর্ম  

ব্লকড একাউন্ট – Deutsche Bank এর বিকল্প হতে পারে Sparkasse কিংবা Volksbank
ব্লক একাউন্ট বয়ান, জুলাই ২০১৬

 ব্লক একাউন্ট বয়ান, জুলাই ২০১৬

4 thoughts on “ব্লক একাউন্ট এর নতুন নিয়মের শর্টকাট”

Leave a Reply to Abir Cancel reply