জার্মানির বিভিন্ন বৃত্তি প্রদানকারী সংস্থার মাঝে SDW কিংবা Stiftung der Deutschen Wirtschaft (sdw – the Foundation of German Business) অন্যতম। এই মুহুর্তে প্রায় ৪০০০ এর মত শিক্ষার্থী তাঁদের বৃত্তি নিয়ে লেখাপড়া করছেন। আপনিও হতে পারেন তাঁদের একজন। 🙂

Prof. Dr. Klaus Murmann (1932-2014)

১৯৯৪ সালে প্রফেসর ড. ক্লাউস মুরমান এটি প্রতিষ্ঠা করেন। তিনি ২য় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী এবং ব্যক্তিত্ব। ১৯৯৫ সালে মাত্র ২১ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে যাত্রা শুরু করে আজকে এই সংস্থা হাজার হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথকে সুগম করছে।

কাদের বৃত্তি দেয়া হবে

সাধারণত স্নাতক (আন্ডার-গ্র্যাজুয়েট), মাস্টার্স এবং পিএইচডি লেভেলে এই বৃত্তি দেয়া হয়। প্রার্থীকে জার্মান কোন একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে।

কয়জনকে বৃত্তি দেয়া হবে

সাধারণত প্রতি বছর ২৫০ জন নতুন প্রার্থীকে বৃত্তি দেয়া হয়।

এপ্লিকেশন ডেডলাইন

ব্যাচেলর্স, মাস্টার্স, পিএইচডি এর জন্য ভিন্ন ভিন্ন ডেডলাইন। তবে যাঁদের বয়স ৩২ বছরের বেশি তাঁরা সাধারণত এই বৃত্তি পাবেন না। এখানে চেক করে দেখুন


বৃত্তি পাওয়া কিছু ছাত্রছাত্রীর একাংশ


স্কলারশিপের পরিমাণ

মাস্টার্স/ব্যাচেলর্স এর শিক্ষার্থীদের সাধারণত মাসে ৫৯৭ ইউরো + শিক্ষা উপকরণ কেনার জন্য ৩০০ ইউরো + ফ্যামিলি এর জন্য ১৫৫ ইউরো সহ আরো কিছু প্রণোদনা দেয়া হয়। পিএইচডি শিক্ষার্থীরা সাধারণত মাসে ১১৫০ ইউরো + ১০০ ইউরো (রিসার্চ এর জন্য এক্সট্রা খরচ) + ফ্যামিলি এর জন্য ১৫৫ ইউরো পেয়ে থাকেন।

কতদিন বৃত্তি দেয়া হবে

যতদিন কোর্সটা শেষ হচ্ছে, সাধারণত সেই পর্যন্ত বৃত্তি দেয়া হয়। এরপর ফলাফলের উপর ভিত্তি করে এটা বাড়ানো হয়।

এপ্লিকেশন করতে সাধারণত কী কী ডকুমেন্ট লাগে

কয়েকটি ধাপে বেশকিছু ডকুমেন্ট পূর্ণ করতে হয়। সেটার বিস্তারিত পাবেন এখানে

জার্মান দক্ষতা লাগবে?

হ্যাঁ, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে জার্মান লেভেল B2 কিংবা DSH 2 লাগবে। এই ব্যাপারে এখানে বিস্তারিত জানা যাবে।

প্রার্থীদের যেসকল যোগ্যতা থাকবে হবে

  • ভাল ফলাফল/রেজাল্ট
  • সামাজিক অঙ্গীকার
  • সঙ্কল্প
  • সামাজিক কর্মদক্ষতা
  • সাধারণ জ্ঞান
  • সৃজনশীল চিন্তা
  • যোগাযোগের দক্ষতা

প্রার্থী নির্বাচনের ধাপসমূহ

সাধারণত তিনটি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সেগুলো হলঃ

পর্যায় ১: অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং লিখিত আবেদন নথি জমা
পর্যায় ২: আপনার অঞ্চলের লিয়াজোঁ অফিসারের সাথে সাক্ষাৎকার
পর্যায় ৩: বার্লিন অ্যাসেসমেন্ট সেন্টার অংশগ্রহণ

বিস্তারিত পাবেন এখানে

die Stipendien des Studienförderwerks Klaus Murmann der Stiftung der Deutschen Wirtschaftযোগাযোগ করতে চাইলে

Stiftung der Deutschen Wirtschaft (sdw) gGmbH
im Haus der Deutschen Wirtschaft
Breite Straße 29
10178 Berlin

Tel.: + 49 30 2033-1540
Fax: + 49 30 2033-1555
E-Mail:

[email protected] (অফিশিয়াল যোগাযোগ)

কিংবা [email protected] (স্কলারশিপ বিষয়ক প্রশ্ন/সমস্যা)

অফিশিয়াল ওয়েবসাইট

https://www.sdw.org/ (জার্মান ভাষায়, তাই ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। এরপর রাইট বাটন ক্লিক করে ইংরেজি করে নেয়া যায়।)


আরো পড়তে পারেনঃ

তথ্যসূত্রঃ sdw.org, DAAD.de

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

One thought on ““আমরা সম্ভাবনাকে সুযোগ দেই”: Stiftung der Deutschen Wirtschaft এর বৃত্তি”
  1. আমি জার্মানিতে ডাড বৃত্তিনিয়ে LLM কোরতে চাই আমার একজন পরিচিত ভাই আছে জার্মানিতে সে কি আমায় কোন প্রকার সহযোগিতা করতে পারে।

Leave a Reply to Md Ruhul Amin Cancel reply