জার্মানিতে রাতে বাতিবিহীন দ্বিচক্রযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য রাতে চলার সময় কয়েকশো হাত দূরে “মামা” (পুলিশ) দের গাড়ি দেখলেই দ্বিচক্রযান থেকে নেমে যাওয়া অতীব উত্তম। নচেৎ দ্বিচক্রযানের সিটে বসা অবস্থায় ধরা খেলে ২৫ ইউরো জরিমানা (লোকমুখে শোনা) !

কয়েকদিন আগে সন্ধ্যার পর, ভার্সিটি থেকে লুকিয়ে চিপা চাপা অলিগলি দিয়ে বাসার নিকটে এলাম । বলাবাহুল্য চিপাচাপায় “মামা” দের তেমন একটা নজরে পড়ে না । বাসায় ঢুকার আগে ভাবলাম কিছু বাজার সদাই করা প্রয়োজন। বাসার কাছেই সুপার শপে দ্বিচক্রযান পার্ক করে ভিতরে ঢুকলাম। বাজার সদাই শেষ করে দ্বিচক্রযানে উঠে প্যাডেল মারতে না মারতেই আসমান থেকে সামনে এক “মামা” র গাড়ি এসে পড়লো । কালবিলম্ব না করে সিট থেকে দ্রুত নেমে যথাসম্ভব মদন সাজার চেষ্টা করলাম ।

গাড়ির দরজা খুলে লাস্যময়ী এক মহিলা পুলিশ অফিসার বের হলো আর মাথা নেড়ে মুচকি হেসে বলতে লাগলো ” Das ist nicht gut ” .
যাই হউক ! এ যাত্রায় খালেকরূপে বেঁচে বাসায় ফিরে এলাম !!

http://bicyclegermany.com/german_bicycle_laws.html


কীভাবে সাইকেল চালানো শিখতে পারেন?

সূত্রঃ bfgnet.de, bicyclegermany.com

mm

By Kamrul Hasan

KIC InnoEnergy Scholarship নিয়ে Karlsruher Institut für Technologie (KIT) তে পড়েছি। থাকি Karlsruhe, Germany তে।

Leave a Reply